নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রায় এক বছর ধরে জাতীয় দলের বাইরে সাকিব আল হাসান। রাজনৈতিক কারণে দেশেও ফিরতে পারছেন না। ফলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অধীনে কোনো ঘরোয়া কিংবা আন্তর্জাতিক ম্যাচেও খেলা হচ্ছে না তাঁর। নিজে না খেললেও সতীর্থদের খেলা দেখছেন, সুযোগ পেলে দিচ্ছেন পরামর্শও।
সম্প্রতি গ্লোবাল টি-টোয়েন্টি লিগে রংপুর রাইডার্সের হয়ে খেলতে গিয়েছিলেন পেসার খালেদ আহমেদ। সেখানেই দুবাই ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচ চলাকালে সাকিবের সঙ্গে দেখা হয়েছিল তাঁর। সেই সাক্ষাতে খালেদের পারফরম্যান্সে সন্তুষ্ট হয়ে সাকিব তাঁকে এর ধারাবাহিকতা ধরে রাখার পরামর্শ দিয়েছেন।
আজ দুপুরে মিরপুরে বাংলা টাইগার্সের হয়ে অনুশীলন শেষে সংবাদমাধ্যমকে খালেদ বলেন, ‘হ্যাঁ, (গায়ানায়) খেলার দিন মাঠে দেখা হয়েছিল। আমরা কথা বলছিলাম এবং সে (সাকিব) আমার পারফরম্যান্সের প্রশংসা করে বলেছে, ভালো হচ্ছে, এটা চালিয়ে যাও।’
খালেদের সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ ছিল পাকিস্তানের মাটিতে। টি-টোয়েন্টি অভিষেক সেই ম্যাচেই। এরপর শ্রীলঙ্কা কিংবা ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজে জায়গা হয়নি স্কোয়াডে। মূলত টেস্টেই বেশি দেখা যায় এই ডানহাতি পেসারকে। সবশেষ টেস্ট খেলেছেন এপ্রিলে, সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে।
এই সময়ের মধ্যে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে কিউই ‘এ’ দলের বিপক্ষে চার দিন ও এক দিনের দুটি করে ম্যাচ খেলেছেন। এরপর গ্লোবাল টি-টোয়েন্টি লিগে রংপুরের হয়ে বল হাতে রেখেছেন দারুণ পারফরম্যান্স। সেখানকার অভিজ্ঞতা নিয়ে কথা বলতে গিয়ে খালেদ বলেন, ‘হ্যাঁ, অবশ্যই প্রতিযোগিতা থাকা ভালো, এটা যেকোনো দেশের জন্যই ইতিবাচক। দেখুন, আপনি যখন প্রতিযোগিতার মধ্যে থাকবেন, তখন পারফর্ম করার আগ্রহ আরও বাড়বে।’
নিজেকে প্রস্তুত রাখার গুরুত্ব বুঝিয়ে তিনি আরও বলেন, ‘আমি আমার নিজের ক্ষেত্রে বলতে পারি, আমি আমার ফিটনেস আরও বাড়ানোর চেষ্টা করছি, যাতে অন্যদের সঙ্গে প্রতিযোগিতা করতে পারি। এটা আমাকে অনুপ্রাণিত করে। আমি যদি পিছিয়ে যাই, তাহলে অনেক পিছিয়ে পড়ব। তাই আমার চেষ্টা থাকে, অন্যদের থেকে এগিয়ে থাকার।’
প্রায় এক বছর ধরে জাতীয় দলের বাইরে সাকিব আল হাসান। রাজনৈতিক কারণে দেশেও ফিরতে পারছেন না। ফলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অধীনে কোনো ঘরোয়া কিংবা আন্তর্জাতিক ম্যাচেও খেলা হচ্ছে না তাঁর। নিজে না খেললেও সতীর্থদের খেলা দেখছেন, সুযোগ পেলে দিচ্ছেন পরামর্শও।
সম্প্রতি গ্লোবাল টি-টোয়েন্টি লিগে রংপুর রাইডার্সের হয়ে খেলতে গিয়েছিলেন পেসার খালেদ আহমেদ। সেখানেই দুবাই ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচ চলাকালে সাকিবের সঙ্গে দেখা হয়েছিল তাঁর। সেই সাক্ষাতে খালেদের পারফরম্যান্সে সন্তুষ্ট হয়ে সাকিব তাঁকে এর ধারাবাহিকতা ধরে রাখার পরামর্শ দিয়েছেন।
আজ দুপুরে মিরপুরে বাংলা টাইগার্সের হয়ে অনুশীলন শেষে সংবাদমাধ্যমকে খালেদ বলেন, ‘হ্যাঁ, (গায়ানায়) খেলার দিন মাঠে দেখা হয়েছিল। আমরা কথা বলছিলাম এবং সে (সাকিব) আমার পারফরম্যান্সের প্রশংসা করে বলেছে, ভালো হচ্ছে, এটা চালিয়ে যাও।’
খালেদের সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ ছিল পাকিস্তানের মাটিতে। টি-টোয়েন্টি অভিষেক সেই ম্যাচেই। এরপর শ্রীলঙ্কা কিংবা ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজে জায়গা হয়নি স্কোয়াডে। মূলত টেস্টেই বেশি দেখা যায় এই ডানহাতি পেসারকে। সবশেষ টেস্ট খেলেছেন এপ্রিলে, সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে।
এই সময়ের মধ্যে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে কিউই ‘এ’ দলের বিপক্ষে চার দিন ও এক দিনের দুটি করে ম্যাচ খেলেছেন। এরপর গ্লোবাল টি-টোয়েন্টি লিগে রংপুরের হয়ে বল হাতে রেখেছেন দারুণ পারফরম্যান্স। সেখানকার অভিজ্ঞতা নিয়ে কথা বলতে গিয়ে খালেদ বলেন, ‘হ্যাঁ, অবশ্যই প্রতিযোগিতা থাকা ভালো, এটা যেকোনো দেশের জন্যই ইতিবাচক। দেখুন, আপনি যখন প্রতিযোগিতার মধ্যে থাকবেন, তখন পারফর্ম করার আগ্রহ আরও বাড়বে।’
নিজেকে প্রস্তুত রাখার গুরুত্ব বুঝিয়ে তিনি আরও বলেন, ‘আমি আমার নিজের ক্ষেত্রে বলতে পারি, আমি আমার ফিটনেস আরও বাড়ানোর চেষ্টা করছি, যাতে অন্যদের সঙ্গে প্রতিযোগিতা করতে পারি। এটা আমাকে অনুপ্রাণিত করে। আমি যদি পিছিয়ে যাই, তাহলে অনেক পিছিয়ে পড়ব। তাই আমার চেষ্টা থাকে, অন্যদের থেকে এগিয়ে থাকার।’
অম্ল-মধুর এক ম্যাচই কাটালেন দুনিথ ভেল্লালাগে। আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোর নিশ্চিত করেছে তাঁর দল শ্রীলঙ্কা। এই ম্যাচেই আফগান ব্যাটার মোহাম্মদ নবির কাছে তাঁকে হজম করতে হয় টানা ৫ ছক্কা। সবমিলিয়ে শেষ ওভারে ৩২ রান খরচ করেন তিনি। পরে সেই দুঃসহ অভিজ্ঞতা ভুলিয়ে দেয় শ্রীলঙ্কার ৬ উইকেটের জয়।
৮ ঘণ্টা আগেসুপার ফোরে যাওয়ার জন্য ১০১ রান হলেই চলত শ্রীলঙ্কার। তাতে ম্যাচ হারলেও তাদের ‘আসে-যায়’-এর কিছু ছিল না। কিন্তু টি-টোয়েন্টি এশিয়া কাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। লক্ষ্য যখন শিরোপা ধরে রাখা, তখন আফগানদের কাছে হারলে চলে!
৯ ঘণ্টা আগেলঙ্কান বোলারদের তোপে বড় পুঁজি আফগানদের জন্য কঠিনই ছিল। কিন্তু ওস্তাদের মার যে হয় শেষ রাতে। ওস্তাদের ভূমিকাটা বেশ সাদরেই নিলেন মোহাম্মদ নবি। দুনিথ ভেল্লালাগের শেষ ওভারে ৫ ছক্কা মেরে শ্রীলঙ্কাকে চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দেন এই অভিজ্ঞ ব্যাটার। একটা পর্যায়ে দেড় শ পেরোনো মুশকিল মনে হচ্ছিল আফগানিস্তানের।
১১ ঘণ্টা আগে২৫ বছর পর উৎসে ফিরলেন জোসে মরিনিও। প্রধান কোচ হিসেবে যে ক্লাবে ডাগআউটে তাঁর ক্যারিয়ার শুরু, সেই বেনফিকায় ফিরলেন তিনি। গতকাল দুই বছরের জন্য মরিনিওর ফেরার কথা নিশ্চিত করেছে পর্তুগিজ ক্লাবটি।
১১ ঘণ্টা আগে