Ajker Patrika

বায়ো-বাবলে থেকে টেস্টে খেলতে চান না মোস্তাফিজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বায়ো-বাবলে থেকে টেস্টে খেলতে চান না মোস্তাফিজ

সাদা বলের ক্রিকেটে দলের এক নম্বর বোলার হলেও মোস্তাফিজুর রহমানকে টেস্টে দেখা যায় কালেভদ্রে। টেস্টে  শুরুটাও দারুণভাবে হলেও পরে এই সংস্করণে ধারাবাহিক সফল হয়ে উঠতে পারেননি বাঁহাতি পেসার। গত ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে ব্যর্থ হওয়ার পর তো টেস্টের দল থেকেই বাদ পড়েন। গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) যে কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে, তাতে শুধু সাদা বলের ক্রিকেটের চুক্তিতে রাখা হয়েছে মোস্তাফিজকে। 

আজ বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান সাংবাদিকদের জানালেন, মোস্তাফিজের সঙ্গে আলাপ-আলোচনা করেই তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন। আকরাম বলেন, ‘মোস্তাফিজ এখন টেস্ট খেলতে চাচ্ছে না। ও এখন টেস্ট খেলতে আগ্রহী নয়। সে যেটা বলেছে যত দিন কোয়ারেন্টিন ও বায়োবাবল আছে, সেটার মধ্যে থেকে টেস্টে মনোযোগ দেওয়া তার জন্য কঠিন। এ কারণে টেস্ট খেলতে চাচ্ছে না। আমরা এটি খুবই ইতিবাচকভাবে নিয়েছি। যেহেতু সে ওয়ানডে ও টি-টোয়েন্টির জন্য খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়।’ 

গতকাল আচমকা টি–টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে সরে দাঁড়িয়েছেন তামিম ইকবাল। আকরাম খানকে কথা বলতে হয়েছে তামিমের বিষয়েও। আকরাম বলেন, ‘সন্দেহ নেই তামিম যদি আসে সে আমাদের অন্যতম সেরা খেলোয়াড়। ও যেহেতু সমস্যায় আছে, আমরা সব সময় তার জন্য শুভকামনা ও দোয়াও করছি, যাতে তাড়াতাড়ি ফিরে আসে। সে এলে আমাদের দলের শক্তি বেড়ে যাবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

এপিএসের বেতন ১ বছরে বেড়েছে ১৮ বছরের সমান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত