Ajker Patrika

পাওয়ারপ্লেতেই ম্যাচ থেকে ছিটকে গেছে শ্রীলঙ্কা, বলছেন শানাকা

আপডেট : ১৬ অক্টোবর ২০২২, ১৫: ১২
পাওয়ারপ্লেতেই ম্যাচ থেকে ছিটকে গেছে শ্রীলঙ্কা, বলছেন শানাকা

এই তো গত মাসেই এশিয়া কাপ জিতেছিল শ্রীলঙ্কা। আর তারাই কিনা বিশ্বকাপ শুরু করল ‘অঘটনের’ শিকার হয়ে! বিশ্বকাপের প্রথম ম্যাচেই শ্রীলঙ্কাকে ৫৫ রানে হারিয়ে দিল নামিবিয়া। তাতে দাসুন শানাকা নিজেদের বাজে ব্যাটিংকে দুষছেন। লঙ্কান অধিনায়কের মতে, পাওয়ারপ্লেতে ৩ উইকেট হারিয়ে ম্যাচ থেকে তাঁরা ছিটকে গেছেন।

গিলংয়ে বিশ্বকাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ১৬৪ রানের লক্ষ্য দিয়েছিল নামিবিয়া। সেই রান তাড়া করতে গিয়ে লঙ্কানরা ২১ রানে ৩ উইকেট হারায় চার ওভারের মধ্যে। কুশল মেন্ডিস, পাথুম নিশাঙ্কা, ধানুষ্কা গুনাতিলাকা—তিন ব্যাটারই এক অঙ্কের ঘরে আউট হয়েছেন।  শানাকার মতে, এখানেই তাঁরা ম্যাচ থেকে ছিটকে গেছেন। লঙ্কান অধিনায়ক বলেন, ‘আমরা চেয়েছিলাম, প্রথম তিন ব্যাটার প্রথম পাওয়ারপ্লে খেলুক। তাই পাওয়ারপ্লেতে ৩ উইকেট হারিয়েই আমরা ম্যাচ থেকে ছিটকে গেছি। ১৬০ তাড়া করতে গিয়ে ওপরের দিকে ভালো জুটি দরকার এবং তিন ও চার নম্বর ব্যাটারকে ভালো করতে হবে।’

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শানাকা। শ্রীলঙ্কার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে একটা পর্যায়ে নামিবিয়ার স্কোর দাঁড়ায় ১৪.২ ওভারে ৬ উইকেটে ৯৩। তবে ২০ ওভার শেষে নামিবিয়ার স্কোর দাঁড়ায় ৭ উইকেটে ১৬৩ রান। শানাকার মতে, তাদের বোলিংটা ভালো হয়নি। লঙ্কান অধিনায়ক বলেন,  ‘আমি মনে করি, উইকেট ভালো ছিল। কিন্তু বোলিংটা আমাদের ভালো হয়নি। নামিবিয়ার বোলারদের সঙ্গে তুলনা করলে আমরা ঠিক জায়গায় বোলিং করতে পারিনি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত