নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বৃষ্টি-বাধায় প্রায় তিন দিনের খেলা বন্ধ থাকার পর চতুর্থ দিন মাঠে নেমেই হতশ্রী দশা বাংলাদেশের। আজ দিনের খেলা শেষে সাংবাদিকদের মুখোমুখি হন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। সেখানে বাংলাদেশ পেসারদের ‘কমন সেন্স’ নিয়ে প্রশ্ন তুলেছেন বিসিবির এই পরিচালক। ঢাকা টেস্টে দুই পেসার নিয়ে খেলছে বাংলাদেশ। বৃষ্টিস্নাত কন্ডিশনে অনুকূল পরিবেশ পেয়েও খুব একটা কাজে লাগাতে পারেননি দুই পেসার।
যদিও আজ সকালে পাকিস্তানের দুই উইকেটের দুটিই নিয়েছেন দুই পেসার ইবাদত হোসেন আর খালেদ আহমেদ। কিন্তু সে অর্থে উইকেটের ফায়দা নিয়ে পাকিস্তান ব্যাটারদের পরীক্ষা নিতে পারেননি দুজনের কেউই। পেস বোলারদের নিয়ে বাংলাদেশের এই সংকট নতুন নয়। ব্যাপারটা কী আসলে অনুশীলনের ঘাটতি নাকি ঘরোয়া ক্রিকেটে পেস সহায়ক উইকেটে না খেলা।
সুজন অবশ্য পেসারদের দক্ষতার অভাবকেই বড় করে দেখছেন। ভালো মানের পেসার উঠে আসা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সুজন বললেন, ‘এটা যেদিন আল্লাহ দেয়। এ ছাড়া আর কী বলব। প্রচুর অনুশীলন করে, ৬ ফুট লম্বা, (ঘণ্টায়) ১৪০ (কিলোমিটার) গতিতে বোলিং করে, কিন্তু কোচ তো কাউকে গুলিয়ে খাইয়ে দিতে পারবে না। এটা “কমন সেন্সের” ব্যাপার। কোচরা অনুশীলন করায়, কিন্তু খেতে তো হবে আপনাকে। চিবোতে হবে আপনার। আপনি যদি চিবোতে না পারেন…।’
নিজের খেলোয়াড়ি জীবনের প্রসঙ্গ টেনে সুজন আরও জানালেন, ‘মাশরাফি কীভাবে উইকেট পেয়েছে? তাপস বৈশ্য কীভাবে উইকেট পেত? তখন তো আমরা আরও পারতাম না, আরও জানতাম না। এখন তো আমাদের বোলিং কোচ আলাদা, এই কোচ, ওই কোচ আলাদা। অবশ্য এই প্রশ্নটা বোলিং কোচের কাছে করলে আরও ভালো হতো।’
বৃষ্টি-বাধায় প্রায় তিন দিনের খেলা বন্ধ থাকার পর চতুর্থ দিন মাঠে নেমেই হতশ্রী দশা বাংলাদেশের। আজ দিনের খেলা শেষে সাংবাদিকদের মুখোমুখি হন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। সেখানে বাংলাদেশ পেসারদের ‘কমন সেন্স’ নিয়ে প্রশ্ন তুলেছেন বিসিবির এই পরিচালক। ঢাকা টেস্টে দুই পেসার নিয়ে খেলছে বাংলাদেশ। বৃষ্টিস্নাত কন্ডিশনে অনুকূল পরিবেশ পেয়েও খুব একটা কাজে লাগাতে পারেননি দুই পেসার।
যদিও আজ সকালে পাকিস্তানের দুই উইকেটের দুটিই নিয়েছেন দুই পেসার ইবাদত হোসেন আর খালেদ আহমেদ। কিন্তু সে অর্থে উইকেটের ফায়দা নিয়ে পাকিস্তান ব্যাটারদের পরীক্ষা নিতে পারেননি দুজনের কেউই। পেস বোলারদের নিয়ে বাংলাদেশের এই সংকট নতুন নয়। ব্যাপারটা কী আসলে অনুশীলনের ঘাটতি নাকি ঘরোয়া ক্রিকেটে পেস সহায়ক উইকেটে না খেলা।
সুজন অবশ্য পেসারদের দক্ষতার অভাবকেই বড় করে দেখছেন। ভালো মানের পেসার উঠে আসা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সুজন বললেন, ‘এটা যেদিন আল্লাহ দেয়। এ ছাড়া আর কী বলব। প্রচুর অনুশীলন করে, ৬ ফুট লম্বা, (ঘণ্টায়) ১৪০ (কিলোমিটার) গতিতে বোলিং করে, কিন্তু কোচ তো কাউকে গুলিয়ে খাইয়ে দিতে পারবে না। এটা “কমন সেন্সের” ব্যাপার। কোচরা অনুশীলন করায়, কিন্তু খেতে তো হবে আপনাকে। চিবোতে হবে আপনার। আপনি যদি চিবোতে না পারেন…।’
নিজের খেলোয়াড়ি জীবনের প্রসঙ্গ টেনে সুজন আরও জানালেন, ‘মাশরাফি কীভাবে উইকেট পেয়েছে? তাপস বৈশ্য কীভাবে উইকেট পেত? তখন তো আমরা আরও পারতাম না, আরও জানতাম না। এখন তো আমাদের বোলিং কোচ আলাদা, এই কোচ, ওই কোচ আলাদা। অবশ্য এই প্রশ্নটা বোলিং কোচের কাছে করলে আরও ভালো হতো।’
টানা তিনটি টি–টোয়েন্টি সিরিজ জয়ের তাজা আত্মবিশ্বাস নিয়ে কাল এশিয়া কাপ মিশনে নামছে বাংলাদেশ। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে প্রথম ম্যাচে লিটন দাসের দলের প্রতিপক্ষ হংকং। লক্ষ্য একটাই— ইতিহাস গড়া। তা সামনে রেখে বাংলাদেশ এগোচ্ছে ম্যাচ বাই ম্যাচ ধরে।
২ ঘণ্টা আগেবোলারদের দুর্দান্ত পারফরম্যান্স লক্ষ্যটা থেকেছে হাতের নাগালে। ভারত পাওয়ার প্লের মধ্যে নাকি আরও পরে ম্যাচ শেষ করতে পারে সেটাই যেন দেখার অপেক্ষা ছিল। শেষ পর্যন্ত ৫৮ রানের লক্ষ্য পাড়ি দিতে মাত্র ২৭ বল খেলতে হয়েছে তাদের। রান তাড়ায় নেমে এত কম বলে কখনো ম্যাচ শেষ করতে পারেনি ভারত।
৪ ঘণ্টা আগে‘যশপ্রীত বুমরা একাদশে থাকলে আমি ধর্মঘটে যাব’—টিভি অনুষ্ঠানে বসে এমনই কথা বলেছিলেন ভারতের সাবেক ক্রিকেটার অজয় জাদেজা। ভারতের টিম ম্যানেজমেন্ট অবশ্য জাদেজার কথা রাখেনি। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ঠিকই খেলিয়েছে বুমরাকে। তাঁর এনে দেওয়া ব্রেকথ্রুর পর ভারতের স্পিন আক্রমণের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে
৫ ঘণ্টা আগেস্বাভাবিক হতে শুরু করেছে নেপালের কাঠমান্ডুর পরিস্থিতি। এক দিনেরও বেশি সময় বন্ধের পর আজ দুপুরে খুলে দেওয়া হয়েছে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর। ফেরার আশায় ক্ষণ গুনছে বাংলাদেশ ফুটবল দল।
৭ ঘণ্টা আগে