নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ভারত-পাকিস্তান সামরিক সংঘাতের প্রভাব পড়েছে ক্রিকেটেও। আইপিএল, পিএসএল বাধ্য হয়ে স্থগিত করা হয়েছে। অবশেষে দুই দেশের দুই ফ্র্যাঞ্চাইজি লিগ পুনরায় মাঠে গড়াতে যাচ্ছে। এর ফলে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ পিছিয়ে যেতে পারে।
১৭ মে থেকে পুনরায় শুরু হবে পিএসএল। টুর্নামেন্টের ফাইনাল হবে ২৫ মে। আর বাংলাদেশ-পাকিস্তান পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হওয়ার কথা ছিল ২৫ মে। পিএসএল, বাংলাদেশ-পাকিস্তান সিরিজ তাতে সাংঘর্ষিক হয়েছে। সূত্রে জানা গেছে, সিরিজের পাঁচ টি-টোয়েন্টি বাংলাদেশ-পাকিস্তান খেলতে পারে ২৭ মে থেকে ৫ জুন পর্যন্ত। ২৭ মে, ২৯ মে ও ১ জুন সিরিজের প্রথম টি-টোয়েন্টির ভেন্যু ফয়সালাবাদ। আর শেষ দুই টি-টোয়েন্টি ৩ ও ৫ জুন হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।
যুদ্ধ পরবর্তী পরিস্থিতিতে যদিও পাকিস্তান সফরের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ। এ পরিস্থিতিতে সিরিজ খেলতে পাকিস্তানে যেতে বাংলাদেশকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে নিতে হবে অনুমতি। বিসিবি অনুমতির বাইরে গিয়ে পাকিস্তান সফর করবে না বলেই জানা গেছে। পাকিস্তান আনুষ্ঠানিকভাবে পরিবর্তিত সূচি দিয়ে বিসিবিকে সিরিজ খেলতে আমন্ত্রণ জানাতে পারে। তবে বিসিবি সূত্রে জানা গেছে, বাংলাদেশ দল আগামীকাল সকাল ১০টা ও সন্ধ্যা ৭টার ফ্লাইটে আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাবে। ক্রিকেটার-কোচিং স্টাফসহ পুরো বহরের জন্য বিমানের টিকিট কাটা হয়েছে এভাবেই। আরব আমিরাত সিরিজ শেষে দল দেশে ফিরবে ২০ মে। সূচি অনুযায়ী, ১৭ ও ১৯ মে দুটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ-আমিরাত।
টানা কদিন পাল্টাপাল্টি সংঘর্ষের পর এ সপ্তাহের শনিবার সামাজিক মাধ্যমে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, দুই দেশ (ভারত-পাকিস্তান) যুদ্ধবিরতিতে রাজি। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) গত রাতে স্থগিত আইপিএলের নতুন সূচি প্রকাশ করেছে। ১৭ মে থেকে ৩ জুন পর্যন্ত হবে টুর্নামেন্টের বাকি ১৭ ম্যাচ।
আরও পড়ুন:
ভারত-পাকিস্তান সামরিক সংঘাতের প্রভাব পড়েছে ক্রিকেটেও। আইপিএল, পিএসএল বাধ্য হয়ে স্থগিত করা হয়েছে। অবশেষে দুই দেশের দুই ফ্র্যাঞ্চাইজি লিগ পুনরায় মাঠে গড়াতে যাচ্ছে। এর ফলে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ পিছিয়ে যেতে পারে।
১৭ মে থেকে পুনরায় শুরু হবে পিএসএল। টুর্নামেন্টের ফাইনাল হবে ২৫ মে। আর বাংলাদেশ-পাকিস্তান পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হওয়ার কথা ছিল ২৫ মে। পিএসএল, বাংলাদেশ-পাকিস্তান সিরিজ তাতে সাংঘর্ষিক হয়েছে। সূত্রে জানা গেছে, সিরিজের পাঁচ টি-টোয়েন্টি বাংলাদেশ-পাকিস্তান খেলতে পারে ২৭ মে থেকে ৫ জুন পর্যন্ত। ২৭ মে, ২৯ মে ও ১ জুন সিরিজের প্রথম টি-টোয়েন্টির ভেন্যু ফয়সালাবাদ। আর শেষ দুই টি-টোয়েন্টি ৩ ও ৫ জুন হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।
যুদ্ধ পরবর্তী পরিস্থিতিতে যদিও পাকিস্তান সফরের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ। এ পরিস্থিতিতে সিরিজ খেলতে পাকিস্তানে যেতে বাংলাদেশকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে নিতে হবে অনুমতি। বিসিবি অনুমতির বাইরে গিয়ে পাকিস্তান সফর করবে না বলেই জানা গেছে। পাকিস্তান আনুষ্ঠানিকভাবে পরিবর্তিত সূচি দিয়ে বিসিবিকে সিরিজ খেলতে আমন্ত্রণ জানাতে পারে। তবে বিসিবি সূত্রে জানা গেছে, বাংলাদেশ দল আগামীকাল সকাল ১০টা ও সন্ধ্যা ৭টার ফ্লাইটে আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাবে। ক্রিকেটার-কোচিং স্টাফসহ পুরো বহরের জন্য বিমানের টিকিট কাটা হয়েছে এভাবেই। আরব আমিরাত সিরিজ শেষে দল দেশে ফিরবে ২০ মে। সূচি অনুযায়ী, ১৭ ও ১৯ মে দুটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ-আমিরাত।
টানা কদিন পাল্টাপাল্টি সংঘর্ষের পর এ সপ্তাহের শনিবার সামাজিক মাধ্যমে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, দুই দেশ (ভারত-পাকিস্তান) যুদ্ধবিরতিতে রাজি। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) গত রাতে স্থগিত আইপিএলের নতুন সূচি প্রকাশ করেছে। ১৭ মে থেকে ৩ জুন পর্যন্ত হবে টুর্নামেন্টের বাকি ১৭ ম্যাচ।
আরও পড়ুন:
বিদেশি কোচ নিয়ে কোনো দল কখনো ফিফা বিশ্বকাপ জিততে পারেনি। এই তথ্যটা ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) নিশ্চয়ই অজানা নয়। অপ্রিয় এই সত্যটা জানার পরও ব্রাজিল কেন কার্লো আনচেলত্তিকে নিয়ে দিল—এ এক বড় প্রশ্ন।
১ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়া দল ঘোষণার কিছুক্ষণ পর দক্ষিণ আফ্রিকার দলও এসে গেল। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অজিদের রুখতে কঠিন দল দিয়েছে প্রোটিয়ারাও। একসঙ্গে তারকা পেসারদের চোটের কারণে ভুগছিল দলটি। তবে এবার তাঁদের পাচ্ছে দলটি। আগামী ১১ জুন লর্ডসে শুরু হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল।
২ ঘণ্টা আগেকদিন পর পরই পাকিস্তান দলের কোচ নিয়োগ। এবার সাদা বলের জন্য নতুন কোচ ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ওয়ানডে ও টি-টোয়েন্টি সংস্করণে বাবর-রিজওয়ানদের নতুন প্রধান কোচ মাইক হেসন। বর্তমানে পিএসএলে ইসলামাবাদ ইউনাইটেডের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন এই কিউই কোচ। আগামী ২৬ মে থেকে পাকিস্তান দলের
৩ ঘণ্টা আগেবিপদের সময়ই জ্বলে ওঠেন মেহেদী হাসান মিরাজ। খাদের কিনারা থেকে দলকে টেনে তোলেন বলে হয়ে উঠেছেন বাংলাদেশের ‘ক্রাইসিসম্যান’। বাংলাদেশের তারকা অলরাউন্ডারের লক্ষ্য এখন আরও ওপরে যাওয়া।
৩ ঘণ্টা আগে