Ajker Patrika

‘বিস্মিত’ আকরাম ক্ষমা চাইতে বললেন পিসিবিকে

‘বিস্মিত’ আকরাম ক্ষমা চাইতে বললেন পিসিবিকে

সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার। ওয়ানডে ক্রিকেটের অন্যতম সেরা অধিনায়কও বলা হয় ইমরান খানকে। কেন বলা হয়, সেটির সাক্ষী হয়ে আছে ১৯৯২ বিশ্বকাপ। প্রাক টুর্নামেন্টে গোনাই না থাকা একটা দলকে নিয়ে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে হওয়া সেই বিশ্বকাপ জিতে দেশে ফিরেছিলেন তিনি। তাই পাকিস্তানের ক্রিকেটীয় সাফল্যের সঙ্গে জড়িয়ে থাকা বড় নামটি ইমরান খানই। অথচ স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটির ক্রিকেটীয় সাফল্য নিয়ে পিসিবির পোস্ট করা ভিডিওর কোথাও নেই ইমরান! 

এ নিয়ে সমালোচনার মুখে পিসিবি। দেশটির সরকার বিরোধী থেকে শুরু করে সাধারণ ক্রিকেটপ্রেমী মানুষ তো সমালোচনা করছেনই, সমালোচনা করছেন দেশটির সাবেক ক্রিকেটাররাও। পিসিবির ওই পোস্ট দেখে যার পর নাই ‘বিস্মিত’ ওয়াসিম আকরাম ভিডিওতে ইমরান খানকে না রাখায় ক্ষমা চাইতে বললেন বোর্ডকে। 

১৪ আগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবস উপলক্ষে সে ভিডিওটি ছেড়েছিল পিসিবি। ২ মিনিট ২১ সেকেন্ডের ওই ভিডিওর বড় একটা অংশ ছিল পাকিস্তানে সর্বোচ্চ ক্রিকেটীয় অর্জন ১৯৯২ বিশ্বকাপ। সেখানে ওয়াসিম আকরাম, জাভেদ মিয়াঁদাদসহ দলের অন্যান্যদের দেখানো হলেও দেখানো হয়নি চ্যাম্পিয়ন অধিনায়ক ইমরান খানকে। যা কিছুতেই মানতে পারছেন না আকরাম। 

পাকিস্তানের এই ক্রিকেট কিংবদন্তি পিসিবির সমালোচনা করে টুইটারে লিখেছেন, ‘লম্বা ফ্লাইট এবং কয়েক ঘণ্টা ট্রানজিট শেষে শ্রীলঙ্কায় পৌঁছানোর পর যখন পাকিস্তান ক্রিকেট নিয়ে পিসিবির তৈরি করা সংক্ষিপ্ত ক্লিপে গ্রেট ইমরান খানকে বাদ দেওয়ার বিষয়টি দেখলাম, জীবনের সবচেয়ে বড় ধাক্কা খেলাম…। রাজনৈতিক মতাদর্শ ভিন্ন বিষয়, কিন্তু ইমরান খান বিশ্ব ক্রিকেটের একজন আদর্শ। তিনিই পাকিস্তানকে একটি শক্তিশালী দল হিসেবে গড়ে তুলেছিলেন এবং আমাদের পথ দিয়েছিলেন...ভিডিওটি মুছে ফেলে পিসিবির ক্ষমা চাওয়া উচিত।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইপিএলে চাহালের রেকর্ড হ্যাটট্রিকের রাতে রহস্যময় পোস্ট এই নারীর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত