চোটে পড়ায় ক্রিকেট থেকে অনেক দিন বাইরে ছিলেন জসপ্রীত বুমরা। ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) চলছিল তাঁর পুনর্বাসনের প্রক্রিয়া। অবশেষে প্রায় এক বছর পর গতকাল ফিরেছেন আন্তর্জাতিক ক্রিকেটে। ফেরার ম্যাচেই হয়েছেন ম্যাচ-সেরা।
ডাবলিনের ম্যালাহাইডে গতকাল হয়েছে আয়ারল্যান্ড-ভারত সিরিজের প্রথম টি-টোয়েন্টি। টস হেরে প্রথমে ব্যাটিং পায় আয়ারল্যান্ড। ইনিংসের প্রথম ওভার করেছেন বুমরা। প্রথম বলেই ভারতীয় বোলারকে চার মেরেছেন অ্যান্ডি বলবার্নি। এর পরের বলেই আইরিশ ব্যাটারকে বোল্ড করেছেন বুমরা। একই ওভারের পঞ্চম বলে তুলে নিয়েছেন লরকান টাকারের উইকেট। প্রথম ওভারে বুমরা দিয়েছেন ৪ রান। এই ম্যাচে ৪ ওভার বোলিং করে ২৪ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন তিনি। এরপর বৃষ্টি আইনে ভারত ২ রানে জিতেছে এই ম্যাচ। ম্যান অব দ্য ম্যাচ হওয়া বুমরা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বলেন, ‘বেশ ভালো লাগছে। এনসিএতে (ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি) অনেক অনুশীলন করেছি। অনেক প্রাকটিস ম্যাচ খেলেছি। মনেই হয়নি যে অনেক দিন খেলার বাইরে ছিলাম অথবা নতুন কিছু করছি।’
হায়দরাবাদে গত বছরের ২৫ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন বুমরা। এই ম্যাচই ছিল আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর শেষ ম্যাচ। প্রায় ১১ মাস পর গতকাল বুমরা ফিরেছেন নেতৃত্বের মতো বড় দায়িত্ব নিয়ে। অধিনায়কত্ব করা চাপের ছিল কি না—এ প্রসঙ্গে ভারতীয় এই ব্যাটার বলেন, ‘আসলে না (চাপ ছিল কি না)। সত্যি বলতে, যখন আপনি জাতীয় দলকে নেতৃত্ব দেবেন, তখন জাতীয় দলের কথা বেশি ভাবতে হয়। নিজের পারফরম্যান্সের কথা শুধু ভাবলে চলে না।’
চোটে পড়ায় ক্রিকেট থেকে অনেক দিন বাইরে ছিলেন জসপ্রীত বুমরা। ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) চলছিল তাঁর পুনর্বাসনের প্রক্রিয়া। অবশেষে প্রায় এক বছর পর গতকাল ফিরেছেন আন্তর্জাতিক ক্রিকেটে। ফেরার ম্যাচেই হয়েছেন ম্যাচ-সেরা।
ডাবলিনের ম্যালাহাইডে গতকাল হয়েছে আয়ারল্যান্ড-ভারত সিরিজের প্রথম টি-টোয়েন্টি। টস হেরে প্রথমে ব্যাটিং পায় আয়ারল্যান্ড। ইনিংসের প্রথম ওভার করেছেন বুমরা। প্রথম বলেই ভারতীয় বোলারকে চার মেরেছেন অ্যান্ডি বলবার্নি। এর পরের বলেই আইরিশ ব্যাটারকে বোল্ড করেছেন বুমরা। একই ওভারের পঞ্চম বলে তুলে নিয়েছেন লরকান টাকারের উইকেট। প্রথম ওভারে বুমরা দিয়েছেন ৪ রান। এই ম্যাচে ৪ ওভার বোলিং করে ২৪ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন তিনি। এরপর বৃষ্টি আইনে ভারত ২ রানে জিতেছে এই ম্যাচ। ম্যান অব দ্য ম্যাচ হওয়া বুমরা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বলেন, ‘বেশ ভালো লাগছে। এনসিএতে (ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি) অনেক অনুশীলন করেছি। অনেক প্রাকটিস ম্যাচ খেলেছি। মনেই হয়নি যে অনেক দিন খেলার বাইরে ছিলাম অথবা নতুন কিছু করছি।’
হায়দরাবাদে গত বছরের ২৫ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন বুমরা। এই ম্যাচই ছিল আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর শেষ ম্যাচ। প্রায় ১১ মাস পর গতকাল বুমরা ফিরেছেন নেতৃত্বের মতো বড় দায়িত্ব নিয়ে। অধিনায়কত্ব করা চাপের ছিল কি না—এ প্রসঙ্গে ভারতীয় এই ব্যাটার বলেন, ‘আসলে না (চাপ ছিল কি না)। সত্যি বলতে, যখন আপনি জাতীয় দলকে নেতৃত্ব দেবেন, তখন জাতীয় দলের কথা বেশি ভাবতে হয়। নিজের পারফরম্যান্সের কথা শুধু ভাবলে চলে না।’
আর্সেনালের চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে ওঠার ঘটনা মাত্র দুই সপ্তাহ পুরোনো। রিয়াল মাদ্রিদের বিপক্ষে দুই লেগ মিলিয়ে ৫-১ গোলে জিতে গানার্সরা ওঠে শেষ চারে। তবে ১৬ বছর পর সেমিতে উঠে শুরুতেই ধাক্কা খেল আর্সেনাল।
৩৬ মিনিট আগেকাশ্মীরের পেহেলগামে নৃশংস হামলায় ২৬ পর্যটক নিহত হয়েছেন। ভারত দাবি করেছে, এর পেছনে পাকিস্তানের সম্পৃক্ততা রয়েছে। এ ইস্যুতে দুই দলের মধ্যে বিরাজ করছে উত্তেজনা। ভারত সরকার তাদের দেশে পাকিস্তানের বিভিন্ন নিউজ সাইট, ইউটিউব চ্যানেল ব্লক কেরে দিয়েছে। ক্রিকেটাররাও জড়িয়ে গেছেন বাগ্যুদ্ধে। শোয়েব আখতারের ইউটি
১৩ ঘণ্টা আগেসাত বছর চলছে সাদমান ইসলামের আন্তর্জাতিক ক্যারিয়ারের। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন দেখা পেয়েছেন নিজের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি, সঙ্গে পূর্ণ করলেন ১০০০ রান। বাংলাদেশের ১৮ তম ক্রিকেটার হিসেবে ১ হাজার রান সাদমানের।
১৪ ঘণ্টা আগে