নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ধর্মশালায় আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে নতুন বলে উইকেট নিতে পারেননি পেস বোলাররা। রীতিমতো সেই চাপ এসে পড়ে মাঝের ওভারের বোলারদের কাঁধে। তবে অন্যরা যখন ব্যর্থ, তখন বারবার এগিয়ে এলেন সাকিবই। আজ চেন্নাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে এর ব্যতিক্রম ঘটেনি। প্রেক্ষাপট আগের দুই ম্যাচের চেয়ে একটু ভিন্ন হলেও ব্রেক থ্রু এনে দিলেন বাংলাদেশ অধিনায়কই।
প্রথম ম্যাচে মোস্তাফিজুর রহমান-তাসকিন আহমেদরা ব্যর্থ হয়েছেন আফগানিস্তানের ওপেনিং জুটির ছেদ ধরাতে। ৯ম ওভারে ইব্রাহিম জাদরানকে ফিরিয়ে রহমানউল্লাহ গুরবাজের সঙ্গে ৪৭ রানের জুটি ভাঙেন সাকিব।
দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষেও একই দৃশ্য দেখা গিয়েছিল। প্রথম উইকেট পেতে বাংলাদেশ দলকে অপেক্ষা করতে হয়েছিল ১৮তম ওভার পর্যন্ত। জনি বেয়ারস্টো ও বিধ্বংসী ডেভিড মালান ওপেনিং জুটিতে তুলেছিলেন ১১৫ রান। ১৮তম ওভারে বেয়ারস্টোকে বোল্ড করে জুটি ভাঙেন সেই সাকিবই।
আজ একটু ব্যতিক্রম ছিল—ইনিংসের তৃতীয় ওভারেই মোস্তাফিজুর রহমান ভাঙেন নিউজিল্যান্ডের ওপেনিং জুটি। ৯ রানে ফেরান রাচিন রবিন্দ্রকে। এর পরে দ্বিতীয় উইকেট পেতে ২১ ওভার পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল তাঁদের। কেন উইলিয়ামসনকে নিয়ে দ্বিতীয় উইকেটে ১০৫ বলে ৮০ রানের দারুণ একটি জুটি গড়েন আরেক ওপেনার ডেভন কনওয়ে।
২১তম ওভারের প্রথম বলেই কনওয়েকে ফিরিয়ে ব্রেক থ্রু এনে দেন সাকিবই। ৪৫ রানে এলবিডব্লিউর ফাঁদে পড়েন এই বাঁহাতি ব্যাটার। এর পর অবশ্য আর উইকেট নিতে পারেননি বাংলাদেশের বোলাররা। ফিফটি তুলে নিয়েছেন উইলিয়ামসন। এ প্রতিবেদন নিউজিল্যান্ডের সংগ্রহ ৩২.৪ ওভারে ২ উইকেটে ১৬০ রান। উইলিয়ামসন ৬৭ ও ড্যারিল মিচেল ৩০ রানে অপরাজিত আছেন।
ধর্মশালায় আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে নতুন বলে উইকেট নিতে পারেননি পেস বোলাররা। রীতিমতো সেই চাপ এসে পড়ে মাঝের ওভারের বোলারদের কাঁধে। তবে অন্যরা যখন ব্যর্থ, তখন বারবার এগিয়ে এলেন সাকিবই। আজ চেন্নাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে এর ব্যতিক্রম ঘটেনি। প্রেক্ষাপট আগের দুই ম্যাচের চেয়ে একটু ভিন্ন হলেও ব্রেক থ্রু এনে দিলেন বাংলাদেশ অধিনায়কই।
প্রথম ম্যাচে মোস্তাফিজুর রহমান-তাসকিন আহমেদরা ব্যর্থ হয়েছেন আফগানিস্তানের ওপেনিং জুটির ছেদ ধরাতে। ৯ম ওভারে ইব্রাহিম জাদরানকে ফিরিয়ে রহমানউল্লাহ গুরবাজের সঙ্গে ৪৭ রানের জুটি ভাঙেন সাকিব।
দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষেও একই দৃশ্য দেখা গিয়েছিল। প্রথম উইকেট পেতে বাংলাদেশ দলকে অপেক্ষা করতে হয়েছিল ১৮তম ওভার পর্যন্ত। জনি বেয়ারস্টো ও বিধ্বংসী ডেভিড মালান ওপেনিং জুটিতে তুলেছিলেন ১১৫ রান। ১৮তম ওভারে বেয়ারস্টোকে বোল্ড করে জুটি ভাঙেন সেই সাকিবই।
আজ একটু ব্যতিক্রম ছিল—ইনিংসের তৃতীয় ওভারেই মোস্তাফিজুর রহমান ভাঙেন নিউজিল্যান্ডের ওপেনিং জুটি। ৯ রানে ফেরান রাচিন রবিন্দ্রকে। এর পরে দ্বিতীয় উইকেট পেতে ২১ ওভার পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল তাঁদের। কেন উইলিয়ামসনকে নিয়ে দ্বিতীয় উইকেটে ১০৫ বলে ৮০ রানের দারুণ একটি জুটি গড়েন আরেক ওপেনার ডেভন কনওয়ে।
২১তম ওভারের প্রথম বলেই কনওয়েকে ফিরিয়ে ব্রেক থ্রু এনে দেন সাকিবই। ৪৫ রানে এলবিডব্লিউর ফাঁদে পড়েন এই বাঁহাতি ব্যাটার। এর পর অবশ্য আর উইকেট নিতে পারেননি বাংলাদেশের বোলাররা। ফিফটি তুলে নিয়েছেন উইলিয়ামসন। এ প্রতিবেদন নিউজিল্যান্ডের সংগ্রহ ৩২.৪ ওভারে ২ উইকেটে ১৬০ রান। উইলিয়ামসন ৬৭ ও ড্যারিল মিচেল ৩০ রানে অপরাজিত আছেন।
ভারত ফাইনালে উঠেছে আগেই। টুর্নামেন্ট থেকে আগেই বিদায় নিশ্চিত হয়েছে শ্রীলঙ্কার। তাই দুই দলের গতকালের ম্যাচটি ছিল নিয়মরক্ষার। তবে কে জানত, এই ম্যাচে দেখা যাবে এমন রোমাঞ্চ! ভারতের ২০২ রানের জবাবে পাতুম নিশাঙ্কার সেঞ্চুরিতে শ্রীলঙ্কা তোলে ২০২ রান।
২ ঘণ্টা আগেদুর্দান্ত ছন্দে আছেন অভিষেক শর্মা। তাঁর দুর্বলতা খুঁজে পাওয়া বোলারদের বড্ড মুশকিলের কাজ হয়ে দাঁড়িয়েছে। টি-টোয়েন্টিতে কীভাবে ধারাবাহিক থাকতে হয়, সেই পথই যেন বাতলে দিচ্ছেন বাঁহাতি এই ব্যাটার। আজ তাঁর ঝোড়ো ব্যাটিংয়ে এশিয়া কাপের সুপার ফোরে নিয়মরক্ষার ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেট হারিয়ে ২০২ রান করেছ
৫ ঘণ্টা আগেবিসিবি নির্বাচনকে ঘিরে কয়েক দিন ধরে ক্রিকেটাররা সামাজিক যোগাযোগমাধ্যমে একই লেখা শেয়ার করছেন, ‘বিসিবি নির্বাচন ঘিরে যা যা হচ্ছে, এসব কাম্য নয়। এটা বাংলাদেশের ক্রিকেট ও ক্রিকেটারদের ভবিষ্যতের ব্যাপার। আমরা চাই, বিসিবি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হোক।’ এই পোস্ট দিয়েছেন জাতীয় দলের বর্তমান ও সাবেক
৮ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে শুরু থেকেই প্রভাব খাটানোর অভিযোগ তুলে আসছিলেন সভাপতি পদপ্রার্থী তামিম ইকবাল। তাঁর দাবি ছিল, তাঁর পক্ষের অনেক জেলা, বিভাগ ও ক্লাব সংগঠকের কাউন্সিলরশিপ আটকে দেওয়া হয়েছে। সেই অভিযোগ নিয়ে গতকাল তিনি হাজির হয়েছিলেন নির্বাচন কমিশনের শুনানিতে।
৯ ঘণ্টা আগে