জয়ের জন্য শেষ দুই ওভারে গুজরাট টাইটানসের দরকার ছিল ৩৫ রান। সেই সমীকরণ শেষ ওভারে গিয়ে দাঁড়ায় ১৫ রান। আভেশ খানকে ৩ চারে জয়ের রোমাঞ্চকর কাজটি সারেন রশিদ খান।
গতকাল জয়পুরে আইপিএলে রশিদের বীরত্বে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ৩ উইকেটের জয় পেয়েছে গুজরাট। ১৯৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুবমান গিল ফিরলে হার চোখ রাঙাচ্ছিল তাঁর দলকে। তবে সেটি হতে দেননি রশিদ। ১১ বলে অপরাজিত ২৪ রানের ইনিংস খেলে ম্যাচ বের করে আনেন আফগান স্পিনার। ম্যাচ-সেরাও হয়েছেন তিনি।
এমন রোমাঞ্চকর জয়ের ম্যাচে নতুন রেকর্ড গড়েছেন গিল। ভেঙেছেন বিরাট কোহলির রেকর্ড। আইপিএলে সবচেয়ে কম বয়সী হিসেবে ৩ হাজার রানের মাইফলক ছুঁলেন এই ওপেনার। রাজস্থানের বিপক্ষে ৪৪ বলে ৭২ রানের ইনিংস খেলার পথে ৩ হাজার রানের মাইফলক ছুঁয়েছেন গিল। এদিন তাঁর বয়স ছিল ২৪ বছর ২১৫ দিন। সবচেয়ে কম বয়সী হিসেবে আইপিএলে এর আগে ৩ হাজার রানের সংগ্রাহক হওয়ার সময় কোহলির বয়স ছিল ২৬ বছর ১৮৬ দিন।
আইপিএলে ভারতীয়দের মধ্যে দ্রুততম ৩ হাজার রানের রেকর্ডটি লোকেশ রাহুলের। তাঁর লেগেছিল ৮০ ইনিংস। এ তালিকায় গিল দুই নম্বরে। ভারতীয় ওপেনারের লাগল ৯৪ ইনিংস। তবে সব মিলিয়ে আইপিএলে দ্রুততম ৩ হাজার রানের মাইলফলক গড়ার কীর্তিটি ক্রিস গেইলের। ক্যারিবীয় কিংবদন্তির এই কীর্তি গড়তে লেগেছিল ৭৫ ইনিংস। পরের স্থানে রাহুল। তিনে থাকা জস বাটলার, গিল ও ফাফ ডু প্লেসির লেগেছে সমান ৯৪ ইনিংস।
গিল কীর্তি গড়ার ম্যাচে হারের সঙ্গে শাস্তিও জুটেছে রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসনের। গুজরাটের বিপক্ষে স্লো-ওভার রেটের কারণে শাস্তি হিসেবে ১২ লাখ রুপি জরিমানা গুনতে হচ্ছে তাঁকে। তাঁর দল হারল টানা ৪ জয়ের পর।
জয়ের জন্য শেষ দুই ওভারে গুজরাট টাইটানসের দরকার ছিল ৩৫ রান। সেই সমীকরণ শেষ ওভারে গিয়ে দাঁড়ায় ১৫ রান। আভেশ খানকে ৩ চারে জয়ের রোমাঞ্চকর কাজটি সারেন রশিদ খান।
গতকাল জয়পুরে আইপিএলে রশিদের বীরত্বে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ৩ উইকেটের জয় পেয়েছে গুজরাট। ১৯৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুবমান গিল ফিরলে হার চোখ রাঙাচ্ছিল তাঁর দলকে। তবে সেটি হতে দেননি রশিদ। ১১ বলে অপরাজিত ২৪ রানের ইনিংস খেলে ম্যাচ বের করে আনেন আফগান স্পিনার। ম্যাচ-সেরাও হয়েছেন তিনি।
এমন রোমাঞ্চকর জয়ের ম্যাচে নতুন রেকর্ড গড়েছেন গিল। ভেঙেছেন বিরাট কোহলির রেকর্ড। আইপিএলে সবচেয়ে কম বয়সী হিসেবে ৩ হাজার রানের মাইফলক ছুঁলেন এই ওপেনার। রাজস্থানের বিপক্ষে ৪৪ বলে ৭২ রানের ইনিংস খেলার পথে ৩ হাজার রানের মাইফলক ছুঁয়েছেন গিল। এদিন তাঁর বয়স ছিল ২৪ বছর ২১৫ দিন। সবচেয়ে কম বয়সী হিসেবে আইপিএলে এর আগে ৩ হাজার রানের সংগ্রাহক হওয়ার সময় কোহলির বয়স ছিল ২৬ বছর ১৮৬ দিন।
আইপিএলে ভারতীয়দের মধ্যে দ্রুততম ৩ হাজার রানের রেকর্ডটি লোকেশ রাহুলের। তাঁর লেগেছিল ৮০ ইনিংস। এ তালিকায় গিল দুই নম্বরে। ভারতীয় ওপেনারের লাগল ৯৪ ইনিংস। তবে সব মিলিয়ে আইপিএলে দ্রুততম ৩ হাজার রানের মাইলফলক গড়ার কীর্তিটি ক্রিস গেইলের। ক্যারিবীয় কিংবদন্তির এই কীর্তি গড়তে লেগেছিল ৭৫ ইনিংস। পরের স্থানে রাহুল। তিনে থাকা জস বাটলার, গিল ও ফাফ ডু প্লেসির লেগেছে সমান ৯৪ ইনিংস।
গিল কীর্তি গড়ার ম্যাচে হারের সঙ্গে শাস্তিও জুটেছে রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসনের। গুজরাটের বিপক্ষে স্লো-ওভার রেটের কারণে শাস্তি হিসেবে ১২ লাখ রুপি জরিমানা গুনতে হচ্ছে তাঁকে। তাঁর দল হারল টানা ৪ জয়ের পর।
দ্বিতীয় স্তরের ঘরোয়া ফুটবল বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে একের পর এক লাঞ্ছনার শিকার হচ্ছেন রেফারিরা। পরশু সিটি ক্লাব ও বাফুফে এলিট একাডেমির মধ্যকার ম্যাচের দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হন রেফারি জি এম চৌধুরী নয়ন।
৬ ঘণ্টা আগেগার্ডিয়ান, ইএসপিএন এফসির মতো নির্ভরযোগ্য সংবাদমাধ্যমের অনলাইনে কি তাহলে তথ্যবিভ্রাটই হলো! তাদের দাবি, ব্রাজিল ফুটবল ফেডারশনের ১১০ বছরের ইতিহাসে কার্লো আনচেলত্তিই তাদের প্রথম বিদেশি কোচ। কিন্তু নানা তথ্য-উপাত্ত বলছে, আনচেলত্তি ব্রাজিলের প্রথম বিদেশি কোচ নন। এর আগেও ব্রাজিল জাতীয় দলে তিনজন বিদেশি কোচ
৭ ঘণ্টা আগেতাঁর পরের গন্তব্য যে ব্রাজিল, সেটি আগেই বোঝা গিয়েছিল। শেষ পর্যন্ত হলোই তাই। ভিনিসিয়ুস জুনিয়র, নেইমারদের কোচ হওয়ার জন্য ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) চুক্তিতে সই করেছেন কার্লো আনচেলত্তি।
৮ ঘণ্টা আগেনিজেদের সবশেষ টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই করেছে বাংলাদেশ দল। এ ছাড়া বেশ লম্বা সময় ধরে কুড়ি ওভারের সংস্করণে ছন্দে নেই তারা। তবে টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক লিটন দাসের চাওয়া, তাঁর হাতে ধরে যেন এই সংস্করণে যেন ভালো কিছু হয়। নেতৃত্ব নিয়ে এ উইকেটরক্ষক-ব্যাটার বেশ প্রশংসা
৮ ঘণ্টা আগে