নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পাকিস্তানে গিয়ে লাহোরে প্রেসিডেনশিয়াল (রাষ্ট্রীয় সর্বোচ্চ নিরাপত্তা) নিরাপত্তা পাচ্ছে বাংলাদেশ দল। বুলেটপ্রুফ কালো কাচের গাড়ি, একাধিক স্তরের নিরাপত্তায় মাঠ ও হোটেলে যাতায়াত নিয়ে চিন্তা না থাকলেও মাঠের পারফরম্যান্স নিয়ে লিটনদের চিন্তা থেকেই যাচ্ছে।
শারজায় সদ্য সমাপ্ত সংযুক্ত আরব আমিরাত থেকে হতাশাজনক সিরিজের স্মৃতি নিয়ে বাংলাদেশ গেছে পাকিস্তানে। র্যাঙ্কিংয়ে ৬ ধাপ পিছিয়ে থাকা দলের কাছে ২-১ ব্যবধানে সিরিজ হেরেছে তারা। পাকিস্তান সিরিজের আগমুহূর্তে আইপিএল থেকে পাওয়া চোটে মোস্তাফিজুর রহমান ছিটকে যাওয়াটা বাংলাদেশের কাছে আরেকটি ধাক্কা। পেস বোলিং আক্রমণের নেতা তাসকিন আহমেদ চোটে পড়ে সিরিজে নেই আরও আগে থেকে। ব্যক্তিগত কারণে সরে দাঁড়িয়েছেন গতি তারকা নাহিদ রানা, যিনি চ্যাম্পিয়নস ট্রফির সময়ে পাকিস্তানে বেশ আলোড়ন তুলেছিলেন। যে পেস বোলিং সবচেয়ে বড় শক্তি, সেটি নিয়েও ভাবতে হচ্ছে বাংলাদেশকে।
প্রধান কোচ ফিল সিমন্স পাকিস্তান সফরে আস্থা রাখছেন তরুণ পেসারদের ওপরই। লাহোরে পরশু সাংবাদিকদের সিমন্স বলেছেন, ‘এই ফরম্যাটে আমাদের শক্তির জায়গা মূলত বোলিং। মোস্তাফিজ ও তাসকিনকে না পেলেও বাকিদের কাছে থেকে ভালো কিছুর আশা করছি।’ তবে তাসকিন-ফিজ—দুজনকে সিমন্স বড্ড মিস করছেন, ‘অভিজ্ঞ দুই পেসারকে অবশ্যই মিস করব। বিশেষ করে ফিজ যেভাবে আইপিএলে বোলিং করছিল, সেটা দুর্দান্ত। এটা নতুনদের জন্যও সুযোগ। দেখা যাক, কে ফিজের জায়গা নিতে পারে।’
দুই গুরুত্বপূর্ণ পেসারকে না পেলেও এটির ইতিবাচক দিকও খুঁজে নিচ্ছেন লিটন, ‘তাসকিন ও ফিজ দুজনই গুরুত্বপূর্ণ ফ্যাক্টর । তবে এটা ভালো দিক , তারা না থাকলে তাদের জায়গা কে দখল করবে , এটা সেই সুযোগ । আমার মনে হয় যারা আছে তারা এই সুযোগটা কাজে লাগাবে।’
মোস্তাফিজের জায়গায় দলে এসেছেন খালেদ আহমেদ। রানার বিকল্প কাউকে নেওয়া হয়নি। দলের পেস বিভাগ সামলাবেন তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ ও শরীফুল ইসলাম। ব্যাটিং অলরাউন্ডার সৌম্য সরকারের বদলে দলে ঢুকেছেন অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ।
আরব আমিরাতের কাছে সিরিজ হারের পর সিমন্স খেলোয়াড়দের মানসিক অবস্থা নিয়ে খুব একটা বিচলিত নন। তিনি বলেন, ‘আমিরাতে হারটা কষ্টদায়ক ছিল, এমন হার অনেক সময় দলকে নাড়িয়ে দেয়। আমরা লাহোরে ভালো মনোভাব নিয়ে এসেছি। ছেলেরা জিততে উন্মুখ হয়ে আছে। আমরা এই সিরিজে সুযোগ দেখছি।’
আরব আমিরাতের কাছে হারের অভিজ্ঞতা ভুলে লিটন ঘুরে দাঁড়াতে চান পাকিস্তান সিরিজে, ‘আলোচনা-সমালোচনা হবেই। ভালো ক্রিকেট না খেললে এটাই স্বাভাবিক। আমাদের সবারই চেষ্টা থাকবে কীভাবে ভালো ক্রিকেট খেলতে পারি । আমরা জানি কোথায় আমরা ভুল করেছি। আমরা চেষ্টা করব ওই ভুলগুলোর পুনরাবৃত্তি যেন এখানে না হয় । আমার মনে হয় আমাদের দলটা ভারসাম্যপূর্ণ । ভালো খেলা উপহার দিতে পারব।’
সিমন্স প্রশংসা করেছেন নতুন পেস বোলিং কোচ শন টেইটের, যিনি লাহোরে প্রথমবার দলের সঙ্গে যোগ দিয়েছেন, বাংলাদেশের সঙ্গে যুক্ত হওয়ার পর। সাবেক অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার টেইট ও স্পিন কোচ মুশতাক আহমেদ—দুজনই পিএসএলে কাজ করেছেন। সিমন্স বলেন, ‘শুধু পেসারদের নয়, পুরো দলের জন্য টেইট দারুণ সংযোজন। ওর অভিজ্ঞতা কাজে লাগানো যাবে। রিশাদ ও মিরাজ পিএসএল খেলার অভিজ্ঞতা থেকে দরকারি ইনসাইট দেবে।’
নিজেদের অবস্থান ভালো নয়, তবে প্রতিপক্ষ পাকিস্তানের অবস্থাও খুব বলার মতো নয়। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর তারা শেষ ১৩ ম্যাচে জিতেছে মাত্র ৩টিতে, এর দুটি এসেছে জিম্বাবুয়ের বিপক্ষে। র্যাঙ্কিংয়ে তারা নেমে গেছে অষ্টম স্থানে। নবম স্থানে থাকা বাংলাদেশ নিজেদের শেষ ১২ ম্যাচে জিতেছে ৪টিতে।
শেষবার দুই দল মুখোমুখি হয়েছিল ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে অ্যাডিলেডে, যেখানে শাহিন শাহ আফ্রিদির দুর্দান্ত বোলিংয়ে জিতেছিল পাকিস্তান। এবার সিরিজে নেই আফ্রিদি, বিশ্রামে আছেন বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানের মতো সিনিয়র ক্রিকেটাররা। তবু এই পাকিস্তানকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। যাঁরা স্কোয়াডে আছেন, তাঁরা সদ্য সমাপ্ত পিএসএলে ভালো ছন্দে ছিলেন।
বাংলাদেশ সিরিজ শুরুর আগে দুই দিন অনুশীলন শুরু করেছে লাহোরে। মূলত সংযুক্ত আরব আমিরাতে করা ভুলগুলো শুধরে নেওয়ার দিকেই ছিল মনোযোগ। অধিনায়ক লিটন দাস সিরিজ হারের জন্য শিশিরকে দায়ী করলেও লাহোরে সেটি প্রভাব ফেলবে না বলেই ধারণা। সব প্রতিকূলতা পেরিয়ে আজ নতুন করে শুরু করার সুযোগ পাচ্ছে বাংলাদেশ।
পাকিস্তানে গিয়ে লাহোরে প্রেসিডেনশিয়াল (রাষ্ট্রীয় সর্বোচ্চ নিরাপত্তা) নিরাপত্তা পাচ্ছে বাংলাদেশ দল। বুলেটপ্রুফ কালো কাচের গাড়ি, একাধিক স্তরের নিরাপত্তায় মাঠ ও হোটেলে যাতায়াত নিয়ে চিন্তা না থাকলেও মাঠের পারফরম্যান্স নিয়ে লিটনদের চিন্তা থেকেই যাচ্ছে।
শারজায় সদ্য সমাপ্ত সংযুক্ত আরব আমিরাত থেকে হতাশাজনক সিরিজের স্মৃতি নিয়ে বাংলাদেশ গেছে পাকিস্তানে। র্যাঙ্কিংয়ে ৬ ধাপ পিছিয়ে থাকা দলের কাছে ২-১ ব্যবধানে সিরিজ হেরেছে তারা। পাকিস্তান সিরিজের আগমুহূর্তে আইপিএল থেকে পাওয়া চোটে মোস্তাফিজুর রহমান ছিটকে যাওয়াটা বাংলাদেশের কাছে আরেকটি ধাক্কা। পেস বোলিং আক্রমণের নেতা তাসকিন আহমেদ চোটে পড়ে সিরিজে নেই আরও আগে থেকে। ব্যক্তিগত কারণে সরে দাঁড়িয়েছেন গতি তারকা নাহিদ রানা, যিনি চ্যাম্পিয়নস ট্রফির সময়ে পাকিস্তানে বেশ আলোড়ন তুলেছিলেন। যে পেস বোলিং সবচেয়ে বড় শক্তি, সেটি নিয়েও ভাবতে হচ্ছে বাংলাদেশকে।
প্রধান কোচ ফিল সিমন্স পাকিস্তান সফরে আস্থা রাখছেন তরুণ পেসারদের ওপরই। লাহোরে পরশু সাংবাদিকদের সিমন্স বলেছেন, ‘এই ফরম্যাটে আমাদের শক্তির জায়গা মূলত বোলিং। মোস্তাফিজ ও তাসকিনকে না পেলেও বাকিদের কাছে থেকে ভালো কিছুর আশা করছি।’ তবে তাসকিন-ফিজ—দুজনকে সিমন্স বড্ড মিস করছেন, ‘অভিজ্ঞ দুই পেসারকে অবশ্যই মিস করব। বিশেষ করে ফিজ যেভাবে আইপিএলে বোলিং করছিল, সেটা দুর্দান্ত। এটা নতুনদের জন্যও সুযোগ। দেখা যাক, কে ফিজের জায়গা নিতে পারে।’
দুই গুরুত্বপূর্ণ পেসারকে না পেলেও এটির ইতিবাচক দিকও খুঁজে নিচ্ছেন লিটন, ‘তাসকিন ও ফিজ দুজনই গুরুত্বপূর্ণ ফ্যাক্টর । তবে এটা ভালো দিক , তারা না থাকলে তাদের জায়গা কে দখল করবে , এটা সেই সুযোগ । আমার মনে হয় যারা আছে তারা এই সুযোগটা কাজে লাগাবে।’
মোস্তাফিজের জায়গায় দলে এসেছেন খালেদ আহমেদ। রানার বিকল্প কাউকে নেওয়া হয়নি। দলের পেস বিভাগ সামলাবেন তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ ও শরীফুল ইসলাম। ব্যাটিং অলরাউন্ডার সৌম্য সরকারের বদলে দলে ঢুকেছেন অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ।
আরব আমিরাতের কাছে সিরিজ হারের পর সিমন্স খেলোয়াড়দের মানসিক অবস্থা নিয়ে খুব একটা বিচলিত নন। তিনি বলেন, ‘আমিরাতে হারটা কষ্টদায়ক ছিল, এমন হার অনেক সময় দলকে নাড়িয়ে দেয়। আমরা লাহোরে ভালো মনোভাব নিয়ে এসেছি। ছেলেরা জিততে উন্মুখ হয়ে আছে। আমরা এই সিরিজে সুযোগ দেখছি।’
আরব আমিরাতের কাছে হারের অভিজ্ঞতা ভুলে লিটন ঘুরে দাঁড়াতে চান পাকিস্তান সিরিজে, ‘আলোচনা-সমালোচনা হবেই। ভালো ক্রিকেট না খেললে এটাই স্বাভাবিক। আমাদের সবারই চেষ্টা থাকবে কীভাবে ভালো ক্রিকেট খেলতে পারি । আমরা জানি কোথায় আমরা ভুল করেছি। আমরা চেষ্টা করব ওই ভুলগুলোর পুনরাবৃত্তি যেন এখানে না হয় । আমার মনে হয় আমাদের দলটা ভারসাম্যপূর্ণ । ভালো খেলা উপহার দিতে পারব।’
সিমন্স প্রশংসা করেছেন নতুন পেস বোলিং কোচ শন টেইটের, যিনি লাহোরে প্রথমবার দলের সঙ্গে যোগ দিয়েছেন, বাংলাদেশের সঙ্গে যুক্ত হওয়ার পর। সাবেক অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার টেইট ও স্পিন কোচ মুশতাক আহমেদ—দুজনই পিএসএলে কাজ করেছেন। সিমন্স বলেন, ‘শুধু পেসারদের নয়, পুরো দলের জন্য টেইট দারুণ সংযোজন। ওর অভিজ্ঞতা কাজে লাগানো যাবে। রিশাদ ও মিরাজ পিএসএল খেলার অভিজ্ঞতা থেকে দরকারি ইনসাইট দেবে।’
নিজেদের অবস্থান ভালো নয়, তবে প্রতিপক্ষ পাকিস্তানের অবস্থাও খুব বলার মতো নয়। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর তারা শেষ ১৩ ম্যাচে জিতেছে মাত্র ৩টিতে, এর দুটি এসেছে জিম্বাবুয়ের বিপক্ষে। র্যাঙ্কিংয়ে তারা নেমে গেছে অষ্টম স্থানে। নবম স্থানে থাকা বাংলাদেশ নিজেদের শেষ ১২ ম্যাচে জিতেছে ৪টিতে।
শেষবার দুই দল মুখোমুখি হয়েছিল ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে অ্যাডিলেডে, যেখানে শাহিন শাহ আফ্রিদির দুর্দান্ত বোলিংয়ে জিতেছিল পাকিস্তান। এবার সিরিজে নেই আফ্রিদি, বিশ্রামে আছেন বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানের মতো সিনিয়র ক্রিকেটাররা। তবু এই পাকিস্তানকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। যাঁরা স্কোয়াডে আছেন, তাঁরা সদ্য সমাপ্ত পিএসএলে ভালো ছন্দে ছিলেন।
বাংলাদেশ সিরিজ শুরুর আগে দুই দিন অনুশীলন শুরু করেছে লাহোরে। মূলত সংযুক্ত আরব আমিরাতে করা ভুলগুলো শুধরে নেওয়ার দিকেই ছিল মনোযোগ। অধিনায়ক লিটন দাস সিরিজ হারের জন্য শিশিরকে দায়ী করলেও লাহোরে সেটি প্রভাব ফেলবে না বলেই ধারণা। সব প্রতিকূলতা পেরিয়ে আজ নতুন করে শুরু করার সুযোগ পাচ্ছে বাংলাদেশ।
কারও খেলা যদি ভালো লেগে যায় রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের, আর তাঁর দলে সেই খেলোয়াড়ের ভালো সম্ভাবনা থাকে, তাহলে টাকা কোনো ব্যাপার নয়। তাঁকে কিনেই ছাড়বে রিয়াল। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে দারুণ খেলা হামেস রদ্রিগেজকে বিশ্বকাপ শেষে দলে ভিড়িয়েছিল রিয়াল।
৪ ঘণ্টা আগেরাজনৈতিক পরিস্থিতির কারণে বাংলাদেশ আসতে পারছেন না সাকিব আল হাসান। বিদেশের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে সময় কাটছে তাঁর। যুক্তরাষ্ট্রে যাওয়ার পর নিউইয়র্কের স্থানীয় কিছু ম্যাচে তাঁকে দেখা গেছে অপেশাদার ক্রিকেটারদের সঙ্গে খেলতে। আন্তর্জাতিক অঙ্গনে তিনি এখনো পুরোদস্তুর পেশাদার ক্রিকেটার।
৫ ঘণ্টা আগেনেপাল সফরের জন্য গত পরশু শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। সে জন্য ২৪ জনের দলও সাজিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা। কিন্তু মাঠের অনুশীলন এখনো পুরোদমে শুরু হয়নি। এর মধ্যে নতুন খবর, ক্যাম্পের জন্য আপাতত নিজেদের খেলোয়াড়দের ছাড়ছে না বসুন্ধরা কিংস। আজ এক চিঠির মাধ্যমে বিষয়টি বাফুফেকে জানিয়েছে তারা।
৯ ঘণ্টা আগেলিওনেল মেসির সঙ্গে ধারেকাছে কেউ এলেই হতো। দেহরক্ষী ইয়াসিন চেউকো দ্রুত তাঁকে ধরে ফেলেন। বিমানের চেয়ে যেন ক্ষিপ্রগতিতে ছুটতে পারেন চেউকো। তাঁর কারণে তাই ভক্ত-সমর্থকেরা সেলফি তোলা তো দূরে থাক, অটোগ্রাফ পর্যন্ত নিতে পারেন না।
৯ ঘণ্টা আগে