Ajker Patrika

বর্ষসেরা খেলোয়াড় মিরাজ, নাহিদ রানা কী পুরস্কার পেলেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১১ এপ্রিল ২০২৫, ২০: ৩৯
বিএসপিএর বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। নাহিদ রানা হয়েছেন উদীয়মান খেলোয়াড়। ছবি: আজকের পত্রিকা
বিএসপিএর বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। নাহিদ রানা হয়েছেন উদীয়মান খেলোয়াড়। ছবি: আজকের পত্রিকা

২০২৪ সালে মেহেদী হাসান মিরাজ খেলেছেন দুর্দান্ত। ব্যাটিং, বোলিংয়ে দুর্দান্ত মিরাজ ফিল্ডিংয়েও তাঁর সেরাটা দিয়েছেন। দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার আজ পেলেন বাংলাদেশের এই অলরাউন্ডার। বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির (বিএসপিএ) বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন তিনি।

রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ঘটা করে আয়োজন করা হয়েছে বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড। এই অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ ফিল সিমন্স, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম, মোহাম্মদ আশরাফুলসহ অনেকেই এসেছেন। নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমা এবং ২০২৪ প্যারিস অলিম্পিকে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করা আরচ্যার সাগর ইসলামকে টপকে গত বছরের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন মিরাজ। আর নাহিদ রানা পেয়েছেন উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার। আন্তর্জাতিক ক্রিকেটে গত বছর অভিষেকের পর থেকেই দারুণ ছন্দে তিনি।

পপুলার চয়েজ অ্যাওয়ার্ড পেয়েছেন নারী ফুটবলার ঋতুপর্ণা। তিনি বর্ষসেরা ফুটবলারের পুরস্কারও পেয়েছেন। মিরাজ বর্ষসেরা ক্রিকেটারও হয়েছেন। জহির রায়হান পেয়েছেন বর্ষসেরা অ্যাথলেটের পুরস্কার। মনন রেজা নীড় হয়েছেন বর্ষসেরা দাবাড়ু। শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত পেয়েছেন বর্ষসেরা আম্পায়ারের পুরস্কার। আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার হওয়ার পর তাঁর ব্যস্ততা বেড়েছে অনেক। সৈকতের আম্পায়ারিং অনেক প্রশংসিত হচ্ছে।

ফিল সিমন্স ও মোহাম্মদ আশরাফুলের সঙ্গে উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার হাতে নাহিদ রানা। ছবি: আজকের পত্রিকা
ফিল সিমন্স ও মোহাম্মদ আশরাফুলের সঙ্গে উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার হাতে নাহিদ রানা। ছবি: আজকের পত্রিকা

কে কী পুরস্কার পেলেন

স্পোর্টস পারসন অব দ্য ইয়ার- মেহেদী হাসান মিরাজ

পপুলার চয়েজ অ্যাওয়ার্ড- ঋতুপর্ণা চাকমা (ফুটবল), বর্ষসেরা ক্রিকেটার - মেহেদী হাসান মিরাজ, বর্ষসেরা ফুটবলার-ঋতুপর্ণা চাকমা

বর্ষসেরা আরচার-সাগর ইসলাম

বর্ষসেরা অ্যাথলেট (ট্র্যাক অ্যান্ড ফিল্ড)-জহির রায়হান

উদীয়মান ক্রীড়াবিদ-নাহিদ রানা (ক্রিকেট)

বর্ষসেরা দাবাড়ু- মনন রেজা নীড়

বর্ষসেরা আম্পায়ার-শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত