ঢাকা: বেতন কাঠামো নিয়ে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের (এসএলসি) সঙ্গে খেলোয়াড়দের অচলাবস্থা যেন কাটছেই না। এসএলসির বার্ষিক কেন্দ্রীয় চুক্তির প্রস্তাব নিয়ে সন্তুষ্ট ছিলেন না ক্রিকেটাররা। বার্ষিক কেন্দ্রীয় চুক্তিতে তাই এখনো সই করেননি অনেক সিনিয়র ক্রিকেটার। এবার জানা গেছে, ইংল্যান্ড সফরের চুক্তিতেও সই করতে রাজি হননি করুনারত্নে-ম্যাথুসরা।
৯ জুন ইংল্যান্ডে রওনা দেওয়ার কথা করুনারত্নে-ডিকভেলাদের। হাতে ৭২ ঘণ্টারও কম সময় আছে। কিন্তু খেলোয়াড় আর বোর্ডের অচলাবস্থায় অনিশ্চয়তার মুখে পড়েছে ইংল্যান্ড সফর। প্রথমে ২৪ জন ক্রিকেটার চুক্তিতে সই না করার কথা জানিয়েছিলেন। এখন সেই সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে ৩৮-এ। ইংল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে আর তিনটি টি-টোয়েন্টি খেলার কথা রয়েছে ম্যাথুসদের।
খেলোয়াড়েরা তাঁদের আইনজীবীর মাধ্যমে জানিয়ে বলেছেন, ‘এসএলসির দেওয়া রেটিং পদ্ধতিতে স্বচ্ছতার সমস্যা আছে। এ কারণে আমরা সফরের চুক্তিতে সই করব না।’ খেলোয়াড়দের আইনজীবী নিশান প্রেমাথিরত্নে ইএসপিএনক্রিকইনফোকে বলেছেন, ‘সফরের চুক্তি ২০২১ সালের বার্ষিক কেন্দ্রীয় চুক্তির ওপর নির্ভর করে। আর সেটা এখনো সই-ই করা হয়নি।’
নতুন বেতন কাঠামো সাজিয়েছেন টেকনিক্যাল কমিটির প্রধান অরবিন্দ ডি সিলভা আর ডিরেক্টর অব ক্রিকেট টম মুডি। এর আগে কেন্দ্রীয় চুক্তিতে ছিলেন ৩০ জন খেলোয়াড়। এবার সেটা কমিয়ে ২৪ জন করা হয়েছে। এটাতেও খুশি নন ক্রিকেটাররা। চুক্তিতে সব খেলোয়াড়দের সঠিকভাবে মূল্যায়ন করা হয়নি দাবি করে খেলোয়াড়েরা বলেছেন, আগে যেসব খেলোয়াড়েরা ভালো করেছেন চুক্তিতে তাঁদের জন্য সমবণ্টন রাখা না হওয়া পর্যন্ত আমরা সই করবো না।’
চুক্তি সই করতে না চাওয়া খেলোয়াড়েরা
কুশল পেরেরা, দিমুথ করুনারত্নে, অ্যাঞ্জেলো ম্যাথুস, ধনঞ্জয়া ডি সিলভা, দিনেশ চান্ডিমাল, কুশল মেন্ডিস, নিরোশান ডিকভেলা, সুরঙ্গা লাকমল, দাসুন শানাকা, ওয়ানিদু হাসারাঙা, লাসিথ এম্বুলদেনিয়া, পাথুম নিশাঙ্কা, লাহিরু থিরিমান্নে, দুষ্মন্ত চামিরা, কাসুন রাজিথা, লক্ষ্মণ সান্দাকান, বিশ্ব ফার্নান্ডো, ইসুরু উদানা, ওশাদা ফার্নান্ডো, রমেশ মেন্ডিস, লাহিরু কুমারা, দানুশকা গুনাতিলকা, আশেন বান্দারা, আকিলা ধনঞ্জয়া, চামিকা করুনারত্নে, আশিথা ফার্নান্দো, বিনুরা ফার্নান্দো, শিরান ফার্নান্দো, আভিশকা ফার্নান্দো, ইশান জয়ারত্নে, চারিথ আসালঙ্কা, ধনঞ্জয়া লক্ষ্মণ, নুয়ান প্রদীপ, সাদিরা সামারাবিক্রমা, কামিল মিশারা, প্রাভিন জয়াবিক্রমা, রোশেন সিলভা, বিনোদ ভানুকা।
ঢাকা: বেতন কাঠামো নিয়ে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের (এসএলসি) সঙ্গে খেলোয়াড়দের অচলাবস্থা যেন কাটছেই না। এসএলসির বার্ষিক কেন্দ্রীয় চুক্তির প্রস্তাব নিয়ে সন্তুষ্ট ছিলেন না ক্রিকেটাররা। বার্ষিক কেন্দ্রীয় চুক্তিতে তাই এখনো সই করেননি অনেক সিনিয়র ক্রিকেটার। এবার জানা গেছে, ইংল্যান্ড সফরের চুক্তিতেও সই করতে রাজি হননি করুনারত্নে-ম্যাথুসরা।
৯ জুন ইংল্যান্ডে রওনা দেওয়ার কথা করুনারত্নে-ডিকভেলাদের। হাতে ৭২ ঘণ্টারও কম সময় আছে। কিন্তু খেলোয়াড় আর বোর্ডের অচলাবস্থায় অনিশ্চয়তার মুখে পড়েছে ইংল্যান্ড সফর। প্রথমে ২৪ জন ক্রিকেটার চুক্তিতে সই না করার কথা জানিয়েছিলেন। এখন সেই সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে ৩৮-এ। ইংল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে আর তিনটি টি-টোয়েন্টি খেলার কথা রয়েছে ম্যাথুসদের।
খেলোয়াড়েরা তাঁদের আইনজীবীর মাধ্যমে জানিয়ে বলেছেন, ‘এসএলসির দেওয়া রেটিং পদ্ধতিতে স্বচ্ছতার সমস্যা আছে। এ কারণে আমরা সফরের চুক্তিতে সই করব না।’ খেলোয়াড়দের আইনজীবী নিশান প্রেমাথিরত্নে ইএসপিএনক্রিকইনফোকে বলেছেন, ‘সফরের চুক্তি ২০২১ সালের বার্ষিক কেন্দ্রীয় চুক্তির ওপর নির্ভর করে। আর সেটা এখনো সই-ই করা হয়নি।’
নতুন বেতন কাঠামো সাজিয়েছেন টেকনিক্যাল কমিটির প্রধান অরবিন্দ ডি সিলভা আর ডিরেক্টর অব ক্রিকেট টম মুডি। এর আগে কেন্দ্রীয় চুক্তিতে ছিলেন ৩০ জন খেলোয়াড়। এবার সেটা কমিয়ে ২৪ জন করা হয়েছে। এটাতেও খুশি নন ক্রিকেটাররা। চুক্তিতে সব খেলোয়াড়দের সঠিকভাবে মূল্যায়ন করা হয়নি দাবি করে খেলোয়াড়েরা বলেছেন, আগে যেসব খেলোয়াড়েরা ভালো করেছেন চুক্তিতে তাঁদের জন্য সমবণ্টন রাখা না হওয়া পর্যন্ত আমরা সই করবো না।’
চুক্তি সই করতে না চাওয়া খেলোয়াড়েরা
কুশল পেরেরা, দিমুথ করুনারত্নে, অ্যাঞ্জেলো ম্যাথুস, ধনঞ্জয়া ডি সিলভা, দিনেশ চান্ডিমাল, কুশল মেন্ডিস, নিরোশান ডিকভেলা, সুরঙ্গা লাকমল, দাসুন শানাকা, ওয়ানিদু হাসারাঙা, লাসিথ এম্বুলদেনিয়া, পাথুম নিশাঙ্কা, লাহিরু থিরিমান্নে, দুষ্মন্ত চামিরা, কাসুন রাজিথা, লক্ষ্মণ সান্দাকান, বিশ্ব ফার্নান্ডো, ইসুরু উদানা, ওশাদা ফার্নান্ডো, রমেশ মেন্ডিস, লাহিরু কুমারা, দানুশকা গুনাতিলকা, আশেন বান্দারা, আকিলা ধনঞ্জয়া, চামিকা করুনারত্নে, আশিথা ফার্নান্দো, বিনুরা ফার্নান্দো, শিরান ফার্নান্দো, আভিশকা ফার্নান্দো, ইশান জয়ারত্নে, চারিথ আসালঙ্কা, ধনঞ্জয়া লক্ষ্মণ, নুয়ান প্রদীপ, সাদিরা সামারাবিক্রমা, কামিল মিশারা, প্রাভিন জয়াবিক্রমা, রোশেন সিলভা, বিনোদ ভানুকা।
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার দিনই সংক্ষিপ্ত সংস্করণ থেকে অবসর নেন রোহিত শর্মা। এবার ক্রিকেটের অভিজাত সংস্করণ টেস্ট থেকেও অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের অধিনায়ক। নিজেই অবসরের বিষয়টি নিশ্চিত করেছেন রোহিত।
১২ ঘণ্টা আগেবার্সেলোনার বিপক্ষে কঠিন লড়াইয়ের পর চ্যাম্পিয়নস লিগের ফাইনাল নিশ্চিত করেছে ইন্টার মিলান। ইতালিয়ান ক্লাবটিকে ফাইনাল পর্যন্ত তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন লাউতারো মার্তিনেজ। গতকাল সেমিফাইনালের দ্বিতীয় লেগেও দলের দুটি গোলে অবদান ছিল তাঁর। দলের প্রথম গোল নিজে করেছেন, আরেকটি তাঁকে বক্সে ফাউল করায় পেন
১৪ ঘণ্টা আগেভারত-পাকিস্তানের মধ্যে গতকাল রাত থেকে চলছে সামরিক যুদ্ধ। ভয়াবহ আকার ধারণ না করলেও এর রেশ ছড়িয়ে পড়েছে পুরো উপমহাদেশে। ক্রিকেটাররাও নিজ দেশের পাশে থাকার সমর্থন জানিয়ে পোস্ট করছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। সব মিলিয়ে যুদ্ধের একটা প্রভাব ক্রীড়াঙ্গনেও পড়ার আশঙ্কা করা হচ্ছে। চলমান পাকিস্তান সুপার লিগ (পিএসএল
১৫ ঘণ্টা আগেচলতি মৌসুম শেষে ম্যানচেস্টার সিটি ছাড়ার ঘোষণা দেওয়া কেভিন ডি ব্রুইনেকে দলে ভেড়ানোর চেষ্টায় ছিল ইন্টার মায়ামি। তবে এবার নিজেদের অবস্থান থেকে সরে এসেছে মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাবটি। ‘ডিসকভারি লিস্টের’ ডি ব্রুইনেকে তলে ভেড়ানোর আলোচনার অধিকার ছেড়ে দিয়েছে মায়ামি।
১৫ ঘণ্টা আগে