দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে প্রাধান্য দেওয়ায় ফজল হক ফারুকি, মুজিব উর রহমান, নাভিন উল হক—আফগানিস্তানের তিন ক্রিকেটারকে শাস্তি দিয়েছিল দেশটির ক্রিকেট বোর্ড (এসিবি)। নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল তাদের। এবার নিষেধাজ্ঞার সিদ্ধান্ত থেকে সরে আসার পাশাপাশি বেশ কিছু শর্ত জুড়ে দিয়েছে এসিবি।
এসিবি গতকাল এক বিবৃতিতে ফারুকি, মুজিব, নাভিন—এই তিন ক্রিকেটারের শাস্তির সংশোধনের ব্যাপারে জানিয়েছে। সেখানে বলা হয়েছে, বোর্ডের কাছে তিন ক্রিকেটার নিঃশর্তভাবে গিয়েছিল। এরই পরিপ্রেক্ষিতে এক কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটি তদন্ত কমিটিতে বেশ কিছু সুপারিশ করেছে। পাশাপাশি তাদেরকে লিখিত সতর্কবার্তা পাঠানো, মাসিক ও ম্যাচ ফি থেকে নির্দিষ্ট পরিমাণ বেতন কাটার শাস্তির কথা বলা হয়েছে। একই সঙ্গে জাতীয় দলের খেলার কথা মাথায় রেখে সীমিত আকারে অনাপত্তিপত্র (এনওসি) দেওয়ার কথা বলা হয়েছে। কেন্দ্রীয় চুক্তিও দেওয়া হবে তাদের পারফরম্যান্স খুব সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করে। এসিবি চেয়ারম্যান মিরওয়াইজ আশরাফ বলেন, ‘দলের সাফল্যে তারা নিঃসন্দেহে অবদান রেখেছেন। আশা করি সামনে তারা এমন সমস্যা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে। তারা দেশকে সর্বোচ্চ পর্যায়ে প্রতিনিধিত্ব করবে এটাই আশা করছি।’
২০২৪-এর কেন্দ্রীয় চুক্তির আগেই ফারুকি, মুজিব, নাভিন এসিবির কেন্দ্রীয় চুক্তির বাইরে যেতে চেয়েছিলেন। এ কারণে তাদেরকে দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে দেওয়ার অনাপত্তিপত্র বাতিল করা হয়েছিল দুই বছরের জন্য। তৎকালীন এনওসিও কার হয়েছিল বাতিল। এ কারণে মেলবোর্ন রেনেগেডসের জার্সিতে বিগব্যাশও বেশিদিন খেলতে পারেননি মুজিব।
ফারুকি, মুজিব, নাভিনকে নিয়েই ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছিল আফগানিস্তান। ১১ জানুয়ারি মোহালিতে হবে ভারত-আফগানিস্তান প্রথম টি-টোয়েন্টি। এরপর ১৪ ও ১৭ জানুয়ারি ইন্দোর ও বেঙ্গালুরুতে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টিতে খেলবে এশিয়ার দুই দল। বিশ্বকাপের আগে ভারত, আফগানিস্তান—দুই দলের জন্যই এটা শেষ টি-টোয়েন্টি সিরিজ। ১ জুন শুরু হচ্ছে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে শুরু হচ্ছে নবম টি-টোয়েন্টি বিশ্বকাপ।
দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে প্রাধান্য দেওয়ায় ফজল হক ফারুকি, মুজিব উর রহমান, নাভিন উল হক—আফগানিস্তানের তিন ক্রিকেটারকে শাস্তি দিয়েছিল দেশটির ক্রিকেট বোর্ড (এসিবি)। নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল তাদের। এবার নিষেধাজ্ঞার সিদ্ধান্ত থেকে সরে আসার পাশাপাশি বেশ কিছু শর্ত জুড়ে দিয়েছে এসিবি।
এসিবি গতকাল এক বিবৃতিতে ফারুকি, মুজিব, নাভিন—এই তিন ক্রিকেটারের শাস্তির সংশোধনের ব্যাপারে জানিয়েছে। সেখানে বলা হয়েছে, বোর্ডের কাছে তিন ক্রিকেটার নিঃশর্তভাবে গিয়েছিল। এরই পরিপ্রেক্ষিতে এক কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটি তদন্ত কমিটিতে বেশ কিছু সুপারিশ করেছে। পাশাপাশি তাদেরকে লিখিত সতর্কবার্তা পাঠানো, মাসিক ও ম্যাচ ফি থেকে নির্দিষ্ট পরিমাণ বেতন কাটার শাস্তির কথা বলা হয়েছে। একই সঙ্গে জাতীয় দলের খেলার কথা মাথায় রেখে সীমিত আকারে অনাপত্তিপত্র (এনওসি) দেওয়ার কথা বলা হয়েছে। কেন্দ্রীয় চুক্তিও দেওয়া হবে তাদের পারফরম্যান্স খুব সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করে। এসিবি চেয়ারম্যান মিরওয়াইজ আশরাফ বলেন, ‘দলের সাফল্যে তারা নিঃসন্দেহে অবদান রেখেছেন। আশা করি সামনে তারা এমন সমস্যা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে। তারা দেশকে সর্বোচ্চ পর্যায়ে প্রতিনিধিত্ব করবে এটাই আশা করছি।’
২০২৪-এর কেন্দ্রীয় চুক্তির আগেই ফারুকি, মুজিব, নাভিন এসিবির কেন্দ্রীয় চুক্তির বাইরে যেতে চেয়েছিলেন। এ কারণে তাদেরকে দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে দেওয়ার অনাপত্তিপত্র বাতিল করা হয়েছিল দুই বছরের জন্য। তৎকালীন এনওসিও কার হয়েছিল বাতিল। এ কারণে মেলবোর্ন রেনেগেডসের জার্সিতে বিগব্যাশও বেশিদিন খেলতে পারেননি মুজিব।
ফারুকি, মুজিব, নাভিনকে নিয়েই ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছিল আফগানিস্তান। ১১ জানুয়ারি মোহালিতে হবে ভারত-আফগানিস্তান প্রথম টি-টোয়েন্টি। এরপর ১৪ ও ১৭ জানুয়ারি ইন্দোর ও বেঙ্গালুরুতে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টিতে খেলবে এশিয়ার দুই দল। বিশ্বকাপের আগে ভারত, আফগানিস্তান—দুই দলের জন্যই এটা শেষ টি-টোয়েন্টি সিরিজ। ১ জুন শুরু হচ্ছে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে শুরু হচ্ছে নবম টি-টোয়েন্টি বিশ্বকাপ।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) সাকিব আল হাসান ফিরলেন তিন বছর পর। কিন্তু দীর্ঘদিন পর ওয়েস্ট ইন্ডিজের এই ফ্র্যাঞ্চাইজি লিগে ফিরেও রাঙাতে পারলেন না তিনি। ব্যাটিং-বোলিং কোথাও তিনি পারফরম্যান্সের ছাপ রাখতে পারেননি। এমনকি বাংলাদেশের অলরাউন্ডার মেজাজও হারিয়েছেন তাঁর সিপিএলে ফেরার দিনে।
২৭ মিনিট আগেশেষ হতে চলেছে চলতি বছরে বিসিবির হাইপারফরম্যান্স (এইচপি) দলের ক্যাম্প। ক্যাম্প ঠিকঠাক আয়োজনে যথেষ্ট ব্যয় ও সুযোগ-সুবিধা দেওয়ার ক্ষেত্রে বিসিবির কৃপণতা নেই। কিন্তু দীর্ঘ ক্যাম্প শেষে লক্ষ্য কতটা পূরণ হলো এইচপির, সে প্রশ্ন এসে যাচ্ছে।
১ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৭ মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। তাই আরও একটি অনূর্ধ্ব-১৭ মেয়েদের সাফ খেলতে যাওয়ার আগে শিরোপা ধরে রাখার কথাই বললেন বাংলাদেশ দলের অধিনায়ক অর্পিতা বিশ্বাস। ঢাকায় আজ সংবাদ সম্মেলনে অর্পিতা বললেন, ‘আপনাদের আমরা একটি ভালো টুর্নামেন্ট উপহার দিতে চাই।
১২ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বিপিএলের ফ্র্যাঞ্চাইজি চিটাগং কিংসের মধ্যে দীর্ঘদিনের টানাপোড়েন এখন চরমে। সমঝোতার সব দরজা বন্ধ হয়ে যাওয়ায় বিসিবি ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে চুক্তি বাতিল করেছে। চিটাগং কিংসের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান এস. কিউ. স্পোর্টস এন্টারপ্রাইজ লিমিটেডের কাছে বিসিবির পাওনা ৩৭ লাখ ৮২
১৪ ঘণ্টা আগে