নিজস্ব প্রতিবেদক
আঙুলের চোটে আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ছিলেন না মুশফিকুর রহিম। তবে দ্বিতীয় ম্যাচের আগে বাংলাদেশ দলে স্বস্তির খবর, আজ সকাল থেকে দলীয় অনুশীলনে ব্যাটিং করেছেন মুশফিক। স্পিনের পাশাপাশি পেসারদের বিপক্ষে বেশ স্বচ্ছন্দে ব্যাটিং করছেন দেশের অভিজ্ঞ এই উইকেটরক্ষক-ব্যাটার।
সকালে ইনডোরের নেটে কোচ রাসেল ডমিঙ্গো ও ব্যাটিং পরামর্শক জেমি সিডন্সকে নিয়ে ব্যাটিং অনুশীলন করেন মুশি। পরে বিসিবির মিডিয়া থেকে জানানো হয়েছে, আগামীকালে ম্যাচে খেলতে পারবেন মুশফিক।
বিসিবির ফিজিও বায়েজিদ ইসলাম বলেন, ‘গত ২ মার্চ মুশফিকের ডান হাতের বৃদ্ধাঙ্গুলে বল লাগার পর এক্স-রে করানো হয়েছিল। এক্স-রে রিপোর্টে খারাপ কিছু আসেনি। এ জন্য আমরা তাকে পর্যবেক্ষণে রেখেছিলাম। এরপর আজ সে ব্যাটিং অনুশীলন করল। স্পিন বোলিং, পেসও বোলিংও। সব মিলিয়ে চিন্তার কোনো কারণ নেই। আগামীকালের ম্যাচে সে খেলতে পারবে।’
এর আগে প্রথম টি-টোয়েন্টির আগের দিন ইনডোরে ব্যাটিং অনুশীলনের সময় শরীফুলের বলে ডান হাতের বৃদ্ধাঙ্গুলে চোট পেয়েছিলেন মুশফিক। পরে অস্বস্তি নিয়ে দ্রুত মাঠ ছাড়েন। এই চোটে নিজের শততম টি-টোয়েন্টি ম্যাচে খেলা হয়নি তাঁর। আগামীকাল সিরিজের দ্বিতীয় ম্যাচে নিজের শততম টি-টোয়েন্টি খেলতে নামবেন মুশফিক।
আঙুলের চোটে আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ছিলেন না মুশফিকুর রহিম। তবে দ্বিতীয় ম্যাচের আগে বাংলাদেশ দলে স্বস্তির খবর, আজ সকাল থেকে দলীয় অনুশীলনে ব্যাটিং করেছেন মুশফিক। স্পিনের পাশাপাশি পেসারদের বিপক্ষে বেশ স্বচ্ছন্দে ব্যাটিং করছেন দেশের অভিজ্ঞ এই উইকেটরক্ষক-ব্যাটার।
সকালে ইনডোরের নেটে কোচ রাসেল ডমিঙ্গো ও ব্যাটিং পরামর্শক জেমি সিডন্সকে নিয়ে ব্যাটিং অনুশীলন করেন মুশি। পরে বিসিবির মিডিয়া থেকে জানানো হয়েছে, আগামীকালে ম্যাচে খেলতে পারবেন মুশফিক।
বিসিবির ফিজিও বায়েজিদ ইসলাম বলেন, ‘গত ২ মার্চ মুশফিকের ডান হাতের বৃদ্ধাঙ্গুলে বল লাগার পর এক্স-রে করানো হয়েছিল। এক্স-রে রিপোর্টে খারাপ কিছু আসেনি। এ জন্য আমরা তাকে পর্যবেক্ষণে রেখেছিলাম। এরপর আজ সে ব্যাটিং অনুশীলন করল। স্পিন বোলিং, পেসও বোলিংও। সব মিলিয়ে চিন্তার কোনো কারণ নেই। আগামীকালের ম্যাচে সে খেলতে পারবে।’
এর আগে প্রথম টি-টোয়েন্টির আগের দিন ইনডোরে ব্যাটিং অনুশীলনের সময় শরীফুলের বলে ডান হাতের বৃদ্ধাঙ্গুলে চোট পেয়েছিলেন মুশফিক। পরে অস্বস্তি নিয়ে দ্রুত মাঠ ছাড়েন। এই চোটে নিজের শততম টি-টোয়েন্টি ম্যাচে খেলা হয়নি তাঁর। আগামীকাল সিরিজের দ্বিতীয় ম্যাচে নিজের শততম টি-টোয়েন্টি খেলতে নামবেন মুশফিক।
গতকাল শেষ হওয়া চট্টগ্রাম টেস্ট দিয়ে ম্যাচ রেফারি হিসেবে ১৪ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন ডেভিড বুন। তাঁর নতুন পরিচয় এখন ক্রিকেট অস্ট্রেলিয়ার বোর্ড পরিচালক। যদিও আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেননি কিংবদন্তি এই ক্রিকেটার।
৫ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে প্রথম লেগে ঘরের মাঠে ইন্টার মিলানের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছে বার্সেলোনা। ফিরতি লেগে ৬ মে সান সিরোতে মুখোমুখি হবে দুই দল। তবে মিলানে যাওয়ার আগে ধাক্কা খেল বার্সা। হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন দলটির তারকা ডিফেন্ডার জুলস কুন্দে।
৭ ঘণ্টা আগেব্যাট হাতে দারুণ ছন্দে আছেন শ্রেয়াস আইয়ার। পাঞ্জাব কিংসকে সামনে থেকে দিচ্ছেন নেতৃত্ব। গতকাল তাঁর ব্যাটে চড়েই মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসকে ৪ উইকেটে হারিয়েছে পাঞ্জাব। ৪১ বলে ৫ চার ও ৬ ছক্কায় ৭২ রানের ইনিংসে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন তিনি। সে জন্য এক লাখ রুপি পেলেও তাঁকে জরিমানা গুনতে...
৮ ঘণ্টা আগেগ্লেন ম্যাক্সওয়েলকে নিয়ে শঙ্কাটা গতকালই তৈরি হয় চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে টসের সময় পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়াস আইয়ার উল্লেখ করেছিলেন ম্যাক্সওয়েলের আঙুলে চিড় ধরার কথা। শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো।
১০ ঘণ্টা আগে