Ajker Patrika

ক্ষমতায় এলে সাকিবকে কি ফেরাবেন, কী বললেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২১ জুলাই ২০২৫, ১৩: ২৭
সাকিব আল হাসানকে নিয়ে কথা বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত
সাকিব আল হাসানকে নিয়ে কথা বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানের পথচলা থেমে আছে ৯ মাস ধরে। তবে মিরপুরে গতকাল বাংলাদেশ-পাকিস্তান প্রথম টি-টোয়েন্টিতে না থেকেও ছিলেন। শেরেবাংলার গ্যালারিতে শোনা যায় ‘সাকিব, সাকিব’ ধ্বনি। বাংলাদেশের জার্সিতে তাঁর খেলার সম্ভাবনা নিয়ে প্রায়ই চলে আলোচনা।

মিরপুরে গতকাল বাংলাদেশ-পাকিস্তান প্রথম টি-টোয়েন্টিতে দেখা গেছে অনেক নামীদামি ব্যক্তির উপস্থিতি। তাঁদেরই একজন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ম্যাচ শেষ হতে না হতেই তিনি চলে যান। খেলার মাঝে তিনি সম্প্রচারক চ্যানেল টি স্পোর্টসের সঙ্গে কথা বলেছেন। বিএনপি মহাসচিবের কাছে প্রশ্ন, বিএনপি ক্ষমতায় এলে সাকিব আরেকবার জাতীয় দলের হয়ে খেলতে পারবেন কি না? উত্তরে মির্জা ফখরুল বলেন, ‘সাকিবের ফর্মের ওপর নির্ভর করবে সেটা। ক্রিকেটে থাকবে কি না সেটা তার ওপর নির্ভর করবে। কখনো খেলাধুলার মধ্যে রাজনীতি আমি আনতে চাই না। সেটা বিশ্বাসও করি না।

যে যোগ্য, সে অবশ্যই আসবে।’

আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে তিন বছর আগে বিদায় বললেও বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচ দেখতে গতকাল মিরপুরে আসেন মুশফিকুর রহিম। মুশফিক আসেন তাঁর ছেলেকে নিয়ে। এই মুশফিকই মির্জা ফখরুলের প্রিয় ক্রিকেটার। শেষ পর্যন্ত পাকিস্তানের বিপক্ষে ২৭ বল হাতে রেখে ৭ উইকেটের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ। লিটনদের জয়ের পর মির্জা ফখরুল বললেন, ‘আমি খুশি হয়েছি, বাংলাদেশ জিতেছে। অনেক দিন পরে এটা আমাদের আনন্দের একটা উপলক্ষ হয়ে এসেছে।’

বাংলাদেশের জার্সিতে খেলতে না পারলেও প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে একেবারে দূরে নেই সাকিব। গ্লোবাল সুপার লিগে (জিএসএল) দুবাই ক্যাপিটালসের হয়ে অভিষেক ম্যাচে অলরাউন্ড নৈপুণ্য দেখিয়েছিলেন তিনি। বর্তমানে তিনি ম্যাক্স সিক্সটি ক্যারিবিয়ানে মায়ামি ব্লেজের হয়ে খেলছেন। টি-টেন ভিত্তিক এই টুর্নামেন্টেও বাংলাদেশের তারকা অলরাউন্ডার দেখাচ্ছেন তাঁর জাদু।

আরও খবর পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

সখীপুরে সন্তানদের সামনেই ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত