Ajker Patrika

অবশেষে মাঠে বাংলাদেশ টাইগার্স

নিজস্ব প্রতিবেদক, বগুড়া থেকে
আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২২, ১৪: ৩২
অবশেষে মাঠে বাংলাদেশ টাইগার্স

বাংলাদেশ টাইগার্সের প্রথম অনুশীলন ক্যাম্প শুরু হয়েছে । গত বছরের জুনে জাতীয় দলের আশপাশে থাকা ক্রিকেটারদের নিয়ে এই ক্যাম্প করার পরিকল্পনা ছিল বিসিবির। অবশেষে বগুড়ায় শুরু হয়েছে মুমিনুল হকদের নিয়ে এই অনুশীলন ক্যাম্প।

শনিবার সকালের রোদ ফুটতেই শহীদ চান্দু স্টেডিয়ামের সেন্টার উইকেটের নেটে দেখা যায় মুমিনুল হককে। টেস্ট অধিনায়ককে বোলিং করছেন খালেদ আহমেদ। তাঁর নেটের পাশে দাঁড়িয়ে মুমিনুলের ব্যাটিংয়ে চোখ রাখছেন কোচ মিজানুর রহমান বাবুল। 

কিছু সময় মুমিনুলের ব্যাটিং দেখার পর এলেন অনুশীলন উইকেটের বক্স নেটে মোহাম্মদ মিঠুনের কাছে। বোলিং মেশিনে মিঠুনকে প্রায় ২০ মিনিট ধরে অনুশীলন করালেন প্রধান কোচ মিজানুর রহমান। একই সময়ে বাঁ দিকের নেট বক্সে চলছে ব্যাটারদের অনুশীলন। 

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে প্রথম দিন সকালের অনুশীলন ক্যাম্পের খণ্ড চিত্র এগুলো। মাঠে শুধু নয়, কিছু ক্রিকেটারকে নিয়ে ইনডোরেও সকাল থেকে শুরু হয়েছে অনুশীলন। ব্যাটিং কোচ আফতাব আহমেদের ক্লাসে সেখানে আছেন সাদা বলের বাইরে থাকা ক্রিকেটারদের নিয়ে গঠিত ‘ছায়া দলের’ বাকিরা। সকাল ৯টা থেকে টানা দেড় ঘণ্টা অনুশীলনের পর সাড়ে ১০টায় বিরতি দেওয়া হয়। 

২৩ সদস্যের বাংলাদেশ টাইগার্স দলের এই অনুশীলন মূলত দক্ষিণ আফ্রিকা সফর সামনে রেখেই করা। জানা গেছে, এই অনুশীলন ক্যাম্প চলবে আগামী ৮ মার্চ পর্যন্ত। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত