Ajker Patrika

সরকারের অনুমতি পেলেই পাকিস্তানে যাবে ভারতীয় ক্রিকেট দল

আপডেট : ১৪ অক্টোবর ২০২২, ১৭: ২৮
সরকারের অনুমতি পেলেই পাকিস্তানে যাবে ভারতীয় ক্রিকেট দল

দ্বিপাক্ষিক সিরিজ দূরে থাক, পাকিস্তানে কোনো টুর্নামেন্ট ভারতীয় ক্রিকেট দল খেলতে যাবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা থাকেই। ২০২৩ এশিয়া কাপে তাই ভারতের খেলা নিয়ে রয়েছে অনেক ‘যদি-কিন্তু’। কেননা, পরবর্তী এশিয়া কাপ হবে পাকিস্তানে। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) পক্ষ থেকে বলা হয়েছে, সবকিছু নির্ভর করছে সরকারের অনুমতির ওপর।

২০২৩ ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে পাকিস্তানে আগামী বছর এশিয়া কাপ হবে ওয়ানডে ফরম্যাটে। টুর্নামেন্টের সূচি এখনো প্রকাশিত না হলেও আগামী বছরের সেপ্টেম্বরে শুরু হতে পারে। আগামী এশিয়া কাপে ভারত খেলতে যাবে কি না, সে ব্যাপারে বিসিসিআইয়ের সচিব জয় শাহ জানিয়েছেন, ‘এটা সব সময়ই সরকারের অনুমতির ওপর নির্ভর করে।’

এখন পর্যন্ত এশিয়া কাপের ১৫টি মৌসুম হয়েছে, যার মধ্যে ২০১৬ ও ২০২২—এই দুটো টুর্নামেন্ট হয়েছে টি-টোয়েন্টি সংস্করণে। বাকি ১৩টি মৌসুম হয়েছে ওয়ানডে সংস্করণে। ১৫ মৌসুমের মধ্যে সর্বোচ্চ সাতবার এশিয়া কাপ জিতেছে ভারত। শ্রীলঙ্কা জিতেছে ছয়বার, যেখানে লঙ্কানরা এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন এবং পাকিস্তান দুবার জিতেছে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই টুর্নামেন্ট। ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই সংস্করণেই এশিয়া কাপ জিতেছে ভারত ও শ্রীলঙ্কা। বাংলাদেশ তিনবার ফাইনাল খেললেও প্রতিবারই হয়েছে রানার্সআপ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত