Ajker Patrika

জিম্বাবুয়ে সিরিজ সহজ হবে না মনে করছেন শান্ত

আপডেট : ০২ মে ২০২৪, ১৫: ৫৫
জিম্বাবুয়ে সিরিজ সহজ হবে না মনে করছেন শান্ত

জুনে যুক্তরাষ্ট্র-ওয়েস্ট ইন্ডিজে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপ সামনে রেখে একে একে স্কোয়াড ঘোষণা দিচ্ছে দলগুলো। বাংলাদেশ অবশ্য এখনো বিশ্বকাপের দল ঘোষণা করেনি। তবে প্রতিযোগিতামূলক ম্যাচ দিয়ে প্রস্তুতি শুরু করতে যাচ্ছেন নাজমুল হোসেন শান্তরা।

চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে আগামীকাল থেকে। বাছাইপর্বের সাঁকো পেরোতে না পারায় টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা হয়নি সিকান্দার রাজাদের। তার পরও সিরিজ শুরুর আগে জিম্বাবুয়ানদের সমীহ শান্তর মুখে। চট্টগ্রামে আজ ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক শুরুতেই বললেন, ‘টি-টোয়েন্টিতে কোনো বড় দল বা ছোট দল নেই। যেটা বললেন, উগান্ডার কাছে জিম্বাবুয়ে হেরেছে। আবার জিম্বাবুয়ে কয়েক দিন আগে শ্রীলঙ্কাকে হারিয়েছে।’

আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে জিম্বাবুয়ে আছে ১২তম স্থানে। বাংলাদেশ তাদের চেয়ে তিন ধাপ ওপরে। তার পরও সিরিজটা সহজ হবে না মনে করেন শান্ত। আগের কথার প্রসঙ্গ টেনে এনে বললেন, ‘সেভাবে চিন্তা করলে খুব বেশি পার্থক্য আমার কাছে লাগে না। কীভাবে খেলছি, নিজেদের প্রস্তুত করছি, আত্মবিশ্বাস তৈরি করছি সেটাই গুরুত্বপূর্ণ। এতটুকু বলতে পারি, সিরিজটা সহজ হবে না, অনেক প্রতিদ্বন্দ্বিতা হবে। কারণ তারাও ভালো দল।’

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম তিন টি-টোয়েন্টিতে অলরাউন্ডার সাকিব আল হাসানকে পাবে না বাংলাদেশ। বিশ্বকাপের আগে এই সিরিজে পরীক্ষা-নিরীক্ষার দিকে হাঁটবে বাংলাদেশ, এমনটাই ধারণা করা হয়েছিল। তবে শান্তর চিন্তা ভিন্ন কিছু, ‘প্রথমত অধিনায়ক হিসেবে সিরিজটা জিততে চাই। এটাই আমাদের প্রথম লক্ষ্য। প্রস্তুতির কথা অবশ্যই মাথায় থাকবে। তবে প্রস্তুতি নিতে গিয়ে খেলাটাকে হালকাভাবে নেব, অনেক এক্সপেরিমেন্ট করব, সেটা না। দলে যে ১৫ জন খেলোয়াড় আছে, সবাই এই দলকে হারানোর সামর্থ্য রাখে।’

সেই সঙ্গে শান্ত আরও জানালেন, বিশ্বকাপের জন্য জিম্বাবুয়ের বিপক্ষে ঘোষিত স্কোয়াডে খুব বেশি পরিবর্তন হবে না। হতে পারে ২-১টি পরিবর্তন। তবে পরীক্ষা-নিরীক্ষার দিকে হাঁটবেন না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত