Ajker Patrika

আইসিসি ট্রফি জয়ের ২৬ বছর পূর্তিতে আকরামের যে আক্ষেপ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৩ এপ্রিল ২০২৩, ২০: ৪৮
আইসিসি ট্রফি জয়ের ২৬ বছর পূর্তিতে আকরামের যে আক্ষেপ

আইসিসি ট্রফি জয়ের ২৬ বছরে পা দিয়েছে বাংলাদেশ। ১৯৯৭ সালের আজকের দিনে কুয়ালালামপুরের কিলাত ক্লাব মাঠে কেনিয়াকে হারিয়ে বাংলাদেশ আইসিসি ট্রফি জিতেছিল। আজ সেই দিনটির স্মৃতিচারণা করেছেন ওই দলের অধিনায়ক আকরাম খান।

আইসিসি ট্রফি জয়ের ২৬ বছর পূর্তিতে কোনো আয়োজন না থাকা নিয়ে আক্ষেপের কথাই জানালেন আকরাম খান। আজ তিনি সাংবাদিকদের বলেছেন, ‘এটা কিন্তু বাংলাদেশের ক্রিকেটের ইতিহাস। কারণ শুরু কিন্তু এখান থেকেই হয়েছে। আজকে ২৬ বছর হয়ে গেল আইসিসি ট্রফি জয়ের। একটা গেট টুগেদার করা উচিত ছিল। ক্রিকেট বোর্ড বলেন, কোয়াব বলেন, করা উচিত ছিল। এখানে আমরা বঞ্চিত হচ্ছি। আমাদের পরবর্তী প্রজন্মের কাছে যদি এসব তুলে না ধরেন, তাহলে জিনিসটা মানুষের মনে থাকবে না। এটাতে আমাদের একটু মনোযোগী হওয়া উচিত। আজকে আমাদের ৮টা মাঠ আছে, ২৫ বছর আগে একটা মাঠও ছিল না। আজকে আমাদের এত ইনডোর আছে, একাডেমি আছে। এগুলো জানানো উচিত।’ 

আইসিসি ট্রফি জয় ক্রিকেটের প্রতি বাংলাদেশের মানুষের ভাবনাই বদলে দিয়েছিল। ফুটবলের সঙ্গে তখন ক্রিকেটও গণ মানুষের কাছে পৌঁছাতে থাকে। আজকে বাংলাদেশের ক্রিকেট যে অবস্থানে আইসিসি ট্রফি না জিতলে এটা সম্ভব হতো না বলে মনে করেন আকরাম, ‘এখন এত বড় বড় অর্জন, এত বড় বড় খেলোয়াড় খেলছে সাকিব, তামিম, মুশফিক তারপর মাশরাফি যখন খেলত, আশরাফুল ছিল, তাসকিন, মোস্তাফিজদের দেখে খুবই ভালো লাগে। আমরা যদি আইসিসি কোয়ালিফাই না করতাম তাহলে হয়তো এরা খেলত, এই পর্যায়ে এরা পারফর্ম করতে পারত না। এইদিক থেকে আমাদের খুবই ভালো লাগে। শুকরিয়া আদায় করি, শুরুটা আমাদের দিয়ে হয়েছে। সত্যি কথা বলতে ক্রিকেট তখন এই পর্যায়ে ছিল, এখন হকি, ব্যাডমিন্টন যে পর্যায়ে আছে, টেনিস আছে। তখন আমাদের কোনো কাঠামোই ছিল না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মালয়েশিয়ায় স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন ফি মাত্র ১৪ হাজার টাকা

বিএসএফের হাতে আটক বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিচয় মিলেছে

বাংলাদেশি বংশোদ্ভূত কাইরান কাজীর বিষয়ে ইলন মাস্কের মন্তব্যে বিস্ময়

অমীমাংসিত বিষয় সমাধানে পাকিস্তানের দাবি নাকচ করল সরকার

যুক্তরাষ্ট্রের কৌশল বোঝার ভুলের খেসারত দিচ্ছে ভারত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত