Ajker Patrika

লর্ডসে যে রেকর্ড গড়তে পারেন রেহান 

আপডেট : ২৪ জুন ২০২৩, ১৪: ২১
লর্ডসে যে রেকর্ড গড়তে পারেন রেহান 

আন্তর্জাতিক ক্রিকেটে রেহান আহমেদের অভিষেক হয়েছে গত বছরই। এবার এক রেকর্ড গড়ার সুযোগ রয়েছে রেহানের। 

লর্ডসে ২৮ জুন শুরু হবে অ্যাশেজের দ্বিতীয় টেস্ট। মঈন আলী ফিট থাকবেন কি থাকবেন না, সেই আশঙ্কায় অ্যাশেজের দ্বিতীয় ম্যাচের আগে বিকল্প হিসেবে নেওয়া হয়েছে রেহানকে। যদি একাদশে সুযোগ পান, তাহলে ইংল্যান্ডের সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে অ্যাশেজে প্রথম ম্যাচ খেলার রেকর্ড করবেন তিনি। ২৮ জুন রেহানের বয়স হবে ১৮ বছর ৩১৯ দিন। ইংল্যান্ডের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে কম বয়সে অ্যাশেজে অভিষেক হয় ব্রায়ান ক্লোজের। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) ১৯৫০-এর ২২ ডিসেম্বর ১৯ বছর ৩০১ দিন বয়সে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেন ক্লোজ। আর অ্যাশেজে সবচেয়ে কম বয়সে খেলার রেকর্ড টম গ্যারেটের। ১৮৭৭-এর ১৫ মার্চ যখন এমসিজিতে খেলেন, তখন তাঁর বয়স ১৮ বছর ২৩১ দিন। 

ইংল্যান্ডের সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে টেস্টে অভিষেকের রেকর্ড আগেই করে ফেলেন রেহান। গত বছরের ডিসেম্বরে করাচিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট অভিষেকের সময় রেহানের বয়স ছিল ১৮ বছর ১২৬ দিন। ইংল্যান্ডের এই তরুণ লেগস্পিনার নিয়েছেন ৭ উইকেট, যার মধ্যে দ্বিতীয় ইনিংসে নিয়েছেন ৫ উইকেট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে হচ্ছে নতুন আইন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত