Ajker Patrika

ইতিহাসের সামনে দাঁড়িয়ে ভারত

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২২, ১৩: ৪২
ইতিহাসের সামনে দাঁড়িয়ে ভারত

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে ভারত। মাঠে নামলেই ইতিহাসে জায়গা করে নেবে দুবারের ওয়ানডে বিশ্বকাপ চ্যাম্পিয়নরা। ইতিহাসের প্রথম দল হিসেবে ১০০০ ওয়ানডে খেলার গৌরব অর্জন করবে ভারত। 

ওয়ানডেতে এখন পর্যন্ত সর্বোচ্চ ৯৯৯টি ম্যাচ খেলেছে ভারত। আজ আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামলেই ইতিহাস গড়বে তারা। হাজারতম ওয়ানডেতে ভারতের হয়ে টস করতে নামবেন রোহিত শর্মা। ৯৫৮ ওয়ানডে খেলে ভারতের ঠিক পরেই আছে অস্ট্রেলিয়া। তৃতীয় স্থানে আছে পাকিস্তান। তারা খেলেছে ৯৩৬টি ওয়ানডে। 

সবার আগে ১০০০ টেস্টের মাইলফলক ছোঁয়া ইংল্যান্ড অবশ্য বেশ পিছিয়েই আছে। ৭৬১ ওয়ানডে খেলে তাদের অবস্থান এখন সাতে। হাজার ওয়ানডের মাইলফলক ছোঁয়ার আগে ভারতীয় দলকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন শচীন টেন্ডুলকার। এই কিংবদন্তি ক্রিকেটার বলেছেন, ‘এটি একটি বড় অর্জন। এটা নিয়ে পুরো দেশের গর্ব করা উচিত।’ 

এখন পর্যন্ত ৯৯৯ ওয়ানডে খেলে ৫১৮টিতে জিতেছে ভারত। হেরেছে ৪৩১টি ম্যাচ। সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে টেন্ডুলকার বলেছেন, ‘ভারতের ১০০০ ওয়ানডে খেলা একটি বিশাল কৃতিত্বের। আমি সব ক্রিকেটার, কর্মকর্তা ও ভক্তদের শুভেচ্ছা জানাতে চাই। ৪৭ বছর ধরে যেভাবে সবাই পাশে থেকে এটিকে সফল করেছেন, তাঁদের সবাইকে শুভেচ্ছা জানাতে চাই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত