ক্রীড়া ডেস্ক
চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের রেকর্ড এমনিতেও সমৃদ্ধ নয়। আইসিসির এই ইভেন্টে এশিয়ার দলটি এখন পর্যন্ত ১২ ম্যাচ খেলে জিতেছে ২টি। টুর্নামেন্টে জয় যে বাংলাদেশের কাছে ‘সোনার হরিণ’, সেটা বোঝাতে এই পরিসংখ্যানই যথেষ্ট।
দলীয় পারফরম্যান্সে যেখানে চ্যাম্পিয়নস ট্রফি বাংলাদেশের একরাশ হতাশা, তাতে বিব্রতকর এক রেকর্ডে নাম থাকাটা কি অস্বাভাবিক কিছু? সেই বিব্রতকর রেকর্ডটি হচ্ছে আইসিসির এই ইভেন্টটিতে সবচেয়ে বেশি শূন্য রানে আউট হওয়ার রেকর্ড। চ্যাম্পিয়নস ট্রফিতে সর্বোচ্চ চারবার ডাক মেরেছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার শেন ওয়াটসন। বিব্রতকর এই রেকর্ডে যৌথভাবে দুইয়ে আছেন চার ক্রিকেটার। বাংলাদেশের হাবিবুল বাশার সুমনের মতো তিনটি করে ডাক মেরেছেন নাথান অ্যাস্টল, সনাথ জয়াসুরিয়া ও শোয়েব মালিক।
চ্যাম্পিয়নস ট্রফিতে সুমন সর্বসাকল্যে খেলেছেন ৫ ম্যাচ। করেছেন ৪৮ রান। সর্বোচ্চ ৩০ রান করেছেন ২০০৬ সালে জয়পুরে জিম্বাবুয়ের বিপক্ষে। এই ম্যাচেই সেঞ্চুরি করেছিলেন শাহরিয়ার নাফীস। ১৬১ বলে ১৭ চার ও ১ ছক্কায় ১২৩ রান করে অপরাজিত থাকেন তিনি। ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারও উঠেছিল তাঁর হাতে।
২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের গ্রুপে পড়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ও নিউজিল্যান্ড। ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের টুর্নামেন্ট শুরু হচ্ছে। এরপর নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিমদের ফিরতে হবে পাকিস্তানে। ২৪ ও ২৭ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচ খেলবে বাংলাদেশ। বাংলাদেশ-নিউজিল্যান্ড, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দুটি হবে রাওয়ালপিন্ডিতে।
চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসে বাংলাদেশ সেরা ক্রিকেট খেলেছে ২০১৭ সালে। সেবারই প্রথমবারের মতো সেমিফাইনাল খেলে এশিয়ার দলটি।এজবাস্টনে সেমিতে বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়েছিল ভারত। তবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে ১৮০ রানে হেরে রানার্সআপ হয়েছিল ভারত। চ্যাম্পিয়নস ট্রফি সবশেষ ২০১৭ সালেই হয়েছে।
নাম | ইনিংস | দল |
---|---|---|
শেন ওয়াটসন | ৪ | অস্ট্রেলিয়া |
হাবিবুল বাশার সুমন | ৩ | বাংলাদেশ |
নাথান অ্যাস্টল | ৩ | নিউজিল্যান্ড |
সনাথ জয়াসুরিয়া | ৩ | শ্রীলঙ্কা |
শোয়েব মালিক | ৩ | পাকিস্তান |
চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের রেকর্ড এমনিতেও সমৃদ্ধ নয়। আইসিসির এই ইভেন্টে এশিয়ার দলটি এখন পর্যন্ত ১২ ম্যাচ খেলে জিতেছে ২টি। টুর্নামেন্টে জয় যে বাংলাদেশের কাছে ‘সোনার হরিণ’, সেটা বোঝাতে এই পরিসংখ্যানই যথেষ্ট।
দলীয় পারফরম্যান্সে যেখানে চ্যাম্পিয়নস ট্রফি বাংলাদেশের একরাশ হতাশা, তাতে বিব্রতকর এক রেকর্ডে নাম থাকাটা কি অস্বাভাবিক কিছু? সেই বিব্রতকর রেকর্ডটি হচ্ছে আইসিসির এই ইভেন্টটিতে সবচেয়ে বেশি শূন্য রানে আউট হওয়ার রেকর্ড। চ্যাম্পিয়নস ট্রফিতে সর্বোচ্চ চারবার ডাক মেরেছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার শেন ওয়াটসন। বিব্রতকর এই রেকর্ডে যৌথভাবে দুইয়ে আছেন চার ক্রিকেটার। বাংলাদেশের হাবিবুল বাশার সুমনের মতো তিনটি করে ডাক মেরেছেন নাথান অ্যাস্টল, সনাথ জয়াসুরিয়া ও শোয়েব মালিক।
চ্যাম্পিয়নস ট্রফিতে সুমন সর্বসাকল্যে খেলেছেন ৫ ম্যাচ। করেছেন ৪৮ রান। সর্বোচ্চ ৩০ রান করেছেন ২০০৬ সালে জয়পুরে জিম্বাবুয়ের বিপক্ষে। এই ম্যাচেই সেঞ্চুরি করেছিলেন শাহরিয়ার নাফীস। ১৬১ বলে ১৭ চার ও ১ ছক্কায় ১২৩ রান করে অপরাজিত থাকেন তিনি। ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারও উঠেছিল তাঁর হাতে।
২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের গ্রুপে পড়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ও নিউজিল্যান্ড। ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের টুর্নামেন্ট শুরু হচ্ছে। এরপর নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিমদের ফিরতে হবে পাকিস্তানে। ২৪ ও ২৭ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচ খেলবে বাংলাদেশ। বাংলাদেশ-নিউজিল্যান্ড, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দুটি হবে রাওয়ালপিন্ডিতে।
চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসে বাংলাদেশ সেরা ক্রিকেট খেলেছে ২০১৭ সালে। সেবারই প্রথমবারের মতো সেমিফাইনাল খেলে এশিয়ার দলটি।এজবাস্টনে সেমিতে বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়েছিল ভারত। তবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে ১৮০ রানে হেরে রানার্সআপ হয়েছিল ভারত। চ্যাম্পিয়নস ট্রফি সবশেষ ২০১৭ সালেই হয়েছে।
নাম | ইনিংস | দল |
---|---|---|
শেন ওয়াটসন | ৪ | অস্ট্রেলিয়া |
হাবিবুল বাশার সুমন | ৩ | বাংলাদেশ |
নাথান অ্যাস্টল | ৩ | নিউজিল্যান্ড |
সনাথ জয়াসুরিয়া | ৩ | শ্রীলঙ্কা |
শোয়েব মালিক | ৩ | পাকিস্তান |
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) সাকিব আল হাসান ফিরলেন তিন বছর পর। কিন্তু দীর্ঘদিন পর ওয়েস্ট ইন্ডিজের এই ফ্র্যাঞ্চাইজি লিগে ফিরেও রাঙাতে পারলেন না তিনি। ব্যাটিং-বোলিং কোথাও তিনি পারফরম্যান্সের ছাপ রাখতে পারেননি। এমনকি বাংলাদেশের অলরাউন্ডার মেজাজও হারিয়েছেন তাঁর সিপিএলে ফেরার দিনে।
৩০ মিনিট আগেশেষ হতে চলেছে চলতি বছরে বিসিবির হাইপারফরম্যান্স (এইচপি) দলের ক্যাম্প। ক্যাম্প ঠিকঠাক আয়োজনে যথেষ্ট ব্যয় ও সুযোগ-সুবিধা দেওয়ার ক্ষেত্রে বিসিবির কৃপণতা নেই। কিন্তু দীর্ঘ ক্যাম্প শেষে লক্ষ্য কতটা পূরণ হলো এইচপির, সে প্রশ্ন এসে যাচ্ছে।
১ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৭ মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। তাই আরও একটি অনূর্ধ্ব-১৭ মেয়েদের সাফ খেলতে যাওয়ার আগে শিরোপা ধরে রাখার কথাই বললেন বাংলাদেশ দলের অধিনায়ক অর্পিতা বিশ্বাস। ঢাকায় আজ সংবাদ সম্মেলনে অর্পিতা বললেন, ‘আপনাদের আমরা একটি ভালো টুর্নামেন্ট উপহার দিতে চাই।
১২ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বিপিএলের ফ্র্যাঞ্চাইজি চিটাগং কিংসের মধ্যে দীর্ঘদিনের টানাপোড়েন এখন চরমে। সমঝোতার সব দরজা বন্ধ হয়ে যাওয়ায় বিসিবি ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে চুক্তি বাতিল করেছে। চিটাগং কিংসের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান এস. কিউ. স্পোর্টস এন্টারপ্রাইজ লিমিটেডের কাছে বিসিবির পাওনা ৩৭ লাখ ৮২
১৪ ঘণ্টা আগে