Ajker Patrika

১৩ দিনে চারবার করোনা পরীক্ষা শ্রীলঙ্কা দলের

নিজস্ব প্রতিবেদক
১৩ দিনে চারবার করোনা পরীক্ষা শ্রীলঙ্কা দলের

ঢাকা: বাংলাদেশে বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় এসে পৌঁছেছে শ্রীলঙ্কা দল। আজ সকাল ৮টা ১৫ মিনিটে শ্রীলঙ্কান এয়ারলাইনসের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় লঙ্কানরা। নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগেই ঢাকায় পা রেখেছে কুশল পেরেরার দল।

ঢাকায় পৌঁছেই টিম হোটেলে তিন দিনের কোয়ারেন্টিনে চলে গেছে শ্রীলঙ্কা দল। কোয়ারেন্টিন শেষ করেই অনুশীলন করবে লঙ্কানরা। এই কোয়ারেন্টিনের সময় দুবার করোনা পরীক্ষা করা হবে তাদের। ফলাফল নেগেটিভ হলে মিলবে অনুশীলনের সুযোগ। ওয়ানডে সিরিজ শুরুর আগে আবারও হবে তাদের করোনা পরীক্ষা। ১৩ দিনের বাংলাদেশ সফরে মোট চারবার করোনা পরীক্ষা হবে শ্রীলঙ্কা দলের।

বিমানবন্দরে শ্রীলঙ্কা দলের কোয়ারেন্টিন নিয়ে কথা বলেছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। তিনি সাংবাদিকদের বলেছেন, ‘বাংলাদেশ দলকে শ্রীলঙ্কা সফরের সময় একটা নিয়মের মধ্য দিয়ে যেতে হয়েছে। আমাদের সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আমরাও একটা নিয়ম তৈরি করেছি। মোট চারবার করোনা পরীক্ষা করা হবে। সিরিজের আগে তিনবার আর সিরিজ শেষে দেশে ফেরার সময় শেষ পরীক্ষা করা হবে। ২২ মে করোনা পরীক্ষা করে ২৩ মে থেকে সিরিজ শুরু হবে।’

শ্রীলঙ্কা দল ঢাকা ছাড়বে ২৯ মে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

অস্থিরতার সামান্য ইঙ্গিত পেলেই আমরা চলে যাব

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত