নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ভারত-পাকিস্তান সামরিক সংঘাতের প্রভাব পড়েছে ক্রিকেটেও। আইপিএল, পিএসএল বাধ্য হয়ে স্থগিত করা হয়েছে। অবশেষে দুই দেশের দুই ফ্র্যাঞ্চাইজি লিগ পুনরায় মাঠে গড়াতে যাচ্ছে। এর ফলে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ পিছিয়ে যেতে পারে।
১৭ মে থেকে পুনরায় শুরু হবে পিএসএল। টুর্নামেন্টের ফাইনাল হবে ২৫ মে। আর বাংলাদেশ-পাকিস্তান পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হওয়ার কথা ছিল ২৫ মে। পিএসএল, বাংলাদেশ-পাকিস্তান সিরিজ তাতে সাংঘর্ষিক হয়েছে। সূত্রে জানা গেছে, সিরিজের পাঁচ টি-টোয়েন্টি বাংলাদেশ-পাকিস্তান খেলতে পারে ২৭ মে থেকে ৫ জুন পর্যন্ত। ২৭ মে, ২৯ মে ও ১ জুন সিরিজের প্রথম টি-টোয়েন্টির ভেন্যু ফয়সালাবাদ। আর শেষ দুই টি-টোয়েন্টি ৩ ও ৫ জুন হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।
যুদ্ধ পরবর্তী পরিস্থিতিতে যদিও পাকিস্তান সফরের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ। এ পরিস্থিতিতে সিরিজ খেলতে পাকিস্তানে যেতে বাংলাদেশকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে নিতে হবে অনুমতি। বিসিবি অনুমতির বাইরে গিয়ে পাকিস্তান সফর করবে না বলেই জানা গেছে। পাকিস্তান আনুষ্ঠানিকভাবে পরিবর্তিত সূচি দিয়ে বিসিবিকে সিরিজ খেলতে আমন্ত্রণ জানাতে পারে। তবে বিসিবি সূত্রে জানা গেছে, বাংলাদেশ দল আগামীকাল সকাল ১০টা ও সন্ধ্যা ৭টার ফ্লাইটে আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাবে। ক্রিকেটার-কোচিং স্টাফসহ পুরো বহরের জন্য বিমানের টিকিট কাটা হয়েছে এভাবেই। আরব আমিরাত সিরিজ শেষে দল দেশে ফিরবে ২০ মে। সূচি অনুযায়ী, ১৭ ও ১৯ মে দুটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ-আমিরাত।
টানা কদিন পাল্টাপাল্টি সংঘর্ষের পর এ সপ্তাহের শনিবার সামাজিক মাধ্যমে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, দুই দেশ (ভারত-পাকিস্তান) যুদ্ধবিরতিতে রাজি। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) গত রাতে স্থগিত আইপিএলের নতুন সূচি প্রকাশ করেছে। ১৭ মে থেকে ৩ জুন পর্যন্ত হবে টুর্নামেন্টের বাকি ১৭ ম্যাচ।
আরও পড়ুন:
ভারত-পাকিস্তান সামরিক সংঘাতের প্রভাব পড়েছে ক্রিকেটেও। আইপিএল, পিএসএল বাধ্য হয়ে স্থগিত করা হয়েছে। অবশেষে দুই দেশের দুই ফ্র্যাঞ্চাইজি লিগ পুনরায় মাঠে গড়াতে যাচ্ছে। এর ফলে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ পিছিয়ে যেতে পারে।
১৭ মে থেকে পুনরায় শুরু হবে পিএসএল। টুর্নামেন্টের ফাইনাল হবে ২৫ মে। আর বাংলাদেশ-পাকিস্তান পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হওয়ার কথা ছিল ২৫ মে। পিএসএল, বাংলাদেশ-পাকিস্তান সিরিজ তাতে সাংঘর্ষিক হয়েছে। সূত্রে জানা গেছে, সিরিজের পাঁচ টি-টোয়েন্টি বাংলাদেশ-পাকিস্তান খেলতে পারে ২৭ মে থেকে ৫ জুন পর্যন্ত। ২৭ মে, ২৯ মে ও ১ জুন সিরিজের প্রথম টি-টোয়েন্টির ভেন্যু ফয়সালাবাদ। আর শেষ দুই টি-টোয়েন্টি ৩ ও ৫ জুন হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।
যুদ্ধ পরবর্তী পরিস্থিতিতে যদিও পাকিস্তান সফরের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ। এ পরিস্থিতিতে সিরিজ খেলতে পাকিস্তানে যেতে বাংলাদেশকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে নিতে হবে অনুমতি। বিসিবি অনুমতির বাইরে গিয়ে পাকিস্তান সফর করবে না বলেই জানা গেছে। পাকিস্তান আনুষ্ঠানিকভাবে পরিবর্তিত সূচি দিয়ে বিসিবিকে সিরিজ খেলতে আমন্ত্রণ জানাতে পারে। তবে বিসিবি সূত্রে জানা গেছে, বাংলাদেশ দল আগামীকাল সকাল ১০টা ও সন্ধ্যা ৭টার ফ্লাইটে আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাবে। ক্রিকেটার-কোচিং স্টাফসহ পুরো বহরের জন্য বিমানের টিকিট কাটা হয়েছে এভাবেই। আরব আমিরাত সিরিজ শেষে দল দেশে ফিরবে ২০ মে। সূচি অনুযায়ী, ১৭ ও ১৯ মে দুটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ-আমিরাত।
টানা কদিন পাল্টাপাল্টি সংঘর্ষের পর এ সপ্তাহের শনিবার সামাজিক মাধ্যমে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, দুই দেশ (ভারত-পাকিস্তান) যুদ্ধবিরতিতে রাজি। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) গত রাতে স্থগিত আইপিএলের নতুন সূচি প্রকাশ করেছে। ১৭ মে থেকে ৩ জুন পর্যন্ত হবে টুর্নামেন্টের বাকি ১৭ ম্যাচ।
আরও পড়ুন:
খেলোয়াড়দের যেন ঝামেলার শেষ নেই। বাজে পারফরম্যান্সে তো সমালোচনার ঝড় ওঠেই। এমনকি মাঠের পারফরম্যান্সের বাইরে বিভিন্ন রকম অভিযোগ শোনা যায়। যেখানে আইপিএল খেলা এক ক্রিকেটারের বিরুদ্ধে ভয়ংকর অভিযোগ করেছেন এক নারী।
২৮ মিনিট আগেসুযোগ-সুবিধা নিয়ে ঘাটতির কথা মিয়ানমারে যাওয়ার আগেও শুনিয়েছিলেন, নারী দলের কোচ পিটার বাটলার। প্রস্তুতির ঘাটতির কথা স্বীকার করে নিলেন অকপটে। কথায় অবশ্য রয়েছে আত্মবিশ্বাসের ছাপ। দেখছেন বড় স্বপ্ন।
৪২ মিনিট আগেচাপ বলে কোনো শব্দ যেন শিমরন হেটমায়ারের ডিকশনারিতে নেই। বরং বেশি চাপ থাকলেই তিনি সেটা উপভোগ করেন। যুক্তরাষ্ট্রে টানা দুই দিন সিয়াটল অরকাসকে রুদ্ধশ্বাস দুটি ম্যাচ জেতালেন হেটমায়ার। তাঁর ঝোড়ো ব্যাটিংয়ে মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) রেকর্ড বইয়ে নাম উঠে গেছে সিয়াটলের।
১ ঘণ্টা আগেবুলাওয়েতে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে রানের পাহাড় গড়েছে দক্ষিণ আফ্রিকা। জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিং নিয়ে ৯০ ওভারে ৯ উইকেটে ৪১৮ রানে প্রথম দিনের খেলা শেষ করেছে প্রোটিয়ারা। দুই প্রোটিয়া ব্যাটার লুহান ড্রে প্রিটোরিয়াস (১৫৩), করবিন বশ (১০০*) সেঞ্চুরি করেছেন।
২ ঘণ্টা আগে