Ajker Patrika

বাংলাদেশ পেসারদের ‘কমন সেন্স’ নিয়ে প্রশ্ন তুললেন সুজন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ২০: ৪৩
বাংলাদেশ পেসারদের ‘কমন সেন্স’ নিয়ে প্রশ্ন তুললেন সুজন

বৃষ্টি-বাধায় প্রায় তিন দিনের খেলা বন্ধ থাকার পর চতুর্থ দিন মাঠে নেমেই হতশ্রী দশা বাংলাদেশের। আজ দিনের খেলা শেষে সাংবাদিকদের মুখোমুখি হন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। সেখানে বাংলাদেশ পেসারদের ‘কমন সেন্স’ নিয়ে প্রশ্ন তুলেছেন বিসিবির এই পরিচালক। ঢাকা টেস্টে দুই পেসার নিয়ে খেলছে বাংলাদেশ। বৃষ্টিস্নাত কন্ডিশনে অনুকূল পরিবেশ পেয়েও খুব একটা কাজে লাগাতে পারেননি দুই পেসার। 

যদিও আজ সকালে পাকিস্তানের দুই উইকেটের দুটিই নিয়েছেন দুই পেসার ইবাদত হোসেন আর খালেদ আহমেদ। কিন্তু সে অর্থে উইকেটের ফায়দা নিয়ে পাকিস্তান ব্যাটারদের পরীক্ষা নিতে পারেননি দুজনের কেউই। পেস বোলারদের নিয়ে বাংলাদেশের এই সংকট নতুন নয়। ব্যাপারটা কী আসলে অনুশীলনের ঘাটতি নাকি ঘরোয়া ক্রিকেটে পেস সহায়ক উইকেটে না খেলা। 

সুজন অবশ্য পেসারদের দক্ষতার অভাবকেই বড় করে দেখছেন। ভালো মানের পেসার উঠে আসা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সুজন বললেন, ‘এটা যেদিন আল্লাহ দেয়। এ ছাড়া আর কী বলব। প্রচুর অনুশীলন করে, ৬ ফুট লম্বা, (ঘণ্টায়) ১৪০ (কিলোমিটার) গতিতে বোলিং করে, কিন্তু কোচ তো কাউকে গুলিয়ে খাইয়ে দিতে পারবে না। এটা “কমন সেন্সের” ব্যাপার। কোচরা অনুশীলন করায়, কিন্তু খেতে তো হবে আপনাকে। চিবোতে হবে আপনার। আপনি যদি চিবোতে না পারেন…।’ 

নিজের খেলোয়াড়ি জীবনের প্রসঙ্গ টেনে সুজন আরও জানালেন, ‘মাশরাফি কীভাবে উইকেট পেয়েছে? তাপস বৈশ্য কীভাবে উইকেট পেত? তখন তো আমরা আরও পারতাম না, আরও জানতাম না। এখন তো আমাদের বোলিং কোচ আলাদা, এই কোচ, ওই কোচ আলাদা। অবশ্য এই প্রশ্নটা বোলিং কোচের কাছে করলে আরও ভালো হতো।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত