Ajker Patrika

বাংলাদেশকে গুঁড়িয়ে দেওয়া মহারাজই মাস সেরা

বাংলাদেশকে গুঁড়িয়ে দেওয়া মহারাজই মাস সেরা

দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশকে গুঁড়িয়ে দেওয়া দক্ষিণ আফ্রিকান স্পিনার কেশভ মহারাজ জিতেছেন আইসিসির মাস সেরার পুরস্কার। মেয়েদের বিভাগে এই খেতাবটি পেয়েছেন অস্ট্রেলিয়ান কিপার-ব্যাটার অ্যালিসা হিলি। গেল এপ্রিলের সেরা দুই ক্রিকেটারের নাম আজ ঘোষণা করেছে ক্রিকেটের অভিভাবক সংস্থা আইসিসি। 

ঘরের মাঠে হোম সিরিজে বাংলাদেশকে ধবলধোলাই করেছিল দক্ষিণ আফ্রিকা। সেখানে মুখ্য অবদান ছিল মহারাজের। দুই টেস্টে ১৬টি উইকেট নিয়েছেন এই স্পিনার। এর মধ্যে দুই ইনিংসে ৭টি করে উইকেট নেন প্রোটিয়া তারকা। এ ছাড়া ব্যাট হাতে ১০৮ রান করেন মহারাজ। দ্বিতীয় টেস্টে তো সেঞ্চুরির আভাস দিয়েও ৮৪ রানে আউট হয়েছিলেন তিনি। 

অবধারিতভাবেই দ্বিতীয় টেস্টের ম্যাচ সেরা এবং সিরিজ সেরার খেতাব পেয়েছেন মহারাজ। অলরাউন্ডিং এই পারফরম্যান্সের সুবাদে আইসিসির মাস সেরার ট্রফিও জিতেছেন মহারাজ। সেরার লড়াইয়ে ৩২ বছর বয়সী স্পিন অলরাউন্ডার হারান সতীর্থ সাইমন হারমার এবং ওমান ওপেনার যতিন্দার সিংকে। 

বিশ্বকাপ হাতে অস্ট্রেলিয়ান কিপার-ব্যাটার অ্যালিসা হিলি। মেয়েদের বিভাগে এই পুরস্কারটা উঠেছে হিলির হাতে। গত মাসের শুরুতে তাঁর দারুণ ব্যাটিংয়ে আইসিসি নারী বিশ্বকাপ জেতে অস্ট্রেলিয়া। ফাইনালে ১৩৮ বলে ১৭০ রানের বিস্ফোরক ইনিংস খেলে সেরার পুরস্কার পেয়েছেন এই কিপার-ব্যাটার। ক্যারিয়ার সেরা ইনিংসের আরও একটা স্বীকৃতি পেলেন হিলি। মাস সেরার লড়াইয়ে তিনি হারান ইংলিশ ব্যাটার ন্যাট স্কিভার ও উগান্ডার অলরাউন্ডার জানেত এমবাবাজি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

ছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ, গ্রাম্য সালিসের মাধ্যমে বিয়ে

কেশবপুরে সড়ক দুর্ঘটনায় স্বর্ণের কারিগরসহ দুই ব্যক্তি নিহত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত