Ajker Patrika

মেজাজ হারিয়ে দর্শকের দিকে তেড়ে গেলেন মাহমুদউল্লাহ

ক্রীড়া ডেস্ক    
মেজাজ হারিয়ে দর্শকের দিকে তেড়ে গেলেন মাহমুদউল্লাহ। ছবি: সংগৃহীত
মেজাজ হারিয়ে দর্শকের দিকে তেড়ে গেলেন মাহমুদউল্লাহ। ছবি: সংগৃহীত

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) অঘোষিত ফাইনালে আবাহনীর কাছে হেরে শিরোপা বঞ্চিত হলো মোহামেডান। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ৬ উইকেটে হেরেছে তারা। আবাহনীর হ্যাটট্রিক শিরোপার বিপরীতে ১৫ বছর ধরে শিরোপাহীন থাকল মোহামেডান। ম্যাচ শেষে ঘটে গেল আরেক অনাকাঙ্ক্ষিত ঘটনা। হারের পর মেজাজ হারিয়ে দর্শকের প্রতিক্রিয়ার জবাব দিতে গ্যালারিতে তেড়ে যান মোহামেডানের অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ।

মোহামেডান হারলেও মাহমুদউল্লাহ করেছেন ফিফটি। আবাহনীর ক্রিকেটার ও ম্যাচ অফিশিয়ালদের সঙ্গে করমর্দন শেষে ড্রেসিংরুমে ঢুকছিলেন মাহমুদউল্লাহ। জানা গেছে, তার আগেই ড্রেসিংরুম লাগোয়া গ্র্যান্ড স্ট্যান্ড গ্যালারি থেকে মাহমুদউল্লাহর উদ্দেশ্যে কটূক্তি করে বসেন এক দর্শক। তাই নয়, মাহমুদউল্লাহকে নাকি গালিও দিয়েছেন সেই দর্শক। তারপর মেজাজ হারিয়ে লাফিয়ে গ্যালারিতে উঠে যান এ অলরাউন্ডার, তেড়ে যান সেই দর্শকের দিকে।

তাৎক্ষণিক মোহামেডানের অফিশিয়াল ও সাপোর্ট স্টাফরা মাহমুদউল্লাহকে থামান এবং গ্যালারি থেকে নামিয়ে আনেন। ডিপিএলে এবার দর্শকের উপস্থিতি ছিল কমই। আজ শিরোপা নির্ধারণী ম্যাচে ভালোই ছিল উপস্থিতি। প্রথমে ব্যাট করতে নেমে মাহমুদউল্লাহ ও আরিফুল হকের জোড়া ফিফটিতে ৭ উইকেটে ২৪০ রান করে মোহামেডান। জিসান আলম, মোহাম্মদ মিঠুনের ও অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকতের ফিফটিতে ২৪১ রানের লক্ষ্য অনায়াসে তাড়া করেছে মোহামেডান।

সব মিলিয়ে আবাহনী জিতল ২৪ বারের মতো শিরোপা। বিপরীতে মোহামেডান ১৫ বছর ধরে শিরোপাহীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত