Ajker Patrika

ভারতের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিংয়ে পাকিস্তান

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২০: ১৯
টস জিতেছেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগা। ছবি: ইএসপিএনক্রিকইনফো
টস জিতেছেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগা। ছবি: ইএসপিএনক্রিকইনফো

ভক্তদের সব প্রতীক্ষা শেষ হয়েছে। এশিয়া কাপের হাইভোল্টেজ ম্যাচে মাঠে নেমেছে ভারত ও পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বহুল আকাঙ্খিত ম্যাচটিতে টস জিতেছেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগা। আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

টুর্নামেন্টে পাকিস্তান ও ভারত–দুই দলের শুরুটাই হয়েছে দারুণ। এখন পর্যন্ত একটি করে ম্যাচ খেলে দুই দলই জয়লাভ করেছে। মাঠে নামা একমাত্র ম্যাচে ওমানকে ৯৩ রানে হারিয়েছে পাকিস্তান। তাদের করা ১৬০ রানের জবাবে ৬৭ রানে গুটিয়ে যায় ওমান।

ভারতের জয়টা আরেকটু বেশি দাপুটে; সংযুক্ত আরব আমিরাতকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে রাহুল দ্রাবিড়ের দল। মাত্র ৪.৩ ওভারেই আরব আমিরাতের করা ৫৭ রান টপকে যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ম্যাচের পরিসংখ্যান বলছে; উভয় দলই নিজেদের প্রথম ম্যাচে দুর্দান্ত বোলিং করেছে। আজকের লড়াইয়ে যারা জিতবে তারাই সেরা চারের দৌঁড়ে অনেকটাই এগিয়ে যাবে।

মহাগুরুত্বপূর্ণ ম্যাচটিতে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে দুই দল। বিভিন্ন সংবাদমাধ্যমের কল্যাণে শোনা যায়, ভারতের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে একটি পরিবর্তন আনবে পাকিস্তান। একাদশে নামানোর কথা ছিল হারিস রউফকে। যদিও শেষ পর্যন্ত সেটা সত্যি হলো না।

দুই দলের একাদশ:

ভারত: অভিষেক শর্মা, শুবমান গিল, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, সাঞ্জু স্যামসন, শিভম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, যশপ্রীত বুমরা।

পাকিস্তান: শাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস, ফখর জামান, সালমান আলী আগা, হাসান নাওয়াজ, মোহাম্মদ নাওয়াজ, ফাহিম আশরাফ, শাহিন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকিম, আবরার আহমেদ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হেফাজতে থাকা কর্মকর্তাদের জন্য সেনানিবাসে সাময়িকভাবে কারাগার হচ্ছে

জুলাই সনদে রাজনৈতিক দলগুলোর পক্ষে স্বাক্ষর করবেন যাঁরা

যোগী আদিত্যনাথ অনুপ্রবেশকারী, ফেরত পাঠানো হোক তাঁকে: অখিলেশ যাদব

বাটা শুর ৬৩ বছরের ইতিহাসে প্রথম নারী এমডি হলেন ফারিয়া ইয়াসমিন

ময়মনসিংহে ১১ দৈনিক পত্রিকায় ‘হুবহু একই সংবাদ’, সবগুলোর ডিক্লারেশন বাতিল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত