নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রানে ছিলেন না। শ্রীলঙ্কা সফরে টি-টোয়েন্টি সিরিজে রানে ফিরেছেন লিটন দাস। সামনে থেকে নেতৃত্ব দিয়ে সিরিজ জিতিয়েছেন বাংলাদেশকে, হয়েছেন সিরিজের সেরা খেলোয়াড়। এখন অধিনায়কের উচিত ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে চোখ রেখে দল গড়া। আগামীকাল থেকে শুরু হতে যাওয়া সিরিজকে ঘিরে তেমন কিছু ভাবছেন কি?
এমন প্রশ্নে একটুও অপ্রস্তুত মনে হলো না লিটন দাসকে। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজ পূর্ব সংবাদ সম্মেলনে এমন প্রশ্নে উল্টো বাংলাদেশ অধিনায়ক দিলেন কৌশলী উত্তর, ‘আমি তো বর্তমানেই আছি, আপনারা নেই। আমি যখন এখানে দাঁড়িয়ে, আমাকে যদি বর্তমান নিয়ে প্রশ্ন করেন, আমি বর্তমান নিয়েই উত্তর দেব। আমাদের দলটাই এখন বর্তমান নিয়ে ভাবছে। আগামীকাল খেলা—এ অবস্থায় ছয় মাস পর কী হবে, সেটা ভেবে লাভ কী?’
সাম্প্রতিক সময়ে ওয়ানডে অধিনায়কত্ব হারিয়েছেন নাজমুল হোসেন শান্ত। শ্রীলঙ্কা সিরিজের আগে সংবাদ সম্মেলন করে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যানের সঙ্গে আলাপে জানতে পারেন, ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে তাঁর ওপর আস্থা রাখেনি বোর্ড। অন্যদিকে মেহেদী হাসান মিরাজও জানতেন না শান্তর সঙ্গে কোনো আলাপ না করেই তাঁকে অধিনায়ক করার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। এমন বাস্তবতায় ভবিষ্যৎ নয়, অধিনায়ক ও দলকে বর্তমান নিয়েই ভাবতে হয় বলে মনে করেন লিটন দাস।
পাকিস্তান সিরিজের পর আর এশিয়া কাপের আগে বাংলাদেশ দলে নতুন করে পরীক্ষা–নিরীক্ষা হবে কি না—এমন প্রশ্নে লিটনের উত্তর, ‘এ মুহূর্তে এটিই আমাদের সেরা দল। তবে বাংলাদেশে অনেক ভালো খেলোয়াড় আছে, যারা ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করছে। প্রয়োজন হলে তারাও আসবে। এতজন আছে যে নাম বলতে গেলে হয়তো কারও নাম বাদ পড়ে যেতে পারে।’
ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি সিরিজ জয় এসেছিল ২০১৫ সালে সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে। এরপর কেটে গেছে দীর্ঘ নয় বছর। তবে সবশেষ পাকিস্তানের বিপক্ষে পাকিস্তানের মাটিতে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ হয়েছিল ধবলধোলাই। তবে, টি-টোয়েন্টিতে লঙ্কা জয়ের পর দলের আত্মবিশ্বাস বেড়েছে।
সেই আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামতে চান লিটন। অতীত পরিসংখ্যান নয়, ভবিষ্যৎ ইতিহাস তৈরির দিকেই চোখ লিটনের, ‘আমাদের সেরা ক্রিকেটটা খেলতে হবে। সবকিছু তৈরি হয় ইতিহাস হওয়ার জন্য। আর রেকর্ড কিন্তু ভাঙাও হয়। আমরা যদি ভালো ক্রিকেট খেলি, রেকর্ড ভাঙতে সময় লাগবে না। ওই রেকর্ডের চিন্তা না করে, আমরা কী করতে পারি, আমাদের কতখানি সামর্থ্য আছে, কতটা ভালো ক্রিকেট খেলতে পারি, সেসব ভাবলে ওই সব জিনিসই বদলে যাবে।’
রানে ছিলেন না। শ্রীলঙ্কা সফরে টি-টোয়েন্টি সিরিজে রানে ফিরেছেন লিটন দাস। সামনে থেকে নেতৃত্ব দিয়ে সিরিজ জিতিয়েছেন বাংলাদেশকে, হয়েছেন সিরিজের সেরা খেলোয়াড়। এখন অধিনায়কের উচিত ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে চোখ রেখে দল গড়া। আগামীকাল থেকে শুরু হতে যাওয়া সিরিজকে ঘিরে তেমন কিছু ভাবছেন কি?
এমন প্রশ্নে একটুও অপ্রস্তুত মনে হলো না লিটন দাসকে। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজ পূর্ব সংবাদ সম্মেলনে এমন প্রশ্নে উল্টো বাংলাদেশ অধিনায়ক দিলেন কৌশলী উত্তর, ‘আমি তো বর্তমানেই আছি, আপনারা নেই। আমি যখন এখানে দাঁড়িয়ে, আমাকে যদি বর্তমান নিয়ে প্রশ্ন করেন, আমি বর্তমান নিয়েই উত্তর দেব। আমাদের দলটাই এখন বর্তমান নিয়ে ভাবছে। আগামীকাল খেলা—এ অবস্থায় ছয় মাস পর কী হবে, সেটা ভেবে লাভ কী?’
সাম্প্রতিক সময়ে ওয়ানডে অধিনায়কত্ব হারিয়েছেন নাজমুল হোসেন শান্ত। শ্রীলঙ্কা সিরিজের আগে সংবাদ সম্মেলন করে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যানের সঙ্গে আলাপে জানতে পারেন, ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে তাঁর ওপর আস্থা রাখেনি বোর্ড। অন্যদিকে মেহেদী হাসান মিরাজও জানতেন না শান্তর সঙ্গে কোনো আলাপ না করেই তাঁকে অধিনায়ক করার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। এমন বাস্তবতায় ভবিষ্যৎ নয়, অধিনায়ক ও দলকে বর্তমান নিয়েই ভাবতে হয় বলে মনে করেন লিটন দাস।
পাকিস্তান সিরিজের পর আর এশিয়া কাপের আগে বাংলাদেশ দলে নতুন করে পরীক্ষা–নিরীক্ষা হবে কি না—এমন প্রশ্নে লিটনের উত্তর, ‘এ মুহূর্তে এটিই আমাদের সেরা দল। তবে বাংলাদেশে অনেক ভালো খেলোয়াড় আছে, যারা ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করছে। প্রয়োজন হলে তারাও আসবে। এতজন আছে যে নাম বলতে গেলে হয়তো কারও নাম বাদ পড়ে যেতে পারে।’
ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি সিরিজ জয় এসেছিল ২০১৫ সালে সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে। এরপর কেটে গেছে দীর্ঘ নয় বছর। তবে সবশেষ পাকিস্তানের বিপক্ষে পাকিস্তানের মাটিতে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ হয়েছিল ধবলধোলাই। তবে, টি-টোয়েন্টিতে লঙ্কা জয়ের পর দলের আত্মবিশ্বাস বেড়েছে।
সেই আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামতে চান লিটন। অতীত পরিসংখ্যান নয়, ভবিষ্যৎ ইতিহাস তৈরির দিকেই চোখ লিটনের, ‘আমাদের সেরা ক্রিকেটটা খেলতে হবে। সবকিছু তৈরি হয় ইতিহাস হওয়ার জন্য। আর রেকর্ড কিন্তু ভাঙাও হয়। আমরা যদি ভালো ক্রিকেট খেলি, রেকর্ড ভাঙতে সময় লাগবে না। ওই রেকর্ডের চিন্তা না করে, আমরা কী করতে পারি, আমাদের কতখানি সামর্থ্য আছে, কতটা ভালো ক্রিকেট খেলতে পারি, সেসব ভাবলে ওই সব জিনিসই বদলে যাবে।’
ট্রাজেডি—শব্দটি যেন মোহাম্মদ সিরাজের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। উদাহরণ দিতে চাইলে এই সিরিজেরই অনেক কিছু মুহূর্ত তুলে ধরতে পারেন সিরাজ। লর্ডসে অদ্ভুতভাবে বোল্ড হয়ে ঠাঁয় দাঁড়িয়ে থাকার সেই দৃশ্য, বোলারদের ক্যাচ মিসের পর হতাশাচ্ছন্ন মুখ, একের পর এক ক্লান্তিকর স্পেল, এমনকি ব্রুকের ক্যাচ নিয়েও
২ মিনিট আগেঅস্ট্রেলিয়ার ডারউইনে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে শুরু হবে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ। গত বছরের মতো এবারও সিরিজে অংশ নেবে বাংলাদেশ ‘এ’ দল। নুরুল হাসান সোহানকে অধিনায়ক করে আজ দল ঘোষণা করেছে বিসিবি।
১৮ মিনিট আগেলন্ডনের ওভালে পঞ্চম টেস্ট শুরুর আগে সিরিজের স্কোরলাইন ছিল ইংল্যান্ড ২: ভারত ১। সিরিজ জিততে ইংল্যান্ডের জন্য সমীকরণ ছিল এই টেস্ট জেতা না হয় ড্র করা। অন্যদিকে সিরিজ বাঁচাতে ভারতকে এই ম্যাচটা জিততেই হতো। টানটান উত্তেজনায় ঠাসা ম্যাচটি ৬ রানে জিতে সিরিজ বাঁচাল ভারত।
২ ঘণ্টা আগেপাকিস্তানের ম্যাচ হলে আলোচিত ঘটনা না ঘটে কি পারে। কারণ, ‘আনপ্রেডিক্টেবল’ তকমা পাকিস্তানের নামের সঙ্গে ভালোভাবে জুড়ে গেছে। এবার পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় টি-টোয়েন্টিতে ঘটেছে এক বিরল ঘটনা। এই ঘটনা আগে অনেকবার হলেও পাকিস্তানের ম্যাচের ঘটনাটা একটু বিশেষ।
৩ ঘণ্টা আগে