ক্রীড়া ডেস্ক
১৯৬৬ সালে অ্যাশেজ সিরিজে মেলবোর্নে ইংল্যান্ডের বিপক্ষে ১২ ঘণ্টা ক্রিজে থেকে ট্রিপল সেঞ্চুরি করেছিলেন বব কাউপার। অস্ট্রেলিয়ার মাঠে সেটি ছিল টেস্টে প্রথম ট্রিপল। সেটি অজিদের মাঠে দীর্ঘতম ইনিংসের রেকর্ড হিসেবে টিকে আছে আজও। ৮৪ বছর বয়সে জীবনের ইনিংসে থেমেছেন কাউপার। ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, দীর্ঘদিন অসুস্থ থাকার পর আজ শেষ নিশ্বাস ত্যাগ করেছেন সাবেক এ বাঁহাতি ব্যাটার।
১৯৬৪ থেকে ১৯৬৮ সালের মধ্যে অস্ট্রেলিয়ার হয়ে ২৭টি টেস্ট খেলেছেন কাউপার। ব্যাট হাতে করেছেন ২০৬১ রান, গড় ৪৬.৮৪। ৫টি সেঞ্চুরির সঙ্গে রয়েছে ১০ ফিফটি। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ১৯৬৬ সালের অ্যাশেজ সিরিজে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ইংল্যান্ডের বিপক্ষে ৫৮৯ বল খেলে ১২ ঘণ্টা ব্যাট করে ৩০৭ রানের মহাকাব্যিক ইনিংস। ২০০৩ সালে পার্থে ম্যাথু হেইডেন জিম্বাবুয়ের বিপক্ষে ৩৮০ রান করার আগ পর্যন্ত অস্ট্রেলিয়ার মাঠে সেটাই ছিল একমাত্র টেস্ট ট্রিপল সেঞ্চুরি।
প্রথম শ্রেণির ক্রিকেটে কাউপার ছিলেন দুর্দান্ত। ১৪৭ ম্যাচে করেছেন ১০৫৯৫ রান, ব্যাটিং গড় ৫৩.৭৮। ২৬ সেঞ্চুরির পাশাপাশি রয়েছে ৫৮ ফিফটি। পরে আইসিসি ম্যাচ রেফারি হিসেবেও দায়িত্ব পালন করেন।
কাউপারের মৃত্যুতে শোক জানিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান মাইক বেয়ার্ড বলেছেন, ‘বব কাউপারের মৃত্যুর খবরে আমরা গভীরভাবে শোকাহত। বব ছিলেন একজন অসাধারণ ব্যাটার, যাকে সব সময়ই এমসিজিতে করা তাঁর ঐতিহাসিক ট্রিপল সেঞ্চুরির জন্য মনে রাখবে। তিনি অস্ট্রেলিয়ান ক্রিকেটে অত্যন্ত সম্মানিত ব্যক্তিত্ব ছিলেন। ববের পরিবার, বন্ধু ও সাবেক সতীর্থদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’
১৯৬৬ সালে অ্যাশেজ সিরিজে মেলবোর্নে ইংল্যান্ডের বিপক্ষে ১২ ঘণ্টা ক্রিজে থেকে ট্রিপল সেঞ্চুরি করেছিলেন বব কাউপার। অস্ট্রেলিয়ার মাঠে সেটি ছিল টেস্টে প্রথম ট্রিপল। সেটি অজিদের মাঠে দীর্ঘতম ইনিংসের রেকর্ড হিসেবে টিকে আছে আজও। ৮৪ বছর বয়সে জীবনের ইনিংসে থেমেছেন কাউপার। ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, দীর্ঘদিন অসুস্থ থাকার পর আজ শেষ নিশ্বাস ত্যাগ করেছেন সাবেক এ বাঁহাতি ব্যাটার।
১৯৬৪ থেকে ১৯৬৮ সালের মধ্যে অস্ট্রেলিয়ার হয়ে ২৭টি টেস্ট খেলেছেন কাউপার। ব্যাট হাতে করেছেন ২০৬১ রান, গড় ৪৬.৮৪। ৫টি সেঞ্চুরির সঙ্গে রয়েছে ১০ ফিফটি। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ১৯৬৬ সালের অ্যাশেজ সিরিজে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ইংল্যান্ডের বিপক্ষে ৫৮৯ বল খেলে ১২ ঘণ্টা ব্যাট করে ৩০৭ রানের মহাকাব্যিক ইনিংস। ২০০৩ সালে পার্থে ম্যাথু হেইডেন জিম্বাবুয়ের বিপক্ষে ৩৮০ রান করার আগ পর্যন্ত অস্ট্রেলিয়ার মাঠে সেটাই ছিল একমাত্র টেস্ট ট্রিপল সেঞ্চুরি।
প্রথম শ্রেণির ক্রিকেটে কাউপার ছিলেন দুর্দান্ত। ১৪৭ ম্যাচে করেছেন ১০৫৯৫ রান, ব্যাটিং গড় ৫৩.৭৮। ২৬ সেঞ্চুরির পাশাপাশি রয়েছে ৫৮ ফিফটি। পরে আইসিসি ম্যাচ রেফারি হিসেবেও দায়িত্ব পালন করেন।
কাউপারের মৃত্যুতে শোক জানিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান মাইক বেয়ার্ড বলেছেন, ‘বব কাউপারের মৃত্যুর খবরে আমরা গভীরভাবে শোকাহত। বব ছিলেন একজন অসাধারণ ব্যাটার, যাকে সব সময়ই এমসিজিতে করা তাঁর ঐতিহাসিক ট্রিপল সেঞ্চুরির জন্য মনে রাখবে। তিনি অস্ট্রেলিয়ান ক্রিকেটে অত্যন্ত সম্মানিত ব্যক্তিত্ব ছিলেন। ববের পরিবার, বন্ধু ও সাবেক সতীর্থদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’
ভারত-পাকিস্তান সামরিক সংঘাত ক্রিকেটকে বাজেভাবে প্রভাবিত করেছে। আইপিএল, পিএসএল শেষভাগে এসে স্থগিত করা হয়েছে। সংঘাতপূর্ণ পরিস্থিতিতে ভারত-পাকিস্তানে অবস্থানরত বিদেশি ক্রিকেটারদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। সেই পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে একটু অতিরঞ্জিত উপস্থাপন হয়েছে বলে জানিয়েছেন রিশাদ হোসেন।
৫ মিনিট আগে১৮ বছর পূর্ণ হতে এখনো বাকি দুই মাসের বেশি সময়। তবে লামিনে ইয়ামালকে দেখে কি তা বোঝার উপায় আছে? প্রতিপক্ষকে যেভাবে বোকা বানিয়ে গোল করছেন, তাতে প্রশংসা কুড়োচ্ছেন অসংখ্য ফুটবলপ্রেমীর। বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিক রীতিমতো মুগ্ধ ইয়ামালের পারফরম্যান্স দেখে।
৩৬ মিনিট আগেগ্রীষ্মের প্রখর রোদে পূর্ণ উদ্যমে অনুশীলন করে যাচ্ছেন লিটন-মেহেদীরা। দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীনের ভাষায়, ‘সত্যিই অমানুষের মতো পরিশ্রম’। আগামী সপ্তাহে জাতীয় দল যাবে আরব আমিরাতে, সেখানে খেলবে স্বাগতিকদের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ। সিরিজটা খেলতে বাংলাদেশ দল দুবাইয়ে যাবে ১৪ মে...
১ ঘণ্টা আগেএবারের এল ক্লাসিকোই কি তবে কার্লো আনচেলত্তির জীবনের শেষ এল ক্লাসিকো—এমন আলোচনা চলছে অনেক ধরেই। এস্তাদি অলিম্পিক কোম্পানিজ লুইজ স্টেডিয়ামে গত রাতে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ ম্যাচ শেষে আবার এল এই প্রশ্ন। আনচেলত্তি একটু কৌশলেই উত্তর দিয়েছেন।
২ ঘণ্টা আগে