Ajker Patrika

বাংলাদেশের ম্যাচ দিয়েই পাওয়ার-প্লের নতুন নিয়ম

ক্রীড়া ডেস্ক    
বাংলাদেশের ম্যাচ দিয়েই পাওয়ার-প্লের নতুন নিয়ম। ছবি: এএফপি
বাংলাদেশের ম্যাচ দিয়েই পাওয়ার-প্লের নতুন নিয়ম। ছবি: এএফপি

পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটে একাধিক নতুন নিয়ম কার্যকরের সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এর মধ্যে উল্লেখযোগ্য একটি হলো টি-টোয়েন্টি ক্রিকেটে পাওয়ার-প্লে নিয়ে নতুন নিয়ম। আগামী ২ জুলাই থেকে শুরু হতে যাওয়া নতুন নিয়ম অনুযায়ী, ইনিংসের দৈর্ঘ্য কমে গেলে পাওয়ার-প্লে আর পূর্ণ ওভারে নয়, বরং কাছাকাছি বল সংখ্যায় নির্ধারণ করা হবে। খেলা যত ওভারে হবে তার প্রায় ৩০ শতাংশ বল হবে পাওয়ার-প্লে।

এখন পর্যন্ত প্রচলিত নিয়মে ২০ ওভারের ইনিংসে প্রথম ছয় ওভার পাওয়ার-প্লে থাকে। কিন্তু বৃষ্টির কারণে ম্যাচ ওভার কমে গেলে, পূর্ণ ওভারে পাওয়ার-প্লে নির্ধারণ করায় ব্যতিক্রমী পরিস্থিতি তৈরি হতো। নতুন নিয়মে সেই অসামঞ্জস্য কমে আসবে। যেমন আট ওভারের ম্যাচে পাওয়ার-প্লে হবে ২.২ ওভার, যেখানে কেবল দুজন ফিল্ডার ৩০ গজ বৃত্তের বাইরে থাকতে পারবে। নয় ওভারের ইনিংসে পাওয়ার-প্লে হবে ২.৪ ওভার। এতে পাওয়ার প্লের অনুপাত ইনিংসের মোট দৈর্ঘ্যের কাছাকাছি—প্রায় ৩০ শতাংশ বল থাকবে পাওয়ার-প্লে।

আইসিসি জানিয়েছে, ইংল্যান্ডের ‘টি-টোয়েন্টি ব্লাস্ট’ টুর্নামেন্টে অনেক বছর ধরেই এই বলভিত্তিক পাওয়ার-প্লে পদ্ধতি ব্যবহার হচ্ছে। ওভারের মাঝপথে পাওয়ার-প্লে শেষ হওয়ায় কোনো সমস্যায় পড়েননি খেলোয়াড় বা আম্পায়াররা। এখন এই পদ্ধতিকে আইসিসির পুরুষ ক্রিকেট কমিটি পছন্দনীয় মানদণ্ড হিসেবে গ্রহণ করেছে।

ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, টি-টোয়েন্টির এ নতুন নিয়ম কার্যকর হবে ২ জুলাই থেকে। সামনে আন্তর্জাতিক টি-টোয়েন্টি সিরিজ আছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার। ১০ জুলাই থেকে ৩ ম্যাচের সিরিজ খেলবে এ দুই দল। সে হিসেবে ওই সিরিজ দিয়েই টি-টোয়েন্টির পাওয়ার-প্লে নিয়ম চালু হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত