ক্রীড়া ডেস্ক
পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটে একাধিক নতুন নিয়ম কার্যকরের সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এর মধ্যে উল্লেখযোগ্য একটি হলো টি-টোয়েন্টি ক্রিকেটে পাওয়ার-প্লে নিয়ে নতুন নিয়ম। আগামী ২ জুলাই থেকে শুরু হতে যাওয়া নতুন নিয়ম অনুযায়ী, ইনিংসের দৈর্ঘ্য কমে গেলে পাওয়ার-প্লে আর পূর্ণ ওভারে নয়, বরং কাছাকাছি বল সংখ্যায় নির্ধারণ করা হবে। খেলা যত ওভারে হবে তার প্রায় ৩০ শতাংশ বল হবে পাওয়ার-প্লে।
এখন পর্যন্ত প্রচলিত নিয়মে ২০ ওভারের ইনিংসে প্রথম ছয় ওভার পাওয়ার-প্লে থাকে। কিন্তু বৃষ্টির কারণে ম্যাচ ওভার কমে গেলে, পূর্ণ ওভারে পাওয়ার-প্লে নির্ধারণ করায় ব্যতিক্রমী পরিস্থিতি তৈরি হতো। নতুন নিয়মে সেই অসামঞ্জস্য কমে আসবে। যেমন আট ওভারের ম্যাচে পাওয়ার-প্লে হবে ২.২ ওভার, যেখানে কেবল দুজন ফিল্ডার ৩০ গজ বৃত্তের বাইরে থাকতে পারবে। নয় ওভারের ইনিংসে পাওয়ার-প্লে হবে ২.৪ ওভার। এতে পাওয়ার প্লের অনুপাত ইনিংসের মোট দৈর্ঘ্যের কাছাকাছি—প্রায় ৩০ শতাংশ বল থাকবে পাওয়ার-প্লে।
আইসিসি জানিয়েছে, ইংল্যান্ডের ‘টি-টোয়েন্টি ব্লাস্ট’ টুর্নামেন্টে অনেক বছর ধরেই এই বলভিত্তিক পাওয়ার-প্লে পদ্ধতি ব্যবহার হচ্ছে। ওভারের মাঝপথে পাওয়ার-প্লে শেষ হওয়ায় কোনো সমস্যায় পড়েননি খেলোয়াড় বা আম্পায়াররা। এখন এই পদ্ধতিকে আইসিসির পুরুষ ক্রিকেট কমিটি পছন্দনীয় মানদণ্ড হিসেবে গ্রহণ করেছে।
ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, টি-টোয়েন্টির এ নতুন নিয়ম কার্যকর হবে ২ জুলাই থেকে। সামনে আন্তর্জাতিক টি-টোয়েন্টি সিরিজ আছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার। ১০ জুলাই থেকে ৩ ম্যাচের সিরিজ খেলবে এ দুই দল। সে হিসেবে ওই সিরিজ দিয়েই টি-টোয়েন্টির পাওয়ার-প্লে নিয়ম চালু হচ্ছে।
পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটে একাধিক নতুন নিয়ম কার্যকরের সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এর মধ্যে উল্লেখযোগ্য একটি হলো টি-টোয়েন্টি ক্রিকেটে পাওয়ার-প্লে নিয়ে নতুন নিয়ম। আগামী ২ জুলাই থেকে শুরু হতে যাওয়া নতুন নিয়ম অনুযায়ী, ইনিংসের দৈর্ঘ্য কমে গেলে পাওয়ার-প্লে আর পূর্ণ ওভারে নয়, বরং কাছাকাছি বল সংখ্যায় নির্ধারণ করা হবে। খেলা যত ওভারে হবে তার প্রায় ৩০ শতাংশ বল হবে পাওয়ার-প্লে।
এখন পর্যন্ত প্রচলিত নিয়মে ২০ ওভারের ইনিংসে প্রথম ছয় ওভার পাওয়ার-প্লে থাকে। কিন্তু বৃষ্টির কারণে ম্যাচ ওভার কমে গেলে, পূর্ণ ওভারে পাওয়ার-প্লে নির্ধারণ করায় ব্যতিক্রমী পরিস্থিতি তৈরি হতো। নতুন নিয়মে সেই অসামঞ্জস্য কমে আসবে। যেমন আট ওভারের ম্যাচে পাওয়ার-প্লে হবে ২.২ ওভার, যেখানে কেবল দুজন ফিল্ডার ৩০ গজ বৃত্তের বাইরে থাকতে পারবে। নয় ওভারের ইনিংসে পাওয়ার-প্লে হবে ২.৪ ওভার। এতে পাওয়ার প্লের অনুপাত ইনিংসের মোট দৈর্ঘ্যের কাছাকাছি—প্রায় ৩০ শতাংশ বল থাকবে পাওয়ার-প্লে।
আইসিসি জানিয়েছে, ইংল্যান্ডের ‘টি-টোয়েন্টি ব্লাস্ট’ টুর্নামেন্টে অনেক বছর ধরেই এই বলভিত্তিক পাওয়ার-প্লে পদ্ধতি ব্যবহার হচ্ছে। ওভারের মাঝপথে পাওয়ার-প্লে শেষ হওয়ায় কোনো সমস্যায় পড়েননি খেলোয়াড় বা আম্পায়াররা। এখন এই পদ্ধতিকে আইসিসির পুরুষ ক্রিকেট কমিটি পছন্দনীয় মানদণ্ড হিসেবে গ্রহণ করেছে।
ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, টি-টোয়েন্টির এ নতুন নিয়ম কার্যকর হবে ২ জুলাই থেকে। সামনে আন্তর্জাতিক টি-টোয়েন্টি সিরিজ আছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার। ১০ জুলাই থেকে ৩ ম্যাচের সিরিজ খেলবে এ দুই দল। সে হিসেবে ওই সিরিজ দিয়েই টি-টোয়েন্টির পাওয়ার-প্লে নিয়ম চালু হচ্ছে।
জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
৫ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
৬ ঘণ্টা আগেআগের দিন বাংলাদেশকে হারিয়ে ফাইনালে নাম লেখায় ভারত। তাই আজ বাংলাদেশ-পাকিস্তানের সুপার ফোরের লড়াইটি হয়ে দাঁড়ায় এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল। যে দল জিতবে সে দলই নাম লেখাবে ফাইনাল।
৭ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বল সালমান আলী আগার ব্যাট ছুঁয়ে চলে গিয়েছিল উইকেটের পেছনে থাকা জাকের আলীর গ্লাভসে। বোলার-ফিল্ডাররা আবেদন করলেও আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। দলের বিপর্যয়ে যখন ব্যাটিং দৃঢ়তা দেখানোর কথা, তখনই দলের বিপদ বাড়িয়ে ফিরে গেলেন অধিনায়ক সালমান।
৮ ঘণ্টা আগে