Ajker Patrika

রয়ের সেঞ্চুরিতে বড় সংগ্রহের দিকে এগোচ্ছে ইংল্যান্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৩ মার্চ ২০২৩, ১৫: ৪৫
রয়ের সেঞ্চুরিতে বড় সংগ্রহের দিকে এগোচ্ছে ইংল্যান্ড

বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে অসাধারণ ব্যাটিংয়ে সেঞ্চুরি তুলে নিয়েছেন জেসন রয়। রয়ের সেঞ্চুরিতে বড় সংগ্রহের আভাস দিচ্ছে ইংল্যান্ড। অন্য ব্যাটাররা উইকেটে এসে খাবি খেলেও সাবলীল ব্যাটিং করে যাচ্ছেন রয়। ১০৪ বলে তুলে নিয়েছেন ওয়ানডেতে ১২তম সেঞ্চুরি।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ ৩১ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৬২ রান। রয় ১০০ ও জস বাটলার ২৯ রানে ব্যাটিং করছেন।

৯৬ রানে ৩ উইকেট হারিয়ে কিছুটা চাপে ছিল ইংল্যান্ড। রয়-বাটলার চাপ সামলিয়ে দলকে বড় স্কোরের দিকেই নিয়ে যাচ্ছেন। সাকিব-তাসকিনদের বোলিং সামলিয়ে শুরুর দিকে রান তুলতে কিছুটা সংগ্রাম করতে হয়েছে ইংলিশ ব্যাটারদের। রানরেট ছিল ৪-এর আশপাশে। কিন্তু ২০ ওভারের পর রানের গতি বাড়িয়েছেন রয়-বাটলার।

বাটলার এক-দুই করে এগোলেও রয় মেরেই খেলছেন। সেঞ্চুরি করতে ১২টি চার ও ১টি ছয় মেরেছেন এই ওপেনার।

এর আগে ফিল সল্ট ৭, ডেভিড মালান ১১ ও জেমস ভিন্স ৫ রান করে ড্রেসিংরুমে ফিরেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত