Ajker Patrika

‘কুফা’ কি কাটল বাংলাদেশের

রানা আব্বাস, মাসকাট থেকে
আপডেট : ১৬ অক্টোবর ২০২১, ১২: ১৩
‘কুফা’ কি কাটল বাংলাদেশের

আরব আমিরাত থেকে বৃহস্পতিবার গভীর রাতে বেশ বিধ্বস্ত অবস্থায় মাসকাটে ফিরেছে বাংলাদেশ দল! আবুধাবিতে আয়ারল্যান্ডের কাছে হারের ধকল না কাটতেই দ্রুত দলকে ধরতে হয়েছে মাসকাটের ফ্লাইট। মাসকাটের হোটেল শাংরি লা বার আল জিসাহতে পৌঁছাতে পৌঁছাতে রাত ১২টা। বিছানায় যেতে যেতে ক্রিকেটারদের বেজে গেছে রাত ২টা।

পাঁচ দিন আগে এই মাসকাট থেকে চনমনে একটা দল গিয়েছিল আবুধাবিতে আইসিসির দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে। শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচই হেরেছে বাংলাদেশ। যদিও দলের গুরুত্বপূর্ণ তিন ক্রিকেটারকে দল পায়নি। তবে হার তো হারই। বিশেষ করে গত পরশু আইরিশদের বিপক্ষে হারটা ছিল মাহমুদউল্লাহদের জন্য বড় বার্তা। দুটি ম্যাচেই চিন্তা বাড়িয়েছে বাংলাদেশের ব্যাটারদের পারফরম্যান্সে। প্রস্তুতি ম্যাচে জয়-পরাজয় গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হচ্ছে নিজেদের ঘাটতি, ভুলত্রুটি চিহ্নিত করে দ্রুত শুধরে নেওয়া।

প্রস্তুতি ম্যাচ নিয়ে মাশরাফি বিন মুর্তজার একটি দর্শন আছে। বাংলাদেশ দলের সফলতম অধিনায়ক প্রায়ই বলেন, বড় টুর্নামেন্টের আগে প্রস্তুতি ম্যাচ হারা ভালো! কেন? ২০১৯ বিশ্বকাপের আগে এর ব্যাখ্যায় হাসতে হাসতে বলছিলেন, ‘হারলে কুফা কেটে যায়!’ মাশরাফির যুক্তি, প্রস্তুতি ম্যাচে হারলে নিজেদের মানসিক জড়তা যেমন কেটে যায়, আবার মূল মঞ্চে নিজেদের কী করতে হবে, ভালোভাবে উপলব্ধি করা যায়। সে হিসেবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে টানা দুই হার বাংলাদেশের ‘কুফা’ কতটা কাটল, আগামীকাল থেকেই বোঝা যাবে। কাল স্কটল্যান্ড ম্যাচ দিয়েই শুরু বাংলাদেশের বিশ্বকাপ অভিযান।

দলের সঙ্গে থাকা বিসিবির নির্বাচক হাবিবুল বাশার বললেন, ‘দুটি ম্যাচ জিততে পারলে ভালো হতো। সেটি হয়নি। এখন বুঝতে পারছি আমাদের কী করতে হবে, না হবে।’ হাবিবুল অবশ্য প্রস্তুতি ম্যাচে খেলোয়াড়দের পারফরম্যান্স নিয়ে বেশি ভাবছেন না, ‘বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে খেলোয়াড়দের ভালো ছন্দে পাওয়া। অনেক সময় ছন্দে থাকা খেলোয়াড় বিশ্বকাপে ছন্দ হারিয়ে ফেলেন। তখনই সমস্যা হয়। আশা করি, আমাদের ছেলেরা সবাই ছন্দে থাকবে। প্রথম রাউন্ডে খুব বিরতি থাকবে না। তারপর যদি মূল পর্বে যেতে পারি, তবে বিরতি পাওয়া যাবে। বিশ্বকাপে অনেক চাপ থাকবে।’

সুমন জানালেন, এখন পর্যন্ত দলের সব ঠিক আছে। আজকের অনুশীলনে গত কয়েক দিনের সবকিছু নিয়ে আলোচনা হবে। এই অনুশীলনে থাকতে পারেন সাকিব আল হাসান। গতকাল কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলের ফাইনাল খেলেই সড়কপথে মাসকাটে আসার কথা বাঁহাতি অলরাউন্ডারের। সড়কপথে দুবাই থেকে মাসকাটে আসতে সাধারণত চার-পাঁচ ঘণ্টা সময় লাগে। বিষয়টি নিশ্চিত করেছেন সুমন। বাণিজ্যিক ফ্লাইটে এলে জৈব সুরক্ষাবলয় রক্ষা করা কঠিন বলেই সাকিবের জন্য এই ব্যবস্থা। সে ক্ষেত্রে তাঁর কোয়ারেন্টিনও লাগছে না।

তবে এসেই সাকিব দলের অনুশীলনে যোগ দেবেন কি না, সেটি গতকাল হাবিবুলের পক্ষে বলা কঠিন ছিল। আজকের পত্রিকাকে বিসিবির নির্বাচক বললেন, ‘যেহেতু আমাদের অনুশীলন বিকেলে, ও থাকলেও থাকতে পারে। তবে মনে হয় অনুশীলন করবে না। যেহেতু সে খেলার মধ্যে আছে। সাকিবের এখন অনুশীলন খুব জরুরিও নয়।’

আরব আমিরাত পর্বের আইপিএলে দারুণ খেলা সাকিব যোগ দেওয়ায় নিশ্চিত নতুন করে উজ্জীবিত হবে বাংলাদেশ দল। কিছুটা সুখবর আছে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়েও। চোট-সতর্কতায় তিনি খেলতে পারেননি তিনটি প্রস্তুতি ম্যাচ। দলীয় সূত্র জানিয়েছে, ধীরে ধীরে সেরে উঠছেন অধিনায়ক। আজ অনুশীলনের পর তাঁর অবস্থা আরও ভালো বোঝা যাবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত