Ajker Patrika

ইয়াসিরের ক্যারিয়ারসেরা সেঞ্চুরিতে ধানমন্ডির রানের পাহাড়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
লিস্ট ‘এ’ ক্যারিয়ারের সেরা ১৪৩ রানের ইনিংস খেলেছেন ইয়াসির আলী চৌধুরী রাব্বি। ছবি: সৌজন্য ছবি
লিস্ট ‘এ’ ক্যারিয়ারের সেরা ১৪৩ রানের ইনিংস খেলেছেন ইয়াসির আলী চৌধুরী রাব্বি। ছবি: সৌজন্য ছবি

বিকেএসপির তিন নম্বর মাঠে আজ ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দ্বিতীয় রাউন্ডে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে ব্যাটিংয়ে ধানমন্ডি স্পোর্টস ক্লাব শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে। ২৫ ওভারে ১০৭ রান তুলতেই ধানমন্ডি হারায় ৪ উইকেট।

ধানমন্ডির ব্যাটিং বিপর্যয়ে চারে নামা ইয়াসির আলী চৌধুরী রাব্বি ৫৪ বলে ৩০ রানে ব্যাটিং করছিলেন। এমন অবস্থায় ১৪৩ রানের ইনিংস খেলেন তিনি। যা তাঁর লিস্ট ‘এ’ ক্যারিয়ারের সেরা ইনিংস। ইয়াসিরের দুর্দান্ত ইনিংসের সুবাদে ধানমন্ডি করেছে ৭ উইকেটে ৩৩২ রান।

১০৭ রানে ৪ উইকেট হারানোর পর ধানমন্ডি স্পোর্টস ক্লাবের হাল ধরেন ইয়াসির ও মঈন খান। পঞ্চম উইকেটে তাঁরা (ইয়াসির-মঈন) গড়েন ১৪৬ রানের জুটি। ব্যাটিং বিপর্যয় সামলে ১৮.৪ ওভারের এই জুটিতে ধানমন্ডি পায় বড় স্কোরের ভিত। ১২১ বলে ৭ ছক্কা ও ৭ চারে ১৪৩ রানের ঝকঝকে ইনিংস খেলেন ইয়াসির। ইনিংসের শেষ বল পর্যন্ত অপরাজিত থাকেন তিনি। ২৮ বছর বয়সী এই ব্যাটার শরীফুল ইসলাম, তানভীর ইসলাম, রেজাউর রহমান রাজাদের ওপর তাণ্ডব চালিয়েছেন।

রাব্বির পর ধানমন্ডি স্পোর্টস ক্লাবের দ্বিতীয় সর্বোচ্চ ৬২ রান করেন মঈন। ৬৩ বলের ইনিংসে ৫ চার ও ২ ছক্কা মারেন। শেষদিকে জিয়াউর রহমান ১৮ বলে ৪০ রানের ঝোড়ো ইনিংস খেলেন। তাতেই ধানমন্ডি করে ৩৩২ রানের পাহাড়। লিজেন্ডস অব রূপগঞ্জের তানভীর ৫০ রানে নিয়েছেন ৩ উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে লিজেন্ডস অব রূপগঞ্জ ২৬ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে। ওপেনার সৌম্য সরকার (০), মাহমুদুল হাসান জয় (২) ও তানজিদ হাসান তামিম (১৭ বলে ৯) দ্রুত ড্রেসিংরুমে ফিরেছেন। তবে আফিফ হোসেন ধ্রুব ও সাইফ হাসান ইনিংস মেরামতের চেষ্টা করছেন। ১৯ ওভারে ৩ উইকেট হারিয়ে দলটি ১০০ রান সংগ্রহ করেছে।

বিকেএসপির আরেক মাঠে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছেন আল আমিন হোসেন। লিস্ট ‘এ’ ক্যারিয়ারে সপ্তমবারের মতো পাঁচ উইকেট নিয়েছেন তিনি। তার এই দুর্দান্ত পারফরম্যান্সে শাইনপুকুরের ইনিংস থেমেছে ২৮৮ রানে।

শাইনপুকুরের হয়ে রহিম আহমেদ ৯৬ বলে ৮৫ রানের ইনিংস খেলেন। অধিনায়ক রায়ান রাফসান ৪৭ ও অনিক সরকার ৪০ রান করেন। তবে আল আমিনের বিধ্বংসী বোলিংয়ে স্কোরটা আশানুরূপ হয়নি শাইনপুকুরের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

১০০ টাকা বেড়েছে বাংলাদেশ-ভারত ম্যাচের টিকিটের দাম

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
৫০০ টাকায় পাওয়া যাবে বাংলাদেশ-ভারত ম্যাচের টিকিট। ফাইল ছবি
৫০০ টাকায় পাওয়া যাবে বাংলাদেশ-ভারত ম্যাচের টিকিট। ফাইল ছবি

নিয়মরক্ষার ম্যাচ হলেও প্রতিপক্ষ ভারত বলে কথা। যেখানে ভক্তদের মধ্যে কাজ আলাদা রোমাঞ্চ ও উন্মাদনা। এর সুবিধা নিয়ে তাই টিকিটের দাম ১০০ টাকা বাড়িয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সাধারাণ গ্যালারির টিকিট পাওয়া যাবে ৫০০ টাকায়। বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের কম্পিটিশন কমিটির সদস্য তাজওয়ার আউয়াল।

এশিয়ান কাপ বাছাইয়ে ঘরের মাঠে গত জুনে সিঙ্গাপুর ও অক্টোবরে হংকংয়ের বিপক্ষে খেলেছে বাংলাদেশ। ম্যাচ দুটির সাধারণ গ্যালারির টিকিটের মূল্য ৪০০ টাকা রেখেছিল বাফুফে। অনলাইন প্লাটফর্ম কুইকেট ডট মিতে ভারত ম্যাচের টিকিট পাওয়া যাবে ১০ নভেম্বর দুপুর ২টা থেকে।

এর আগে জাতীয় স্টেডিয়ামে ১৩ নভেম্বর নেপালের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে। সেই ম্যাচের টিকিট ৫ নভেম্বর থেকে ছাড়া হলেও ভাটা পড়েছে বিক্রিতে। সাধারণ গ্যালারি ৩০০ টাকা ও ক্লাব হাউজ ২ গ্যালারি ১০০০ টাকা রাখা হলেও সমর্থকদের মধ্যে তেমন আগ্রহ চোখে পড়ছে না।

এশিয়ান কাপ বাছাইয়ে ৪ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে বাংলাদেশ। মূলপর্বে খেলার দৌড় থেকে ছিটকে গত মাসেই। জাতীয় স্টেডিয়ামে ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে ম্যাচটির কোনো গুরুত্ব না থাকলেও হালকাভাবে নিচ্ছেন বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

বৃষ্টিতে বৃষ্টিতেই সিরিজ জিতল ভারত

ক্রীড়া ডেস্ক    
ভারত-অস্ট্রেলিয়া পঞ্চম টি-টোয়েন্টি বৃষ্টিতে পরিত্যক্ত। ছবি: ক্রিকইনফো
ভারত-অস্ট্রেলিয়া পঞ্চম টি-টোয়েন্টি বৃষ্টিতে পরিত্যক্ত। ছবি: ক্রিকইনফো

ভারত-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজে পাল্লা দিয়ে খেলেছে বৃষ্টিও। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের এই সিরিজে শুবমান গিল-মিচেল মার্শদের বড় ‘প্রতিপক্ষ’ ছিল এই বৃষ্টি। বেরসিক বৃষ্টি উপকার করল ভারতকেই। আজ পঞ্চম টি-টোয়েন্টি পরিত্যক্ত হওয়ায় অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল ভারতই।

২-১ ব্যবধানে এগিয়ে থেকেই আজ ব্রিসবেনের গ্যাবায় পঞ্চম টি-টোয়েন্টিতে ভারত খেলতে নামে অস্ট্রেলিয়ার বিপক্ষে। সিরিজ বাঁচানোর লড়াইয়ে নেমে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়া অধিনায়ক মিচেল মার্শ। ৪.৫ ওভারে কোনো উইকেট না হারিয়ে ভারত ৫২ রান করার পর শুরু হয় মুষলধারে বৃষ্টি। ১৩৪ মিনিট অপেক্ষা করার পর ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা যায়। তাতে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতে যায় ২-১ ব্যবধানে। এর আগে ক্যানবেরায় ২৯ অক্টোবর প্রথম টি-টোয়েন্টি ভেসে গিয়েছিল বৃষ্টিতেই। সেবার টস হেরে আগে ব্যাটিং পাওয়া ভারত ৯.৪ ওভারে ১ উইকেটে ৯৭ রান করার পর আর খেলাই হয়নি।

ভারত-অস্ট্রেলিয়া প্রথম টি-টোয়েন্টি পরিত্যক্ত হওয়ায় সিরিজ সমতায় শেষ করার সুযোগ তৈরি হয় দুই দলের সামনেই। দ্বিতীয় টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়া জেতে ৪ উইকেটে। সিরিজের তৃতীয় ম্যাচে ৫ উইকেটে জিতে সমতায় ফেরে ভারত। পরশু গোল্ড কোস্টে ৪৮ রানে জিতে সিরিজে এগিয়ে যায় সূর্যকুমারের ভারত। আজ পঞ্চম টি-টোয়েন্টি পরিত্যক্ত হওয়ায় এই সংস্করণে ভারত টানা চারটি সিরিজ জেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে। সবশেষ ২০১৯ সালে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল অস্ট্রেলিয়া। ভারতের মাঠে অনুষ্ঠিত সিরিজের দুটি ম্যাচের দুটিই জিতেছিল অজিরা।

গ্যাবায় আজ পঞ্চম টি-টোয়েন্টিতে শুবমান গিল ১৬ বলে ৬ চারে ২৯ রান করে অপরাজিত থাকেন। অভিষেক শর্মা করেছেন ১৩ বলে ২৩ রান। ৫২৮ বলে ১০০০ রান করে বলের হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০০ রানের রেকর্ড গড়লেন অভিষেক। ভারতের জার্সিতে ২৯ টি-টোয়েন্টিতে ১৮৯.৫১ স্ট্রাইকরেটে করেছেন ১০১২ রান। ২ সেঞ্চুরির পাশাপাশি করেছেন ৬ ফিফটি। দুইয়ে থাকা টিম ডেভিডের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০০ রান করতে খেলেছেন ৫৬৯ বল। ৫৭৩ বলে ১০০০ রান করে এই তালিকায় তিনে সূর্যকুমার যাদব। আর অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১৬৩ রান করে সিরিজসেরা হয়েছেন অভিষেক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

এশিয়ান আর্চারির সভাপতি বাংলাদেশের চপল

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ০৮ নভেম্বর ২০২৫, ১৮: ০০
সভাপতি হওয়ার চপলের উচ্ছ্বাস। ছবি: সংগৃহীত
সভাপতি হওয়ার চপলের উচ্ছ্বাস। ছবি: সংগৃহীত

টানা ২০ বছর ধরে এশিয়ান আর্চারি ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করেছেন কোরিয়ান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হুন্দাইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) চুং ইউ সুন। এবার সেই জায়গা আসছে পরিবর্তন। এশিয়ান আর্চারির নতুন সভাপতি হয়েছেন বাংলাদেশের কাজী রাজীব উদ্দীন চপল।

আজ ঢাকায় হয়েছে এশিয়ান আর্চারির কংগ্রেস। সেখানে প্রতিদ্বন্দ্বী টমাস হানকে ২৯-৯ ভোটে হারিয়ে সভাপতি নির্বাচিত হন চপল। বাংলাদেশ আর্চারি ফেডারেশনের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক তিনি। এখন যদিও কাজ করছেন সদস্য হিসেবে।

সভাপতি হওয়ার আগে চপল দুই মেয়াদে এশিয়ান আর্চারির সহ-সভাপতি ছিলেন। ঢাকায় আজ থেকে শুরু এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের লোকাল অর্গানাইজিং কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন তিনি ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

হংকংয়ে নেপালের কাছে বিধ্বস্ত ভারত

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০৮ নভেম্বর ২০২৫, ১৬: ৫৭
নেপালের কাছে উড়ে গেল ভারত। ছবি: সংগৃহীত
নেপালের কাছে উড়ে গেল ভারত। ছবি: সংগৃহীত

হংকং ক্রিকেট সিক্সেস টুর্নামেন্টে হার দিয়েই শেষ হলো ভারতের পথচলা। কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, নেপাল—একই দিনে তিন প্রতিপক্ষের কাছে হারল দিনেশ কার্তিকের নেতৃত্বাধীন ভারত। এক রশিদ খানই আজ ভারতকে শেষ করে দিয়েছেন।

পাকিস্তানকে ডাকওয়ার্থ লুইস ও স্টার্ন (ডিএলএস) মেথডে ২ রানে হারিয়ে এবারের হংকং সিক্সেসে শুরুটা দারুণ করেছিল ভারত। কিন্তু চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে জয়ের পর টানা তিন ম্যাচ হারল কার্তিকের দল। যার মধ্যে বোল আউট পর্বে নেপালের কাছে ৯২ রানে হেরেছে ভারত।ব্যাটিংয়ে ঝোড়ো ফিফটির পাশাপাশি বোলিংয়ে ৩ উইকেট নিয়েছেন নেপাল পেসার রশিদ।

হংকংয়ের মংকক মিশন রোড স্টেডিয়ামে আজ দুপুরে অনুষ্ঠিত হয়েছে ভারত-নেপাল বোল আউট পর্বের ম্যাচ। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নেপাল অধিনায়ক সন্দ্বীপ জোরা। নির্ধারিত ৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১৩৭ রান করেছে সন্দ্বীপের দল। ১৭ বলে ৪ চার ও ৬ ছক্কায় ৫৫ রান করে আহত অবসর হয়ে মাঠ ছাড়েন রশিদ। অধিনায়ক সন্দ্বীপ ১২ বলে ৪৭ রান করে অপরাজিত থাকেন।

নেপালের বিপক্ষে ১৩৮ রানের পাহাড় টপকাতে গিয়ে ৩ ওভারে ৪৫ রানে গুটিয়ে যায় কার্তিকের ভারত। ইনিংস সর্বোচ্চ ১২ রান করেন দুই টপ অর্ডার ব্যাটার ভরত চিপলি ও প্রিয়াঙ্ক পাঞ্চাল। অধিনায়ক কার্তিক করেছেন ৭ রান। নেপালের রশিদ ১ ওভারে ৭ রানে নিয়েছেন ৩ উইকেট। ২ ও ১ উইকেট নিয়েছেন বশির আহমদ ও রুপেশ সিং। অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচসেরা হয়েছেন রশিদ।

নেপালের রশিদ গতকালই নাম লিখিয়েছেন ইতিহাসের পাতায়। সেদিকউল্লাহ পাচা, শরাফুদ্দিন আশরাফ, ইজাজ উদ্দিন আহমাদজাই—পঞ্চম ওভারের প্রথম তিন বলে আফগান এই তিন ব্যাটারকে ফিরিয়ে হংকং সিক্সেস টুর্নামেন্টে প্রথম হ্যাটট্রিক করা বোলার বনে গেলেন রশিদ। এই তিন ব্যাটারের পাশাপাশি গুলবাদিন নাইবকে ফিরিয়েছেন রশিদ খান। ২ ওভারে ২৭ রানে ৪ উইকেট নিয়ে রশিদ হংকং সিক্সেস টুর্নামেন্টে এক ইনিংসে সেরা বোলিংয়ের কীর্তিটাও নিজের নামে লিখিয়ে নিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত