নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ওয়ানডের মতো টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু করেছে বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডে জিতে সিরিজের শেষ ম্যাচটিকে ‘ফাইনালের’ রূপ দিতে পেরেছিল বাংলাদেশ। টি-টোয়েন্টি সিরিজেও পারবে কি?
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টি আগামীকাল হবে ডাম্বুলায়। গতকালই পাল্লেকেলে থেকে সড়কপথে ডাম্বুলায় এসে পৌঁছেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা ক্রিকেট দল। পার্থক্য এটাই—প্রথম টি-টোয়েন্টি জিতে ফুরফুরে মেজাজে শ্রীলঙ্কা। ‘জিততেই হবে’ এমন চাপে সফরকারী দল।
তবে ম্যাচের ফল নিয়ে ভাবার আগে নিজেদের পারফরম্যান্স নিয়েও ভাবতে হচ্ছে বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাসকে। ব্যাটিং, বোলিং—কোনো বিভাগ নিয়েই স্বস্তিতে নেই অধিনায়ক। প্রথম টি-টোয়েন্টি শেষে ব্যাটিং নিয়ে তাঁর অনুযোগ, ‘যারা উইকেটে থিতু হয়ে গিয়েছিল, তাদের আরও এগিয়ে যাওয়া দরকার ছিল।’ আর বোলিং নিয়েও হতাশ লিটন, ‘আমরা ভালো বোলিং করতে পারিনি।’
দ্বিতীয় টি-টোয়েন্টি জিতে সিরিজ বাঁচাতে চাইলে তাই ব্যাটিংয়ে ভালো করতে হবে, ভালো করতে হবে বোলিংয়েও। আর ভালো করতে হবে এমন এক ভেন্যুতে, যেখানে কোনো টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা নেই বাংলাদেশের। ২০১০ সালের পর সর্বশেষ ২০১৭ সালে এখানে ওয়ানডে খেলেছে বাংলাদেশ। তা-ও দুই ম্যাচেই একটিতে হার। সেই দলের শুধু তিনজন (মিরাজ, তাসকিন, মোস্তাফিজ) খেলোয়াড় আছেন এই টি-টোয়েন্টি স্কোয়াডে। অধিনায়ক লিটন দাসেরও এখানে আন্তর্জাতিক ক্রিকেটে খেলার অভিজ্ঞতা নেই। তানজিদ তামিম, পারভেজ ইমন, জাকের আলী, শামীম হোসেনদের কাছে ডাম্বুলা তো একদমই অচেনা। তাই চেনা কন্ডিশনে হেরে এসে অচেনা ডাম্বুলায় ঘুরে দাঁড়ানো যে সফরকারী দলের জন্য সহজ হবে না, সেটা বলাই যায়।
ডাম্বুলায় টি-টোয়েন্টির গড় স্কোর খুব একটা বেশি নয়—দেড় শর আশপাশে। তবে রাতের ম্যাচে ব্যাটিংয়ের জন্য উইকেট ভালো থাকে বলে বিশেষজ্ঞদের অভিমত। তাই টস এখানে বড় প্রভাব ফেলতে পারে। তবে কন্ডিশনের চেয়ে বড় প্রশ্ন বাংলাদেশের ক্রিকেটারদের মানসিকতা, সামর্থ্য এবং এর প্রযোগক্ষমতা নিয়ে।
প্রথম টি-টোয়েন্টিতে পাওয়ারপ্লেতে শ্রীলঙ্কা তুলেছে ১ উইকেটে ৮৩ রান। টি-টোয়েন্টিতে ব্যাটিংটা এমনই হওয়া উচিত বলে মনে করেন বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। প্রথম টি-টোয়েন্টি শেষে তিনি বলছিলেন, ‘নিজেদের ওপর বিশ্বাস রাখতে হবে, স্মার্ট ও আগ্রাসী ক্রিকেট খেলতে হবে। হারের ভয় করা চলবে না। চেষ্টা করে যেতে হবে ইতিবাচক খেলার।’
‘হারের ভয়’ না করে পরের ম্যাচে বাংলাদেশ ‘ইতিবাচক খেলা’র চেষ্টা করবে, এটাতেই এখন বিশ্বাস রাখতে হচ্ছে। তবে বাংলাদেশ দলের সামর্থ্য নিয়ে কোনো প্রশ্ন নেই মুশতাক আহমেদের, ‘এই ছেলেদের সামর্থ্য রয়েছে। তারা ভালো ক্রিকেট খেলতে পারে। শুধু বিশ্বাস রেখে যেতে হবে।’
ভঙ্গুর ওপেনিং, এলোমেলো মিডল অর্ডার, ছন্নছাড়া বোলিং দলের ভঙ্গুর ওপেনিং, এলোমেলো মিডল অর্ডার নতুন কিছু নয়। প্রথম টি-টোয়েন্টিতে দেখা গেল ছন্নছাড়া বোলিংও। এমন অবস্থায় দ্বিতীয় টি-টোয়েন্টিতে যোগ হচ্ছে ডাম্বুলার অচেনা উইকেট। বিশ্বাসেই ভরসা রাখা ছাড়া উপায় কী!
ওয়ানডের মতো টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু করেছে বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডে জিতে সিরিজের শেষ ম্যাচটিকে ‘ফাইনালের’ রূপ দিতে পেরেছিল বাংলাদেশ। টি-টোয়েন্টি সিরিজেও পারবে কি?
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টি আগামীকাল হবে ডাম্বুলায়। গতকালই পাল্লেকেলে থেকে সড়কপথে ডাম্বুলায় এসে পৌঁছেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা ক্রিকেট দল। পার্থক্য এটাই—প্রথম টি-টোয়েন্টি জিতে ফুরফুরে মেজাজে শ্রীলঙ্কা। ‘জিততেই হবে’ এমন চাপে সফরকারী দল।
তবে ম্যাচের ফল নিয়ে ভাবার আগে নিজেদের পারফরম্যান্স নিয়েও ভাবতে হচ্ছে বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাসকে। ব্যাটিং, বোলিং—কোনো বিভাগ নিয়েই স্বস্তিতে নেই অধিনায়ক। প্রথম টি-টোয়েন্টি শেষে ব্যাটিং নিয়ে তাঁর অনুযোগ, ‘যারা উইকেটে থিতু হয়ে গিয়েছিল, তাদের আরও এগিয়ে যাওয়া দরকার ছিল।’ আর বোলিং নিয়েও হতাশ লিটন, ‘আমরা ভালো বোলিং করতে পারিনি।’
দ্বিতীয় টি-টোয়েন্টি জিতে সিরিজ বাঁচাতে চাইলে তাই ব্যাটিংয়ে ভালো করতে হবে, ভালো করতে হবে বোলিংয়েও। আর ভালো করতে হবে এমন এক ভেন্যুতে, যেখানে কোনো টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা নেই বাংলাদেশের। ২০১০ সালের পর সর্বশেষ ২০১৭ সালে এখানে ওয়ানডে খেলেছে বাংলাদেশ। তা-ও দুই ম্যাচেই একটিতে হার। সেই দলের শুধু তিনজন (মিরাজ, তাসকিন, মোস্তাফিজ) খেলোয়াড় আছেন এই টি-টোয়েন্টি স্কোয়াডে। অধিনায়ক লিটন দাসেরও এখানে আন্তর্জাতিক ক্রিকেটে খেলার অভিজ্ঞতা নেই। তানজিদ তামিম, পারভেজ ইমন, জাকের আলী, শামীম হোসেনদের কাছে ডাম্বুলা তো একদমই অচেনা। তাই চেনা কন্ডিশনে হেরে এসে অচেনা ডাম্বুলায় ঘুরে দাঁড়ানো যে সফরকারী দলের জন্য সহজ হবে না, সেটা বলাই যায়।
ডাম্বুলায় টি-টোয়েন্টির গড় স্কোর খুব একটা বেশি নয়—দেড় শর আশপাশে। তবে রাতের ম্যাচে ব্যাটিংয়ের জন্য উইকেট ভালো থাকে বলে বিশেষজ্ঞদের অভিমত। তাই টস এখানে বড় প্রভাব ফেলতে পারে। তবে কন্ডিশনের চেয়ে বড় প্রশ্ন বাংলাদেশের ক্রিকেটারদের মানসিকতা, সামর্থ্য এবং এর প্রযোগক্ষমতা নিয়ে।
প্রথম টি-টোয়েন্টিতে পাওয়ারপ্লেতে শ্রীলঙ্কা তুলেছে ১ উইকেটে ৮৩ রান। টি-টোয়েন্টিতে ব্যাটিংটা এমনই হওয়া উচিত বলে মনে করেন বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। প্রথম টি-টোয়েন্টি শেষে তিনি বলছিলেন, ‘নিজেদের ওপর বিশ্বাস রাখতে হবে, স্মার্ট ও আগ্রাসী ক্রিকেট খেলতে হবে। হারের ভয় করা চলবে না। চেষ্টা করে যেতে হবে ইতিবাচক খেলার।’
‘হারের ভয়’ না করে পরের ম্যাচে বাংলাদেশ ‘ইতিবাচক খেলা’র চেষ্টা করবে, এটাতেই এখন বিশ্বাস রাখতে হচ্ছে। তবে বাংলাদেশ দলের সামর্থ্য নিয়ে কোনো প্রশ্ন নেই মুশতাক আহমেদের, ‘এই ছেলেদের সামর্থ্য রয়েছে। তারা ভালো ক্রিকেট খেলতে পারে। শুধু বিশ্বাস রেখে যেতে হবে।’
ভঙ্গুর ওপেনিং, এলোমেলো মিডল অর্ডার, ছন্নছাড়া বোলিং দলের ভঙ্গুর ওপেনিং, এলোমেলো মিডল অর্ডার নতুন কিছু নয়। প্রথম টি-টোয়েন্টিতে দেখা গেল ছন্নছাড়া বোলিংও। এমন অবস্থায় দ্বিতীয় টি-টোয়েন্টিতে যোগ হচ্ছে ডাম্বুলার অচেনা উইকেট। বিশ্বাসেই ভরসা রাখা ছাড়া উপায় কী!
অম্ল-মধুর এক ম্যাচই কাটালেন দুনিথ ভেল্লালাগে। আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোর নিশ্চিত করেছে তাঁর দল শ্রীলঙ্কা। এই ম্যাচেই আফগান ব্যাটার মোহাম্মদ নবির কাছে তাঁকে হজম করতে হয় টানা ৫ ছক্কা। সবমিলিয়ে শেষ ওভারে ৩২ রান খরচ করেন তিনি। পরে সেই দুঃসহ অভিজ্ঞতা ভুলিয়ে দেয় শ্রীলঙ্কার ৬ উইকেটের জয়।
৮ ঘণ্টা আগেসুপার ফোরে যাওয়ার জন্য ১০১ রান হলেই চলত শ্রীলঙ্কার। তাতে ম্যাচ হারলেও তাদের ‘আসে-যায়’-এর কিছু ছিল না। কিন্তু টি-টোয়েন্টি এশিয়া কাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। লক্ষ্য যখন শিরোপা ধরে রাখা, তখন আফগানদের কাছে হারলে চলে!
৮ ঘণ্টা আগেলঙ্কান বোলারদের তোপে বড় পুঁজি আফগানদের জন্য কঠিনই ছিল। কিন্তু ওস্তাদের মার যে হয় শেষ রাতে। ওস্তাদের ভূমিকাটা বেশ সাদরেই নিলেন মোহাম্মদ নবি। দুনিথ ভেল্লালাগের শেষ ওভারে ৫ ছক্কা মেরে শ্রীলঙ্কাকে চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দেন এই অভিজ্ঞ ব্যাটার। একটা পর্যায়ে দেড় শ পেরোনো মুশকিল মনে হচ্ছিল আফগানিস্তানের।
১০ ঘণ্টা আগে২৫ বছর পর উৎসে ফিরলেন জোসে মরিনিও। প্রধান কোচ হিসেবে যে ক্লাবে ডাগআউটে তাঁর ক্যারিয়ার শুরু, সেই বেনফিকায় ফিরলেন তিনি। গতকাল দুই বছরের জন্য মরিনিওর ফেরার কথা নিশ্চিত করেছে পর্তুগিজ ক্লাবটি।
১১ ঘণ্টা আগে