Ajker Patrika

পাকিস্তানের বিপক্ষে রেকর্ড জয় ভারতের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পাকিস্তানের বিপক্ষে রেকর্ড জয় ভারতের

ভারতের বিপক্ষে বোলিং-ব্যাটিং কিছুতেই পেরে উঠল না পাকিস্তান। শাহিন শাহ আফ্রিদি-নাসিম শাহদের ওপর তাণ্ডব চালিয়ে আগে ব্যাটিং করে ৩৫৬ রান করেছিল ভারত। বড় লক্ষ্য তাড়ায় নেমে কুলদীপ যাদবের ঘূর্ণিতে নাকাল পাকিস্তানের ব্যাটাররা। ৩২ ওভারে ১২৮ রানে গুটিয়ে যায় তারা। ভারত জিতেছে ২২৮ রানে। 

ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে রানে এটাই সবচেয়ে বড় জয় ভারতের। এর আগে সবচেয়ে বড় জয়টি ছিল ১৪০ রানের। ২০০৮ সালে মিরপুরে এসেছিল তাদের সে জয়।

ভারতের ৩৫৬ রান তাড়া করতে হলে দুর্দান্ত কিছু করতে হতো পাকিস্তানের টপ অর্ডার ব্যাটারদের। কিন্তু শুরুতেই পিছিয়ে যায় পাকিস্তান। ৪৩ রানে টপ অর্ডারের গুরুত্বপূর্ণ দুটি উইকেট হারায় তারা। দলীয় ১৭ রানে জসপ্রীত বুমরার ফুল লেংথের বল ডিফেন্স করতে গিয়ে  স্লিপে শুভমান গিলের হাতে ক্যাচ হয়ে ফেরেন ইমাম-উল-হক। আউট হওয়ার আগে করেন ৯ রান। লক্ষ্য যখন বড়, অধিনায়কের দায়িত্বও বেড়ে গিয়েছিল অনেক। দারুণ কিছু করতে হতো বাবর আজমকে। কিন্তু ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ব্যাটারও এদিন তেমন কিছু করতে পারেননি। হার্দিক পান্ডিয়ার ইনসুইং বুঝে উঠতে পারেননি বাবর। ব্যাট-প্যাডের মাঝ দিয়ে বল আঘাত করে অফস্টাম্পে। ২৪ বলে ১০ রানে ফেরেন তিনি। এরপর ১১ ওভারে পাকিস্তান রান যখন ৪৪, প্রেমাদাসা স্টেডিয়ামে নামে বৃষ্টি।

বৃষ্টি বিরতির পর খেলা শুরু হলেও পাকিস্তান ম্যাচের নিয়ন্ত্রণ নিতে পারেনি। উল্টো ৯৬ রানেই প্রথম ৫ ব্যাটারকে হারিয়ে ফেলে তারা। ব্যক্তিগত ২৭ রানে ফখর জামান, ২ রানে মোহাম্মদ রিজওয়ান, ২৩ রানে সালমান আলি আগা, ৬ রানে শাদাব খান এবং ২৩ রানে ফেরেন ইফতিখার আহমেদ। শেষ পর্যন্ত ফখরের ২৭ রানই পাকিস্তানের ইনিংস সর্বোচ্চ।

 চোটের শঙ্কা থাকায় নাসিম শাহ ও হারিস রউফ ব্যাটিংয়ে নামেননি। ৮ উইকেট গেলেই শেষ হয় পাকিস্তানের ইনিংস। মাত্র ৮ ওভারে ২৫ রান দিয়ে পাকিস্তানের ৫টি উইকেটই নিয়েছেন চায়নাম্যান খ্যাত কুলদীপ যাদব।

এর আগে বিরাট কোহলি ও লোকেশ রাহুলের সেঞ্চুরিতে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে রেকর্ড রান সংগ্রহ করেছিল ভারত। কোহলির ১২২ ও লোকেশের ১১১ রানের সৌজন্যে আগে ব্যাট করে ৩৫৬ রান বিশাল সংগ্রহ পায় তারা। ওয়ানডে সংস্করণে পাকিস্তানের বিপক্ষে যৌথ সর্বোচ্চ সংগ্রহ এটি। এর আগে ২০০৫ সালে বিশাখাপত্তমে ৩৫৬ রান করেছিল ভারত। আগামীকাল একই মাঠে শ্রীলঙ্কার বিপক্ষ মাঠে নামবে রোহিত শর্মার দল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত