Ajker Patrika

‘সাকিবকে জিজ্ঞেস করেছি, তিনে ব্যাট করতে চাও কিনা’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০২ মার্চ ২০২৩, ২৩: ৩৯
‘সাকিবকে জিজ্ঞেস করেছি, তিনে ব্যাট করতে চাও কিনা’

বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহের কোচিংয়ের প্রথম অধ্যায়ে ওয়ানডেতে পাঁচ নম্বরে ব্যাট করতেন সাকিব আল হাসান। শ্রীলঙ্কান কোচ চলে যাওয়ার পর, অর্থাৎ ২০১৭ সালের পর সব সময় তিনে ব্যাটিং করতেন এই অলরাউন্ডার। কিন্তু দ্বিতীয় ধাপে হাথুরু আসার পর প্রথম ওয়ানডেতেই সাকিবকে আবারও ব্যাটিং করতে দেখা গেছে পাঁচে। 

এ নিয়ে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে হারের সংবাদ সম্মেলনে নাজমুল হোসেন শান্ত বলেছিলেন, 'বাঁহাতি-ডানহাতি একটা কম্বিনেশন ছিল—মুশফিক ভাই আর সাকিব ভাইয়ের। সে কারণে উনি (সাকিব) পাঁচে গেছেন, মুশফিক ভাই চারে আসছে।’ 

সাকিবের পাঁচে ব্যাটিং করা এবং আগামীকাল দ্বিতীয় ওয়ানডেতে কোন পজিশনে ব্যাটিং করবেন, তা নিয়ে এবার কথা বলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি অবশ্য ব্যাপারটি সাকিব, অধিনায়ক (তামিম) ও কোচের ওপরই ছেড়ে দিয়েছেন। 

আজ রাতে সংবাদমাধ্যমকে পাপন বললেন, 'কে কত নম্বরে ব্যাটিং করবে জানি না। কালকে কী হবে-ওরা যদি একটা কিছু বলেও সেটাই যে হবে এমন কোনো কথা নেই। আগের অভিজ্ঞতা থেকে বলি, এটা পরিস্থিতি অনুযায়ী ওরা ঠিক করে। কিন্তু একটা কথা বলি, সাকিব যদি কোনো জায়গায় ব্যাট করতে চায় তাহলে কোন অধিনায়ক বা কোচ না করবে না।' 

পাপন মনে করেন, সাকিব নিজের ইচ্ছেতেই পাঁচে ব্যাটিংয়ে নেমেছেন। বোর্ড সভাপতি বললেন, 'কাজেই এটা ওর অসম্মতিতে হয়েছে, মনঃক্ষুণ্ন কিনা সেরকম কিছু ভাবার সুযোগও নেই। আমি নিজে ওকে জিজ্ঞেস করেছি তিনে ব্যাট করতে চাও কিনা সে বলেছে দলের জন্য যেখানে দরকার সেখানে করতে রাজি, এটা পরিষ্কার বার্তা। এটা আমাকে জিজ্ঞেস করাটা কঠিন।' 

বিসিবি সভাপতি বলেন, 'এটা সাকিব, অধিনায়ক ও কোচকে জিজ্ঞাসা করতে পারেন। কারণ আমি যদি বলি ওকে পাঁচে করলেই ভালো, দেখা যাবে ওকে অন্য জায়গায় খেলাচ্ছে। শান্ত যদি আউট হতো তাহলে অবশ্যই চারে ও (সাকিব) নেমে যেত। এটা আসলে ওই পরিস্থিতিতে কি হচ্ছে সেটা বলা কঠিন।'

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত