Ajker Patrika

হাসান-শরীফুলদের পাল্টা জবাব দিচ্ছে পাকিস্তান 

আপডেট : ২১ আগস্ট ২০২৪, ১৮: ৪৯
হাসান-শরীফুলদের পাল্টা জবাব দিচ্ছে পাকিস্তান 

বৈরি আবহাওয়ায়  রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্ট শুরু হয়েছে নির্ধারিত সময়ের চার ঘণ্টা দেরিতে। হাসান মাহমুদ-শরীফুল ইসলামের দুর্দান্ত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পাকিস্তান। শুরুর ধাক্কা সামলে রাওয়ালপিন্ডিতে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছে স্বাগতিকেরা।

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বোলিংয়ের পাশাপাশি ফিল্ডিংটাও বাংলাদেশের হতে থাকে দুর্দান্ত। সেকারণে প্রথাগত টেস্ট মেজাজে খেললেও ৮.২ ওভারে ১৬ রানে ৩ উইকেটে পরিণত হয় পাকিস্তান। সেই ধাক্কা সামাল দেওয়ার দায়িত্ব তুলে নেন সাইম আইয়ুব ও সৌদ শাকিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২১ ওভারে ৩ উইকেটে ৮১ রান করেছে পাকিস্তান।

শরীফুল, হাসান, নাহিদ রানা—একাদশে তিন পেসার নিয়ে খেলছে বাংলাদেশ। শান্তর আস্থার প্রতিদান দিতে খুব একটা সময় নেননি হাসান। যেখানে হাসানের চেয়ে জাকির হাসানের কৃতিত্ব অনেক বেশি। যেখানে ইনিংসের চতুর্থ ওভারের তৃতীয় বলে হাসানের ওভারপিচড ডেলিভারি কাভার ড্রাইভ করতে যান আব্দুল্লাহ শফিক। আউটসাইড এজ হওয়া বল গালিতে বাজপাখির মতো ডান দিকে উড়ে ক্যাচ ধরেছেন জাকির। ১৪ বল খেলে ২ রান করেছেন শফিক।

৩ রানে উদ্বোধনী জুটি ভাঙার পর ব্যাটিংয়ে নামেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। তিনিও উইকেটে বেশিক্ষণ টিকতে পারেননি। সপ্তম ওভারের পঞ্চম বলে শরীফুলকে ফ্রন্টফুটে খেলতে যান মাসুদ। উইকেটরক্ষক লিটন দাস ক্যাচ ধরার পর শরীফুলসহ পুরো বাংলাদেশ দল জোড়ালো আবেদন করে। প্রথমে আম্পায়ার সাড়া না দিলে রিভিউ নেন শান্ত। রিভিউ থেকে আম্পায়ার আউট দিলে মাসুদ যেন নিজের চোখকেও বিশ্বাস করতে পারেননি। ১১ বল খেলে ৬ রান করেন পাকিস্তান অধিনায়ক।

মাসুদকে ফেরানোর পর দ্রুতই ‘স্বপ্নের উইকেট’ পেয়ে যান শরীফুল। নবম ওভারের দ্বিতীয় বলে ফ্লিক করতে যান বাবর আজম। বাঁ দিকে ঝাঁপিয়ে দারুণ ক্যাচ ধরেন লিটন। ২ বল খেলেও  রানের খাতা খোলার আগে বিদায় নিয়েছেন বাবর। ওপেনিংয়ে নামা সাইম একপ্রান্ত থেকে দেখতে থাকেন সতীর্থদের আসা-যাওয়া। শাকিলকে নিয়ে এরপর চতুর্থ উইকেটে দলের হাল ধরেন সাইম। রক্ষণ ও আক্রমণের মিশেলে খেলতে থাকে এই জুটি।   ৩২ বলে ২৮ রান করে অপরাজিত শাকিল। সাইম ৬৮ বলে ৪২ রানে ব্যাটিং করছেন। ৩ চার ও ১ ছক্কা মেরেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ, গ্রাম্য সালিসের মাধ্যমে বিয়ে

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

কেশবপুরে সড়ক দুর্ঘটনায় স্বর্ণের কারিগরসহ দুই ব্যক্তি নিহত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত