Ajker Patrika

মোস্তাফিজের অভাব এবার টের পেল চেন্নাই

আপডেট : ১৯ মে ২০২৪, ১৬: ৪৭
মোস্তাফিজের অভাব এবার টের পেল চেন্নাই

২০২৪ আইপিএল মোস্তাফিজুর রহমান শেষ করার পরই তাঁর অভাব খুব অনুভব করতে থাকে চেন্নাই সুপার কিংস। সামাজিক মাধ্যমে তাঁকে নিয়ে একের পর এক পোস্ট দেয় চেন্নাই। বেঙ্গালুরুর চিন্নস্বামীতে গত রাতে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে তাঁর অনুপস্থিতি যে হাড়ে হাড়ে টের পেয়েছে চেন্নাই। 

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে হারলেও চেন্নাইয়ের কাছে সুযোগ ছিল প্লে-অফে যাওয়ার। সেক্ষেত্রে তাদের করতে হতো ২০১ রান। শেষ পর্যন্ত ১৯১ রানে থেমে যায় চেন্নাইয়ের ইনিংস। প্লে অফে ওঠার আনন্দে ফেটে পড়ে বেঙ্গালুরু। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিং পায় বেঙ্গালুরু। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে করে ২১৮ রান। শেষ ৫ ওভারেই নিয়েছে ৮০ রান। অথচ এই বেঙ্গালুরুর বিপক্ষে ২২ মার্চ এবারের আইপিএলে প্রথম দেখায় ৪ উইকেট নিয়েছিলেন মোস্তাফিজ। বাংলাদেশের বাঁহাতি পেসারের এটা ক্যারিয়ার-সেরা বোলিং। ফাফ ডু প্লেসি, বিরাট কোহলি, রজত পাতিদার, ক্যামেরন গ্রিন—চার ব্যাটারকে ফিরিয়ে তখন বেঙ্গালুরুর বড় স্কোর গড়ার ভিত নষ্ট করেন ফিজ। 

১ মে পর্যন্ত আইপিএল খেলার অনুমতি পাওয়ায় চেন্নাইয়ের শেষ চার ম্যাচে খেলা হয়নি মোস্তাফিজের। রুতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বাধীন চেন্নাইয়ের আরেক পেসার মাথিসা পাতিরানা চোটে পড়ায় তাঁকেও লিগ পর্বের শেষে পায়নি চেন্নাই। পাতিরানা-মোস্তাফিজ চেন্নাইকে এবার বাঁচিয়েছেন বারবার। বেঙ্গালুরুর বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রুতুরাজ বলেন, ‘পাতিরানা চোটে পড়ল। ফিজকেও আমরা মিস করেছি।’ 

চেন্নাইয়ের ২০২৩ আইপিএল জিততে অসামান্য অবদান ছিল ডেভন কনওয়ের। দলের সর্বোচ্চ রানসংগ্রাহক (৬৭২ রান) ছিলেন তিনি। ফাইনালে হয়েছিলেন ম্যাচসেরা। শিরোপা রক্ষার মৌসুমে এবার কনওয়েকে পায়নি চেন্নাই। চোটে পড়ায় টুর্নামেন্টে এবার একটা ম্যাচও খেলতে পারেননি নিউজিল্যান্ডের তারকা ব্যাটার। রুতুরাজ বলেন, ‘চোটে পড়ায় কনওয়েকে পায়নি। এটা অনেক পার্থক্য গড়ে দিয়েছে। প্রথম ম্যাচ থেকেই চ্যালেঞ্জ ছিল। যখন দলে চোট থাকে, তখন দলে ভারসাম্য আনা কঠিন হয়ে যায়।’ 

আরও পড়ুন: 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত