ক্রীড়া ডেস্ক
সিরিজ আগেই হেরেছে। শেষ ম্যাচে বাংলাদেশের প্রত্যাশা ছিল সান্ত্বনার জয়। সঙ্গে ধবলধোলাই এড়ানো। তবে পরিচিত সেই ব্যাটিং ব্যর্থতায় সেভাবে লড়াইটুকুও করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। সেন্ট কিটসে ওয়েস্ট ইন্ডিজের কাছে আরও একটি বড় ব্যবধানের হারে ধবলধোলাইয়ের তিক্ত অভিজ্ঞতা হলো নিগার সুলতানা জ্যোতির দলের।
ওয়ার্নার পার্কে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠায় ওয়েস্ট ইন্ডিজ। প্রথমে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেট হারিয়ে ১০৪ রান তোলে বাংলাদেশ। জবাবে ৯ বল হাতে রেখে অতিথিদের দেওয়া ১০৫ রানের লক্ষ্য তাড়া করেছে ক্যারিবিয়ানরা।
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। ওপেনিংয়ে ২৪ রানের জুটি গড়েন দিলারা আক্তার ও মুর্শিদা খাতুন, যা ইনিংসের সর্বোচ্চ জুটি। ভালো কোনো জুটি হয়নি, কোনো ব্যাটার ব্যক্তিগতভাবেও দায়িত্ব নিতে পারেননি। দলের পক্ষে সর্বোচ্চ ৪৩ বলে ৩৩ রান করেন অধিনায়ক জ্যোতি। এ ছাড়া ওপেনার দিলারা করেন ২১ রান। মুর্শিদা (১৩) ও তাজ নেহার (১০) দুই অঙ্ক স্পর্শ করতে পেরেছেন। ১৫ রান দিয়ে ৩টি উইকেট নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের পেসার জেনিলিয়া গ্লাসগো।
লক্ষ্য ছোট হওয়ায় শুরুতে উইকেট হারালেও তেমন কোনো বেগ পেতে হয়নি ওয়েস্ট ইন্ডিজের। সুলতানা খাতুন ও ফাহিমা খাতুন ২টি করে উইকেট নিয়ে কিছুটা চাপে রেখেছিলেন শুরুতে। ৬১ রানে ৫ উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশ। তবে শাবিকা গাজনাবি ও জাইদা জেমসের ব্যাটে জয় নিশ্চিত করে স্বাগতিকেরা। শাবিকা ২৭ ও জাইদা ১ রানে অপরাজিত থাকেন।
দলের পক্ষে সর্বোচ্চ ২৭ রান করেন শাবিকা। ২৫ বলে ২টি চারের সাহায্যে ২৭ রান করেন তিনি। ২৮ বলে ২৫ রান করেন জেনিলিয়া। তার আগে বল হাতে তোপ দাগানো জেনিলিয়া গ্লাসগো ফেরেন ২৫ রান করে। ম্যাচসেরাও হয়েছেন তিনি। তিন ম্যাচে ১১০ রান করে সিরিজসেরা হয়েছেন ডিয়েন্ড্রা ডটিন।
সিরিজ আগেই হেরেছে। শেষ ম্যাচে বাংলাদেশের প্রত্যাশা ছিল সান্ত্বনার জয়। সঙ্গে ধবলধোলাই এড়ানো। তবে পরিচিত সেই ব্যাটিং ব্যর্থতায় সেভাবে লড়াইটুকুও করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। সেন্ট কিটসে ওয়েস্ট ইন্ডিজের কাছে আরও একটি বড় ব্যবধানের হারে ধবলধোলাইয়ের তিক্ত অভিজ্ঞতা হলো নিগার সুলতানা জ্যোতির দলের।
ওয়ার্নার পার্কে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠায় ওয়েস্ট ইন্ডিজ। প্রথমে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেট হারিয়ে ১০৪ রান তোলে বাংলাদেশ। জবাবে ৯ বল হাতে রেখে অতিথিদের দেওয়া ১০৫ রানের লক্ষ্য তাড়া করেছে ক্যারিবিয়ানরা।
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। ওপেনিংয়ে ২৪ রানের জুটি গড়েন দিলারা আক্তার ও মুর্শিদা খাতুন, যা ইনিংসের সর্বোচ্চ জুটি। ভালো কোনো জুটি হয়নি, কোনো ব্যাটার ব্যক্তিগতভাবেও দায়িত্ব নিতে পারেননি। দলের পক্ষে সর্বোচ্চ ৪৩ বলে ৩৩ রান করেন অধিনায়ক জ্যোতি। এ ছাড়া ওপেনার দিলারা করেন ২১ রান। মুর্শিদা (১৩) ও তাজ নেহার (১০) দুই অঙ্ক স্পর্শ করতে পেরেছেন। ১৫ রান দিয়ে ৩টি উইকেট নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের পেসার জেনিলিয়া গ্লাসগো।
লক্ষ্য ছোট হওয়ায় শুরুতে উইকেট হারালেও তেমন কোনো বেগ পেতে হয়নি ওয়েস্ট ইন্ডিজের। সুলতানা খাতুন ও ফাহিমা খাতুন ২টি করে উইকেট নিয়ে কিছুটা চাপে রেখেছিলেন শুরুতে। ৬১ রানে ৫ উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশ। তবে শাবিকা গাজনাবি ও জাইদা জেমসের ব্যাটে জয় নিশ্চিত করে স্বাগতিকেরা। শাবিকা ২৭ ও জাইদা ১ রানে অপরাজিত থাকেন।
দলের পক্ষে সর্বোচ্চ ২৭ রান করেন শাবিকা। ২৫ বলে ২টি চারের সাহায্যে ২৭ রান করেন তিনি। ২৮ বলে ২৫ রান করেন জেনিলিয়া। তার আগে বল হাতে তোপ দাগানো জেনিলিয়া গ্লাসগো ফেরেন ২৫ রান করে। ম্যাচসেরাও হয়েছেন তিনি। তিন ম্যাচে ১১০ রান করে সিরিজসেরা হয়েছেন ডিয়েন্ড্রা ডটিন।
গতকাল শেষ হওয়া চট্টগ্রাম টেস্ট দিয়ে ম্যাচ রেফারি হিসেবে ১৪ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন ডেভিড বুন। তাঁর নতুন পরিচয় এখন ক্রিকেট অস্ট্রেলিয়ার বোর্ড পরিচালক। যদিও আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেননি কিংবদন্তি এই ক্রিকেটার।
১০ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে প্রথম লেগে ঘরের মাঠে ইন্টার মিলানের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছে বার্সেলোনা। ফিরতি লেগে ৬ মে সান সিরোতে মুখোমুখি হবে দুই দল। তবে মিলানে যাওয়ার আগে ধাক্কা খেল বার্সা। হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন দলটির তারকা ডিফেন্ডার জুলস কুন্দে।
১২ ঘণ্টা আগেব্যাট হাতে দারুণ ছন্দে আছেন শ্রেয়াস আইয়ার। পাঞ্জাব কিংসকে সামনে থেকে দিচ্ছেন নেতৃত্ব। গতকাল তাঁর ব্যাটে চড়েই মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসকে ৪ উইকেটে হারিয়েছে পাঞ্জাব। ৪১ বলে ৫ চার ও ৬ ছক্কায় ৭২ রানের ইনিংসে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন তিনি। সে জন্য এক লাখ রুপি পেলেও তাঁকে জরিমানা গুনতে...
১৪ ঘণ্টা আগেগ্লেন ম্যাক্সওয়েলকে নিয়ে শঙ্কাটা গতকালই তৈরি হয় চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে টসের সময় পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়াস আইয়ার উল্লেখ করেছিলেন ম্যাক্সওয়েলের আঙুলে চিড় ধরার কথা। শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো।
১৫ ঘণ্টা আগে