Ajker Patrika

সেঞ্চুরিতে টেস্টের বিরল রেকর্ডে নাম লেখালেন মিরাজ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে 
আপডেট : ৩০ এপ্রিল ২০২৫, ১৫: ৫৯
টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি করার পথে বিরল রেকর্ড গড়েছেন মেহেদী হাসান মিরাজ। ছবি: বিসিবি
টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি করার পথে বিরল রেকর্ড গড়েছেন মেহেদী হাসান মিরাজ। ছবি: বিসিবি

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দুপুরের সূর্যটা তখন মাথার ওপরে। কিছুক্ষণ আগে আকাশে যে মেঘ ছিল, সেটাও সরে গেছে। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি করতে যে ২৪ রান বাকি ছিল, সেটা মেহেদী হাসান মিরাজ পূর্ণ করেছেন লাঞ্চের পরে।

ওয়েসলি মাধেভেরের লেন্থ বলটা লেগ সাইডে শরীর ঘুরিয়ে হালকা টোকা মারেন মিরাজ। শর্ট ফাইন লেগে বল ঠেলে দিয়ে সিঙ্গেল নিয়ে মিরাজ তুলে নেন দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি। হেলমেট খুলে ব্যাট তুলে ড্রেসিংরুমে যেন বার্তা দিতে চাইলেন, মিশন শেষ। মুখে প্রশান্তির হাসি, চাপ-সত্ত্বেও আত্মবিশ্বাসের ছাপ ছিল স্পষ্ট। ক্রিকেটের রাজকীয় সংস্করণে যে সেঞ্চুরি করতে মিরাজকে অপেক্ষা করতে হয়েছে ৪ বছর ২ মাস ২৬ দিন।গ্যালারিতে দাঁড়িয়ে দর্শকেরা করতালিতে যেন বুঝিয়ে দিলেন এটা কেবল এক ইনিংস নয়। বরং বাংলাদেশের এক অলরাউন্ডারের আইকনে পরিণত হওয়ার অধ্যায়।

সেঞ্চুরি করার পথে ২০০০ রানের মাইলফলক ও ২০০-এর বেশি উইকেট—টেস্টে এই ডাবলের ক্লাবে নাম লেখালেন মিরাজ। ৫৩ টেস্টে এই কীর্তি গড়ে চতুর্থ দ্রুততম অলরাউন্ডার হিসেবে এমন বিরল রেকর্ড গড়লেন তিনি। মিরাজের সঙ্গে যৌথভাবে এই তালিকায় চারে রবীন্দ্র জাদেজা। ৪২ ম্যাচে ২০০০ রান ও ২০০ উইকেটের মাইলফলক ছুঁয়ে টেস্টে এই রেকর্ড দ্রুততম করার কীর্তি ইয়ান বোথামের। দুইয়ে থাকা ইমরান খান ও কপিল দেব—দুজনেরই এই কীর্তি গড়তে লেগেছে ৫০ টেস্ট। আর টেস্টের এই বিরল রেকর্ড করতে অশ্বিনকে খেলতে হয়েছে ৫১ টেস্ট।

দিনের শুরুতেই মিরাজ যদিও জীবন পেয়েছিলেন। ৮৯তম ওভারের দ্বিতীয় ভিনসেন্ট মাসেকেসার কাট শটে ব্যাটে গ্লাভস ছুঁয়ে স্লিপে যাওয়া বলটি তালুবন্দী করতে পারেননি উইকেটরক্ষক তাফাদজোয়া সিগা। এরপর ১১৮তম ওভারের চতুর্থ বলেই মিরাজকে এলবিডব্লিউ করেন মাসেকেসা। সে যাত্রায় রিভিউ নিয়ে বেঁচে যান মিরাজ।

মিরাজের ইনিংসের সৌন্দর্য তাঁর বাউন্ডারিতে। দশ চারের মধ্যে চারটিই এসেছে কাট-আপার কাট শটে। কাভার অঞ্চলে মেরেছেন তিন চার আর ডিপ থার্ডম্যান এলাকা দিয়ে মেরেছেন দুটি। সবচেয়ে সাবলীল খেলেছেন মাসেকেসার বিপক্ষে। জিম্বাবুয়ের এই লেগস্পিনারের বিপক্ষে মারেন সাতটি চার। যেগুলো এসেছে স্কয়ার এলাকা, ব্যাকওয়ার্ড পয়েন্ট ও এক্সট্রা কাভার দিয়ে।

অনূর্ধ্ব–১৯ দলের অধিনায়ক থাকা অবস্থাতেই মিরাজের ব্যাটিং সত্ত্বা দেখা গিয়েছিল। ২০২১ সালে চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দিনে। তখনও বাংলাদেশ ছিল ব্যাটিং সংকটে। আজ জিম্বাবুয়ের বিপক্ষে গল্পটা একই। তাইজুল আউট হওয়ার পর বাংলাদেশের স্কোর ছিল ৮ উইকেটে ৩৪২ রান। তানজিম হাসান সাকিবকে নিয়ে নবম উইকেটে ৯৬ রানের মূল্যবান জুটি গড়তে অবদান রাখেন মিরাজ।

সেঞ্চুরি করতে মিরাজ আজ খেলেছেন ১৪৩ বল। শেষ পর্যন্ত ১৬২ বলে ১১ চার ও ১ ছক্কায় ১০৪ রান করে আউট হয়েছেন তিনি। প্রথম ইনিংসে বাংলাদেশ অলআউট ৪৪৪ রানে। এরই মধ্যে জিম্বাবুয়ে তাদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং শুরু করেছে। চা পানের বিরতি পর্যন্ত ৯ ওভারে ২ উইকেটে ১৭ রান করেছে সফরকারীরা। জিম্বাবুয়ে এখনো ২০০ রান পিছিয়ে।

টেস্টে দ্রুততম ২০০০ রান ও ২০০ উইকেটের কীর্তি (ম্যাচের হিসেবে)
স্যার ইয়ান বোথাম ৪২
ইমরান খান, কপিল দেব৫০
রবিচন্দ্রন অশ্বিন৫১
রবীন্দ্র জাদেজা, মেহেদী হাসান মিরাজ৫৩
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত