নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মিরপুর শেরেবাংলার উইকেট আজ ব্যাটসম্যানদের বেশ কঠিন পরীক্ষা নিয়েছে। নিউজিল্যান্ডকে ৬০ রানে গুঁড়িয়ে দেওয়ার পর ব্যাটিংয়ে নেমে ৭ রানেই দুই উইকেট হারায় বাংলাদেশও। এরপর ধৈর্যশীল ব্যাটিংয়ে দলকে জয়ের পথে এগিয়ে নিয়ে যান সাকিব আল হাসান।
ব্যাটে-বলে দারুণ পারফর্ম করে ম্যাচসেরার পুরস্কারটা বাগিয়ে নিয়েছেন সাকিব। ম্যাচ শেষে বিশ্বসেরা অলরাউন্ডার বললেন, ‘আমার মনে হয় অস্ট্রেলিয়া সিরিজের চেয়েও কঠিন ছিল আজকের উইকেট। আমরা ভালো জায়গায় বল করতে পেরেছি। আর নিউজিল্যান্ডের যেহেতু এই কন্ডিশনে খেলার সেরকম অভিজ্ঞতা ছিল না, স্বাভাবিকভাবে তারা বেশি সংগ্রাম করেছে।’
প্রথম টি-টোয়েন্টিতে টস হেরে ফিল্ডিংয়ে নামার পর থেকেই কিউই ব্যাটসম্যানদের কঠিন পরীক্ষা নিয়েছেন সাকিবরা। নিজে বল হাতে ৪ ওভারে মাত্র ১০ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। পরে দল যখন বিপদে, তখন খেলেছেন ২৫ রানের ইনিংস।
ম্যাচসেরা সাকিব জানিয়েছেন মিরপুরের কঠিন কন্ডিশনে রান বের করার উপায়, ‘এই কন্ডিশনে গুরুত্বপূর্ণ হচ্ছে যত বেশি সিঙেল বের করা ও রানিং বিটুইন দ্য উইকেট। এখানে বাউন্ডারি মারাটা খুবই কঠিন। তাই ইতিবাচক মানসিকতায় থেকে সিঙেল ও ডাবল নিলে চাপ কমে যায়। তারপর উইকেটে সেট হয়ে গেলে, একটা দুইটা বাজে বল পেলে রান করা কিছুটা সহজ হয়ে যায়। যেটাই বলি ব্যাটসম্যানদের জন্য খুবই কঠিন কন্ডিশন।’
অন্যদের মতো সাকিবকেও অনুপ্রেরণা দেয় নানা রেকর্ড আর মাইলফলক। তবে তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দলের জয়, ‘যে কোনো অর্জন ভালো লাগে। তবে ব্যক্তিগত অর্জন, কী করছি না করছি সেগুলোতে বেশি ফোকাস থাকে না। সবাই যখন বলে রেকর্ড হবে, মাইলফলক সামনে তখন ভালো লাগে।’
টানা ম্যাচ জয় বিশ্বকাপে দলকে জিততে অনুপ্রেরণা জোগাবে মানছেন সাকিবও। মনে করিয়ে দিলেন ২০০৭ বিশ্বকাপের আগের পরিস্থিতি, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা ম্যাচ জিতেছি। এটা বিশ্বকাপের জন্য খুবই ভালো। আমার মনে আছে ২০০৭ বিশ্বকাপে যখন আমরা ভালো করেছি, তার আগে অনেকগুলো ম্যাচ জিতেছিলাম। বিশেষ করে ওয়ানডেতে। সেটা বিশ্বকাপে ভালো করতে আমাদের অনেক সহযোগিতা করেছিল। এই জয়গুলোও তেমনি বিশ্বকাপে ভালো করতে আত্মবিশ্বাস জোগাবে।’
নিউজিল্যান্ডকে এর আগে দুইবার ধবলধোলাই করেছে বাংলাদেশ। ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিতেও কিউইদের বিপক্ষে ঐতিহাসিক জয় এনে দিয়েছিলেন সাকিব–মাহমুদউল্লাহরা। কিন্তু সেগুলো সবই ওয়ানডেতে। দলটির বিপক্ষে আজকের আগে টি–টোয়েন্টিতে কখনোই জিততে পারেনি বাংলাদেশ।
স্বাভাবিকভাবেই তাই উচ্ছ্বসিত সাকিব, ‘সিরিজের প্রথম ম্যাচ জিততে পারায় খুবই ভালো লাগছে। কারণ আমরা কখনো নিউজিল্যান্ডের বিপক্ষে এর আগে টি-টোয়েন্টিতে জিতিনি।’
মিরপুর শেরেবাংলার উইকেট আজ ব্যাটসম্যানদের বেশ কঠিন পরীক্ষা নিয়েছে। নিউজিল্যান্ডকে ৬০ রানে গুঁড়িয়ে দেওয়ার পর ব্যাটিংয়ে নেমে ৭ রানেই দুই উইকেট হারায় বাংলাদেশও। এরপর ধৈর্যশীল ব্যাটিংয়ে দলকে জয়ের পথে এগিয়ে নিয়ে যান সাকিব আল হাসান।
ব্যাটে-বলে দারুণ পারফর্ম করে ম্যাচসেরার পুরস্কারটা বাগিয়ে নিয়েছেন সাকিব। ম্যাচ শেষে বিশ্বসেরা অলরাউন্ডার বললেন, ‘আমার মনে হয় অস্ট্রেলিয়া সিরিজের চেয়েও কঠিন ছিল আজকের উইকেট। আমরা ভালো জায়গায় বল করতে পেরেছি। আর নিউজিল্যান্ডের যেহেতু এই কন্ডিশনে খেলার সেরকম অভিজ্ঞতা ছিল না, স্বাভাবিকভাবে তারা বেশি সংগ্রাম করেছে।’
প্রথম টি-টোয়েন্টিতে টস হেরে ফিল্ডিংয়ে নামার পর থেকেই কিউই ব্যাটসম্যানদের কঠিন পরীক্ষা নিয়েছেন সাকিবরা। নিজে বল হাতে ৪ ওভারে মাত্র ১০ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। পরে দল যখন বিপদে, তখন খেলেছেন ২৫ রানের ইনিংস।
ম্যাচসেরা সাকিব জানিয়েছেন মিরপুরের কঠিন কন্ডিশনে রান বের করার উপায়, ‘এই কন্ডিশনে গুরুত্বপূর্ণ হচ্ছে যত বেশি সিঙেল বের করা ও রানিং বিটুইন দ্য উইকেট। এখানে বাউন্ডারি মারাটা খুবই কঠিন। তাই ইতিবাচক মানসিকতায় থেকে সিঙেল ও ডাবল নিলে চাপ কমে যায়। তারপর উইকেটে সেট হয়ে গেলে, একটা দুইটা বাজে বল পেলে রান করা কিছুটা সহজ হয়ে যায়। যেটাই বলি ব্যাটসম্যানদের জন্য খুবই কঠিন কন্ডিশন।’
অন্যদের মতো সাকিবকেও অনুপ্রেরণা দেয় নানা রেকর্ড আর মাইলফলক। তবে তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দলের জয়, ‘যে কোনো অর্জন ভালো লাগে। তবে ব্যক্তিগত অর্জন, কী করছি না করছি সেগুলোতে বেশি ফোকাস থাকে না। সবাই যখন বলে রেকর্ড হবে, মাইলফলক সামনে তখন ভালো লাগে।’
টানা ম্যাচ জয় বিশ্বকাপে দলকে জিততে অনুপ্রেরণা জোগাবে মানছেন সাকিবও। মনে করিয়ে দিলেন ২০০৭ বিশ্বকাপের আগের পরিস্থিতি, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা ম্যাচ জিতেছি। এটা বিশ্বকাপের জন্য খুবই ভালো। আমার মনে আছে ২০০৭ বিশ্বকাপে যখন আমরা ভালো করেছি, তার আগে অনেকগুলো ম্যাচ জিতেছিলাম। বিশেষ করে ওয়ানডেতে। সেটা বিশ্বকাপে ভালো করতে আমাদের অনেক সহযোগিতা করেছিল। এই জয়গুলোও তেমনি বিশ্বকাপে ভালো করতে আত্মবিশ্বাস জোগাবে।’
নিউজিল্যান্ডকে এর আগে দুইবার ধবলধোলাই করেছে বাংলাদেশ। ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিতেও কিউইদের বিপক্ষে ঐতিহাসিক জয় এনে দিয়েছিলেন সাকিব–মাহমুদউল্লাহরা। কিন্তু সেগুলো সবই ওয়ানডেতে। দলটির বিপক্ষে আজকের আগে টি–টোয়েন্টিতে কখনোই জিততে পারেনি বাংলাদেশ।
স্বাভাবিকভাবেই তাই উচ্ছ্বসিত সাকিব, ‘সিরিজের প্রথম ম্যাচ জিততে পারায় খুবই ভালো লাগছে। কারণ আমরা কখনো নিউজিল্যান্ডের বিপক্ষে এর আগে টি-টোয়েন্টিতে জিতিনি।’
৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দলের পাকিস্তান সফর শুরু হচ্ছে আগামী ২১ মে। তার আগে আরব আমিরাতে একটি দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ সবশেষ দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে ২০২২ সালের সেপ্টেম্বরে।
৫ ঘণ্টা আগেআর্চারি ফেডারেশনের অ্যাডহক কমিটি নিয়ে বিতর্ক যেন কাটছেই না। এবার এই কমিটিকে স্বীকৃতি দিতে নারাজ বিশ্ব আর্চারি সংস্থা। গত ২৮ এপ্রিল অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক তানভীর আহমেদকে পাঠানো চিঠিতে এমনটা জানায় তারা।
৬ ঘণ্টা আগেসকালের সূর্যোদয় দেখলেই বোঝা যায় দিনটা কেমন যাবে। স্প্যানিশ বিস্ময় বালক লামিন ইয়ামাল মাত্র ১৭ বছর বয়সেই স্পেনের হয়ে ইউরো জিতেছেন। লা লিগার এবারের মৌসুমেই নিয়মিত আলো ছড়াচ্ছেন প্রতি ম্যাচেই। তাঁর পারফরম্যান্স নজর কেড়েছে কিংবদন্তিদেরও। লিওনেল মেসি থেকে ক্রিস্টিয়ানো রোনালদো সবার মুখেই প্রশংসা
৬ ঘণ্টা আগেচট্টগ্রাম টেস্টের তৃতীয় সেশনেই ৮ উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে। বাংলাদেশের সম্মিলিত স্পিন আক্রমণে দিশেহারা হয়ে উঠে তাদের ব্যাটিং অর্ডার। ম্যাচশেষে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, খেলা আজই শেষ করতে চেয়েছেন তাঁরা। চতুর্থ দিন না গড়াতে কঠিন বল করে গেছেন বোলাররা।
৭ ঘণ্টা আগে