Ajker Patrika

আমিরাতের সেই একাদশ নিয়ে পাকিস্তানের বিপক্ষে খেলছে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ৩০ মে ২০২৫, ২২: ৪৯
লাহোরে বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আঘা। ছবি: পিসিবি
লাহোরে বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আঘা। ছবি: পিসিবি

লাহোরে বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আঘা। নতুন কোচ মাইক হেসনের অধীনে এটাই প্রথম সিরিজ স্বাগতিকদের। পিএসএলে ঝলক দেখানো তারকা ক্রিকেটাররাই আছেন একাদশে।

একাদশে পরিবর্তন নেই বাংলাদেশের। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে খেলা একই দল নিয়ে খেলতে নামছে সফরকারীরা। তিন পেসার ও দুই স্পিনার নিয়ে একাদশ গড়েছে তারা। শেখ মেহেদী হাসান ও রিশাদ হোসেন আছেন স্পিন আক্রমণে। পেস বোলিং আক্রমণে তানজিম হাসান সাকিব, শরীফুল ইসলাম ও হাসান মাহমুদ।

বাংলাদেশের বোলিং অপশন কম থাকলেও পাকিস্তান এ দিক থেকে বেশ ভারসাম্যপূর্ণ। পেস বোলিংয়ে পিএসএলে আলো ছড়ানো ফাহিম আশরাফ, হাসান আলী ও হারিস রউফ। সঙ্গে দুই লেগ স্পিনার শাদাব খান, আবরার আহমেদ ও স্পিন অলরাউন্ডার খুশদিল শাহ।

আরব আমিরাতের কাছে সিরিজ হারের ক্ষত এই সিরিজে নিশ্চয়ই মুছতে চাইবে বাংলদেশ। তবে অতীত পরিসংখ্যানে এগিয়ে আছে পাকিস্তানই। ১৯ টি-টোয়েন্টিতে বাংলাদেশের ৩ জয়ের বিপরীতে পাকিস্তানের ১৬ জয়।

বাংলাদেশের একাদশ

তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), তাওহীদ হৃদয়, শেখ মেহেদী হাসান, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ

পাকিস্তানের একাদশ

ফখর জামান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), হাসান নওয়াজ, সালমান আলী আগা (অধিনায়ক), শাদাব খান, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, হাসান আলী, হারিস রউফ ও আবরার আহমেদ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

সিঙ্গাপুরে স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন ফি মাত্র ৭ হাজার টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত