Ajker Patrika

ভারতকে সেমিফাইনালে যেতে যা করতে হবে

আপডেট : ০৪ নভেম্বর ২০২১, ১২: ৫৩
ভারতকে সেমিফাইনালে যেতে যা করতে হবে

বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে জয়ের দেখা পেয়েছে ভারত। আফগানিস্তানের বিপক্ষে ৬৬ রানের জয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রেখেছে বিরাট কোহলির দল। তবে সেমিফাইনাল নিশ্চিত করতে জিততে হবে বাকি দুটি ম্যাচ। শুধু জিতলে হবে না, তাকিয়ে থাকতে হবে আরও কিছু সমীকরণের দিকে। 

গ্রুপ-২ থেকে চার ম্যাচের চারটিতেই জিতে সেমিফাইনাল সবার আগে নিশ্চিত করেছে পাকিস্তান। এই গ্রুপ থেকে আরেকটি দল যাবে সেমিফাইনালে, যেখানে সম্ভাবনা আছে প্রথম দুই ম্যাচে হারা ভারতেরও। শেষ চারে যেতে হলে ভারতকে তাদের বাকি দুই ম্যাচ জিততে হবে বড় ব্যবধানে। সঙ্গে তাকিয়ে থাকতে হবে নিউজিল্যান্ডের ম্যাচের দিকেও। কারণ তাদেরও বাকি আছে দুটি ম্যাচ। 

সেই দুটি ম্যাচে যদি নিউজিল্যান্ডও জিতে যায়, তবে কপাল পুড়বে ভারতের। কারণ দুই দলেরই তিন ম্যাচ শেষে নিউজিল্যান্ডের পয়েন্ট যেখানে ৪, ভারতের ২। দুই দলই তাই দুটি ম্যাচ জিতলে নিউজিল্যান্ডের পয়েন্ট দাঁড়াবে ৮, ভারতের পয়েন্ট দাঁড়াবে ৬। তখন দুই ম্যাচ জিতলেও ভারতের আর সুযোগ থাকবে না। তবে যদি নিউজিল্যান্ড একটি ম্যাচে হারে, তবে ভারতের পয়েন্ট নিউজিল্যান্ডের সমান হবে। তখন আসবে রানরেটের হিসাব।

এদিকে গ্রুপের আরেক দল আফগানিস্তানের একটি ম্যাচ বাকি আছে। ওই ম্যাচে আফগানরা যদি নিউজিল্যান্ডকে কমপক্ষে ৯ রানে হারাতে পারে। আর নিউজিল্যান্ড তাদের আরেক ম্যাচে নামিবিয়াকে কমপক্ষে ৮৪ রানের কম ব্যবধানে হারায়, পাশাপাশি ভারত যদি তাদের বাকি দুটি ম্যাচে বড় ব্যবধানে প্রতিপক্ষকে হারাতে পারে, তবে শেষ চারে যেতে পারবে রোহিত শর্মা-লোকেশ রাহুলরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

কোটি টাকা ‘ভর্তুকি’র জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশ যা পেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত