ক্রিকেটের অসংখ্য রেকর্ড এরই মধ্যে নিজের নামে করে নিয়েছেন বিরাট কোহলি। মাঠে নামলেই তো গড়ে ফেলেন একের পর এক রেকর্ড। ২২ গজে এরই মধ্যে কাটিয়ে দিয়েছেন ১৫ বছর। অন্যদিকে সদ্য আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করা রিংকু দ্রুতই কোহলিকে বেশ পেছনে ফেলেছেন।
ডাবলিনের মালাহাইডে এ বছরের ১৮ আগস্ট আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় রিংকুর। ভারতের জার্সিতে প্রথম ম্যাচে তাঁর ব্যাটিংয়ে নামার প্রয়োজন পড়েনি। এরপর ২০ আগস্ট আইরিশদের বিপক্ষে ২১ বলে ৩৮ রান করে রিংকু হয়েছেন ম্যাচসেরা। তারপর থেকে ভারতীয় বাঁহাতি ব্যাটারের উইকেট নেওয়া যেন বোলারদের জন্য সবচেয়ে কঠিন কাজ। হাংঝুর এশিয়ান গেমস থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ-তিন ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে সব ম্যাচেই অপরাজিত থেকেছেন রিংকু। যার মধ্যে গতকাল তিরুবনন্তপুরমে অজিদের বিপক্ষে ৯ বলে ৪ চার ও ২ ছক্কায় ৩১ রানের অপরাজিত ইনিংস খেলেন। ১২৮ গড় নিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ব্যাটিং গড় এখন রিংকুর। ১১৭ গড় নিয়ে দ্বিতীয় স্থানে আছেন ইসরায়েলের গ্যাব্রিয়েল স্কাকাট। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০ বা তার বেশি ব্যাটিং গড় এই দুই ব্যাটারেরই। আর কোহলির ব্যাটিং গড় রিংকুর অর্ধেকেরও কম। ৫২.৭৩ গড় নিয়ে ভারতীয় ব্যাটারদের মধ্যে তিনে আছেন কোহলি।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কোহলি অবশ্য নেই গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে। ১১৫ ম্যাচ খেলে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৪০০৮ রান করে এই সংস্করণে সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। ৩৭ ফিফটির পাশাপাশি এক সেঞ্চুরি করেছেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৩৮টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলে এই তালিকায় শীর্ষে রয়েছেন কোহলি।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ গড়ের শীর্ষ পাঁচ ব্যাটার:
রিংকু সিং (ভারত) : ১২৮.০০
গ্যাব্রিয়েল স্কাকাট (ইসরায়েল) : ১১৭.০০
মোহাম্মদ আওয়াইজ (গ্রিস) : ৮২.০০
শেখ রাসিক (হাঙ্গেরি) : ৭৮.০০
মা’আরা আভে (কুক আইল্যান্ড) : ৭২.৫০
ভারতীয় ব্যাটারদের মধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ পাঁচ গড়:
রিংকু সিং: ১২৮.০০
দীপক চাহার: ৫৩.০০
বিরাট কোহলি: ৫২.৭৩
সূর্যকুমার যাদব: ৪৬.১৯
মনীশ পান্ডে: ৪৪.৩১
ক্রিকেটের অসংখ্য রেকর্ড এরই মধ্যে নিজের নামে করে নিয়েছেন বিরাট কোহলি। মাঠে নামলেই তো গড়ে ফেলেন একের পর এক রেকর্ড। ২২ গজে এরই মধ্যে কাটিয়ে দিয়েছেন ১৫ বছর। অন্যদিকে সদ্য আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করা রিংকু দ্রুতই কোহলিকে বেশ পেছনে ফেলেছেন।
ডাবলিনের মালাহাইডে এ বছরের ১৮ আগস্ট আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় রিংকুর। ভারতের জার্সিতে প্রথম ম্যাচে তাঁর ব্যাটিংয়ে নামার প্রয়োজন পড়েনি। এরপর ২০ আগস্ট আইরিশদের বিপক্ষে ২১ বলে ৩৮ রান করে রিংকু হয়েছেন ম্যাচসেরা। তারপর থেকে ভারতীয় বাঁহাতি ব্যাটারের উইকেট নেওয়া যেন বোলারদের জন্য সবচেয়ে কঠিন কাজ। হাংঝুর এশিয়ান গেমস থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ-তিন ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে সব ম্যাচেই অপরাজিত থেকেছেন রিংকু। যার মধ্যে গতকাল তিরুবনন্তপুরমে অজিদের বিপক্ষে ৯ বলে ৪ চার ও ২ ছক্কায় ৩১ রানের অপরাজিত ইনিংস খেলেন। ১২৮ গড় নিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ব্যাটিং গড় এখন রিংকুর। ১১৭ গড় নিয়ে দ্বিতীয় স্থানে আছেন ইসরায়েলের গ্যাব্রিয়েল স্কাকাট। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০ বা তার বেশি ব্যাটিং গড় এই দুই ব্যাটারেরই। আর কোহলির ব্যাটিং গড় রিংকুর অর্ধেকেরও কম। ৫২.৭৩ গড় নিয়ে ভারতীয় ব্যাটারদের মধ্যে তিনে আছেন কোহলি।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কোহলি অবশ্য নেই গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে। ১১৫ ম্যাচ খেলে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৪০০৮ রান করে এই সংস্করণে সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। ৩৭ ফিফটির পাশাপাশি এক সেঞ্চুরি করেছেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৩৮টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলে এই তালিকায় শীর্ষে রয়েছেন কোহলি।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ গড়ের শীর্ষ পাঁচ ব্যাটার:
রিংকু সিং (ভারত) : ১২৮.০০
গ্যাব্রিয়েল স্কাকাট (ইসরায়েল) : ১১৭.০০
মোহাম্মদ আওয়াইজ (গ্রিস) : ৮২.০০
শেখ রাসিক (হাঙ্গেরি) : ৭৮.০০
মা’আরা আভে (কুক আইল্যান্ড) : ৭২.৫০
ভারতীয় ব্যাটারদের মধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ পাঁচ গড়:
রিংকু সিং: ১২৮.০০
দীপক চাহার: ৫৩.০০
বিরাট কোহলি: ৫২.৭৩
সূর্যকুমার যাদব: ৪৬.১৯
মনীশ পান্ডে: ৪৪.৩১
ব্রাজিলের কোচ হিসেবে কাজ কার্লো আনচেলত্তির এখনো শুরু হয়নি। তবে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) গত রাতে আনুষ্ঠানিকভাবে নিয়োগের কথা জানিয়েছে। ইতালিয়ান কোচের সঙ্গে সিবিএফের চুক্তিটা ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত।
১২ মিনিট আগেশন টেইট এলেন, আন্দ্রে অ্যাডামস গেলেন। বাংলাদেশের পেস বোলিং কোচের পরিবর্তনটা হয়েছে এভাবেই। যে অ্যাডামস বিদায় নিয়েছেন, তাঁকে নিয়ে আজ সামাজিক মাধ্যমে আবেগি বার্তা দিয়েছেন নাফিস ইকবাল খান।
১ ঘণ্টা আগেক্রিকেটে আজ সেলিব্রিটি ক্রিকেটের ফাইনাল হবে। বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে ম্যাচটি। ফুটবলে লা লিগায় দুই ম্যাচ রয়েছে। এক নজরে দেখে নিন টিভিতে আজ কী কী খেলা রয়েছে।
১ ঘণ্টা আগেসময়টা এখন ভালোই যাচ্ছে সমিত সোমের। কানাডা প্রিমিয়ার লিগে সপ্তাহের সেরা ফুটবলারের তালিকায় গত সপ্তাহে জায়গা পেয়েছিলেন সমিত। বাংলাদেশি এই ফুটবলার আবারও কানাডায় সেরাদের তালিকায় জায়গা করে নিয়েছেন।
২ ঘণ্টা আগে