ক্রীড়া ডেস্ক
মাঠের চেয়ে মাঠের বাইরের ঘটনা নিয়ে এবারের চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে আলোচনা-সমালোচনা হচ্ছে বেশি। যার মধ্যে পাকিস্তানে ভুল করে ভারতের জাতীয় সংগীত বাজানোর ব্যাপারটি হয়ে গেছে ‘হট টপিক’। অদ্ভুতুড়ে এই ঘটনা নিয়ে এবার কথা বলেছেন পাকিস্তানের সাবেক লেগস্পিনার দানিশ কানেরিয়া।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে গত ২২ ফেব্রুয়ারি মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড। ম্যাচ শুরুর আগে অস্ট্রেলিয়ার জাতীয় সংগীতের সময় বেজে ওঠে ভারতের জাতীয় সংগীত ‘জনগণ মন অধিনায়ক হে’। মুহূর্তেই এটা সামাজিকমাধ্যমে ভাইরাল হয়ে যায়। আলোচিত এই ঘটনা নিয়ে গতকাল ভারতের বার্তা সংস্থা আইএএনএসকে কানেরিয়া বলেন, ‘লাহোরে যে ভুল হয়েছে, আশা করি পিসিবি সেই ভুল করবে না। অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচে ভুল করে ভারতের সংগীত বাজানো হয়েছে। সমস্ত ধরনের বিতর্কিত জিনিস থেকে দূরে থাকতে পিসিবির কঠোর নীতি প্রণয়ন করা উচিত। ক্রিকেটে মনোযোগ দেওয়া উচিত।’
চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের বিপক্ষে বিব্রতকর হারের পর চাকরি হারানোর শঙ্কায় পাকিস্তানের অন্তর্বর্তী কোচ আকিব জাভেদ। চ্যাম্পিয়নস ট্রফিতে বাজে পারফরম্যান্সের কারণে পাকিস্তানের কোচিং স্টাফ পুরোপুরি বদলে ফেলা হবে বলে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে পিসিবির এক সূত্র জানিয়েছে। কানেরিয়া তেমন কিছু না বললেও বোর্ডকে কঠোর হতে বলেছেন।
কোচ, নির্বাচক, অধিনায়ক সবাইকে জবাবদিহির আওতায় আনা পিসিবির উচিত বলে মনে করেন কানেরিয়া। পাকিস্তানের সাবেক লেগস্পিনার বলেন, ‘নির্বাচক, কোচ, অধিনায়কদের এক বছরের সময় বেঁধে দেওয়া উচিত এবং এটা বলা উচিত, আমাদের ফল চাই। যদি তারা এক বছরের মধ্যে তেমনটা না করতে পারে, তাহলে স্বেচ্ছায় পদত্যাগ করা উচিত। নিয়ম আরও কঠিন হওয়া প্রয়োজন। বন্ধুত্বপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ আচরণে কাজ হবে না।’
আট দলের চ্যাম্পিয়নস ট্রফি এখন ছয় দলের টুর্নামেন্টে পরিণত হয়েছে। কারণ, রাওয়ালপিন্ডিতে গতকাল বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়ে নিউজিল্যান্ড। তাতে করে বাংলাদেশ-পাকিস্তানের বিদায় ঘণ্টা বেজে গেছে গ্রুপ পর্বেই। কানেরিয়া বলেন, ‘তারা (পাকিস্তান) টুর্নামেন্ট থেকে তো ছিটকেই গেছে। এখন টুর্নামেন্টটা কীভাবে সুন্দরমতো চালানো যায়, সেদিকে মনোযোগ দেওয়া উচিত। ভারত-নিউজিল্যান্ড দুবাইয়ে ফাইনাল খেলছে এবং পাকিস্তান সেটার আয়োজক—এটা দেখতে খুবই ভালো লাগবে।’
বিতর্কিত ঘটনা এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে একেবারে কম হয়নি। দুবাইয়ে ২০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশ-ভারত ম্যাচে সম্প্রচারক চ্যানেলে আয়োজক পাকিস্তানের নাম লেখা ছিল না। পরে আইসিসিকে চিঠি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসি সেই ব্যাখ্যায় ‘কারিগরি ত্রুটি’ বলে উল্লেখ করেছিল। এটার রেশ কাটতে না কাটতেই ২২ ফেব্রুয়ারি লাহোরে ভুল করে ভারতের জাতীয় সংগীত বাজানোর ঘটনা। ভীষণ ক্ষুব্ধ পাকিস্তান এই ঘটনারও ব্যাখ্যা চেয়েছে।
মাঠের চেয়ে মাঠের বাইরের ঘটনা নিয়ে এবারের চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে আলোচনা-সমালোচনা হচ্ছে বেশি। যার মধ্যে পাকিস্তানে ভুল করে ভারতের জাতীয় সংগীত বাজানোর ব্যাপারটি হয়ে গেছে ‘হট টপিক’। অদ্ভুতুড়ে এই ঘটনা নিয়ে এবার কথা বলেছেন পাকিস্তানের সাবেক লেগস্পিনার দানিশ কানেরিয়া।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে গত ২২ ফেব্রুয়ারি মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড। ম্যাচ শুরুর আগে অস্ট্রেলিয়ার জাতীয় সংগীতের সময় বেজে ওঠে ভারতের জাতীয় সংগীত ‘জনগণ মন অধিনায়ক হে’। মুহূর্তেই এটা সামাজিকমাধ্যমে ভাইরাল হয়ে যায়। আলোচিত এই ঘটনা নিয়ে গতকাল ভারতের বার্তা সংস্থা আইএএনএসকে কানেরিয়া বলেন, ‘লাহোরে যে ভুল হয়েছে, আশা করি পিসিবি সেই ভুল করবে না। অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচে ভুল করে ভারতের সংগীত বাজানো হয়েছে। সমস্ত ধরনের বিতর্কিত জিনিস থেকে দূরে থাকতে পিসিবির কঠোর নীতি প্রণয়ন করা উচিত। ক্রিকেটে মনোযোগ দেওয়া উচিত।’
চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের বিপক্ষে বিব্রতকর হারের পর চাকরি হারানোর শঙ্কায় পাকিস্তানের অন্তর্বর্তী কোচ আকিব জাভেদ। চ্যাম্পিয়নস ট্রফিতে বাজে পারফরম্যান্সের কারণে পাকিস্তানের কোচিং স্টাফ পুরোপুরি বদলে ফেলা হবে বলে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে পিসিবির এক সূত্র জানিয়েছে। কানেরিয়া তেমন কিছু না বললেও বোর্ডকে কঠোর হতে বলেছেন।
কোচ, নির্বাচক, অধিনায়ক সবাইকে জবাবদিহির আওতায় আনা পিসিবির উচিত বলে মনে করেন কানেরিয়া। পাকিস্তানের সাবেক লেগস্পিনার বলেন, ‘নির্বাচক, কোচ, অধিনায়কদের এক বছরের সময় বেঁধে দেওয়া উচিত এবং এটা বলা উচিত, আমাদের ফল চাই। যদি তারা এক বছরের মধ্যে তেমনটা না করতে পারে, তাহলে স্বেচ্ছায় পদত্যাগ করা উচিত। নিয়ম আরও কঠিন হওয়া প্রয়োজন। বন্ধুত্বপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ আচরণে কাজ হবে না।’
আট দলের চ্যাম্পিয়নস ট্রফি এখন ছয় দলের টুর্নামেন্টে পরিণত হয়েছে। কারণ, রাওয়ালপিন্ডিতে গতকাল বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়ে নিউজিল্যান্ড। তাতে করে বাংলাদেশ-পাকিস্তানের বিদায় ঘণ্টা বেজে গেছে গ্রুপ পর্বেই। কানেরিয়া বলেন, ‘তারা (পাকিস্তান) টুর্নামেন্ট থেকে তো ছিটকেই গেছে। এখন টুর্নামেন্টটা কীভাবে সুন্দরমতো চালানো যায়, সেদিকে মনোযোগ দেওয়া উচিত। ভারত-নিউজিল্যান্ড দুবাইয়ে ফাইনাল খেলছে এবং পাকিস্তান সেটার আয়োজক—এটা দেখতে খুবই ভালো লাগবে।’
বিতর্কিত ঘটনা এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে একেবারে কম হয়নি। দুবাইয়ে ২০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশ-ভারত ম্যাচে সম্প্রচারক চ্যানেলে আয়োজক পাকিস্তানের নাম লেখা ছিল না। পরে আইসিসিকে চিঠি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসি সেই ব্যাখ্যায় ‘কারিগরি ত্রুটি’ বলে উল্লেখ করেছিল। এটার রেশ কাটতে না কাটতেই ২২ ফেব্রুয়ারি লাহোরে ভুল করে ভারতের জাতীয় সংগীত বাজানোর ঘটনা। ভীষণ ক্ষুব্ধ পাকিস্তান এই ঘটনারও ব্যাখ্যা চেয়েছে।
৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দলের পাকিস্তান সফর শুরু হচ্ছে আগামী ২১ মে। তার আগে আরব আমিরাতে একটি দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ সবশেষ দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে ২০২২ সালের সেপ্টেম্বরে।
৪ ঘণ্টা আগেআর্চারি ফেডারেশনের অ্যাডহক কমিটি নিয়ে বিতর্ক যেন কাটছেই না। এবার এই কমিটিকে স্বীকৃতি দিতে নারাজ বিশ্ব আর্চারি সংস্থা। গত ২৮ এপ্রিল অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক তানভীর আহমেদকে পাঠানো চিঠিতে এমনটা জানায় তারা।
৫ ঘণ্টা আগেসকালের সূর্যোদয় দেখলেই বোঝা যায় দিনটা কেমন যাবে। স্প্যানিশ বিস্ময় বালক লামিন ইয়ামাল মাত্র ১৭ বছর বয়সেই স্পেনের হয়ে ইউরো জিতেছেন। লা লিগার এবারের মৌসুমেই নিয়মিত আলো ছড়াচ্ছেন প্রতি ম্যাচেই। তাঁর পারফরম্যান্স নজর কেড়েছে কিংবদন্তিদেরও। লিওনেল মেসি থেকে ক্রিস্টিয়ানো রোনালদো সবার মুখেই প্রশংসা
৫ ঘণ্টা আগেচট্টগ্রাম টেস্টের তৃতীয় সেশনেই ৮ উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে। বাংলাদেশের সম্মিলিত স্পিন আক্রমণে দিশেহারা হয়ে উঠে তাদের ব্যাটিং অর্ডার। ম্যাচশেষে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, খেলা আজই শেষ করতে চেয়েছেন তাঁরা। চতুর্থ দিন না গড়াতে কঠিন বল করে গেছেন বোলাররা।
৫ ঘণ্টা আগে