Ajker Patrika

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে কারা খেলবে, জানালেন আফ্রিদি

আপডেট : ২৫ মে ২০২৪, ১৪: ২৬
টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে কারা খেলবে, জানালেন আফ্রিদি

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর এক সপ্তাহ বাকি। সময় ঘনিয়ে আসায় টুর্নামেন্ট ঘিরে উন্মাদনাও বাড়ছে সআর মধ্যে। টুর্নামেন্ট ঘিরে অনেকে আবার নিজেদের জ্যোতিষবিদ্যার চর্চাও করেন। 

এবারের বিশ্বকাপ সামনে রেখে তেমনি জ্যোতিষশাস্ত্রের চর্চা করলেন শহীদ আফ্রিদি। দলের হিসেবে সবচেয়ে বড় বিশ্বকাপে কোন চার দল সেমিফাইনাল খেলতে পারে তা নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক। 

পাকিস্তানের হয়ে ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের নায়ক আফ্রিদির মতে, গতকাল পাকিস্তান যে দল ঘোষণা করেছে, তাতে ফাইনাল খেলা উচিত। আইসিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার বলেছেন, ‘আমার মতে, পাকিস্তানের ফাইনাল খেলা উচিত। আর কন্ডিশন অনুযায়ী এবারের সেমিতে অস্ট্রেলিয়া-ভারত যেতে পারে। সঙ্গে আমার মতে, অন্য দলটি হচ্ছে নিউজিল্যান্ড।’ 

ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম ২০ দল নিয়ে সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপ হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে। আগামী ১ জুন যুক্তরাষ্ট্র-কানাডার ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর শুরু হবে। বিশ্বকাপে বিশেষ এক দায়িত্ব পালন করবেন আফ্রিদি। দর্শকদের খেলা দেখতে উদ্বুদ্ধ করতে আইসিসি গতকাল তাঁকে শুভেচ্ছাদূত করেছে। ৪৭ বছর বয়সী অলরাউন্ডারের আগে শুভেচ্ছাদূত হয়েছেন ক্রিস গেইল, যুবরাজ সিং এবং অ্যাথলেটিকসের কিংবদন্তি উসাইন বোল্ট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেটের ক্ষুধায় খেয়েছেন ২৯ চামচ, ১৯ টুথব্রাশ

জাতিসংঘে বিশাল বহর নিয়ে গিয়ে পতিত সরকারের চর্চা করল অন্তর্বর্তী সরকার: টিআইবি

স্ত্রীকে নিয়ে টানাটানি করা সেই দুই পুরুষের জামিন, কারাফটকে উত্তেজনা

উত্তর দিক থেকে সিগন্যাল নেই—শাপলা প্রতীক না পাওয়ার কারণ জানালেন হাসনাত

জোর করে বৃদ্ধের চুল কেটে দেওয়া বেআইনি ও সুস্পষ্ট মানবাধিকার লঙ্ঘন— ভাইরাল ভিডিও নিয়ে আসক

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত