Ajker Patrika

শঙ্কা কাটিয়ে দ্বিতীয় ম্যাচে খেলবেন মুশফিক

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ০৪ মার্চ ২০২২, ১৩: ৩১
শঙ্কা কাটিয়ে দ্বিতীয় ম্যাচে খেলবেন মুশফিক

আঙুলের চোটে আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ছিলেন না মুশফিকুর রহিম। তবে দ্বিতীয় ম্যাচের আগে বাংলাদেশ দলে স্বস্তির খবর, আজ সকাল থেকে দলীয় অনুশীলনে ব্যাটিং করেছেন মুশফিক। স্পিনের পাশাপাশি পেসারদের বিপক্ষে বেশ স্বচ্ছন্দে ব্যাটিং করছেন দেশের অভিজ্ঞ এই উইকেটরক্ষক-ব্যাটার।

সকালে ইনডোরের নেটে কোচ রাসেল ডমিঙ্গো ও ব্যাটিং পরামর্শক জেমি সিডন্সকে নিয়ে ব্যাটিং অনুশীলন করেন মুশি। পরে বিসিবির মিডিয়া থেকে জানানো হয়েছে, আগামীকালে ম্যাচে খেলতে পারবেন মুশফিক।

বিসিবির ফিজিও বায়েজিদ ইসলাম বলেন, ‘গত ২ মার্চ মুশফিকের ডান হাতের বৃদ্ধাঙ্গুলে বল লাগার পর এক্স-রে করানো হয়েছিল। এক্স-রে রিপোর্টে খারাপ কিছু আসেনি। এ জন্য আমরা তাকে পর্যবেক্ষণে রেখেছিলাম। এরপর আজ সে ব্যাটিং অনুশীলন করল। স্পিন বোলিং, পেসও বোলিংও। সব মিলিয়ে চিন্তার কোনো কারণ নেই। আগামীকালের ম্যাচে সে খেলতে পারবে।’

এর আগে প্রথম টি-টোয়েন্টির আগের দিন ইনডোরে ব্যাটিং অনুশীলনের সময় শরীফুলের বলে ডান হাতের বৃদ্ধাঙ্গুলে চোট পেয়েছিলেন মুশফিক। পরে অস্বস্তি নিয়ে দ্রুত মাঠ ছাড়েন। এই চোটে নিজের শততম টি-টোয়েন্টি ম্যাচে খেলা হয়নি তাঁর। আগামীকাল সিরিজের দ্বিতীয় ম্যাচে নিজের শততম টি-টোয়েন্টি খেলতে নামবেন মুশফিক। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত