Ajker Patrika

হঠাৎ বন্ধ হয়ে গেল বাংলাদেশ-পাকিস্তানের খেলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
হঠাৎ বন্ধ হয়ে গেল বাংলাদেশ-পাকিস্তানের খেলা

রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় টেস্টে ১৮৫ রানের লক্ষ্য তাড়ায় নেমে দারুণ শুরু করেছে বাংলাদেশ দল। কোনো উইকেট না হারিয়ে ৪২ রান তুলেছে তারা। ওয়ানডের মতো ব্যাটিং করছেন দুই ওপেনার জাকির হাসান ও সাদমান ইসলাম। রান তুলছেন ওভারপ্রতি ৬ করে। 

জাকির ব্যাটিং করছেন কিছুটা টি-টোয়েন্টির মতোই। ২৩ বলে দুটি করে চার ও ছক্কায় অপরাজিত আছেন ৩১ রানে। সাদমানের রান ৯। তবে দারুণ শুরুর মধ্যেই হঠাৎ বন্ধ হয়ে গেল খেলা। আকাশে মেঘের ঘনঘটা, শঙ্কা রয়েছে বৃষ্টির। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের ফ্লাডলাইটেও কাজ হচ্ছে না। আলোকস্বল্পতার কারণে আপাতত খেলা বন্ধ রেখেছেন ম্যাচ অফিশিয়ালরা। 

চলতি রাওয়ালপিন্ডি টেস্ট ড্র হলেও সিরিজ বাংলাদেশের। তবে ড্র করে নয়, দ্বিতীয় টেস্ট জিতে সিরিজ জেতার সুযোগ বাংলাদেশের। এর জন্য চাই ১৮৫ রান। এই রান করতে পারলে এই প্রথমবারের মতো টেস্টে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করবে বাংলাদেশ। টেস্ট ক্রিকেটে জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই করার কৃতিত্ব বাংলাদেশের। এবার সেই তালিকায় যুক্ত হবে পাকিস্তান। 

লাঞ্চের আগেই ৬ উইকেট খুইয়ে ফেলা পাকিস্তান দ্বিতীয় ইনিংসে ১৭২ রানে অলআউট। লিডসহ স্কোর দাঁড়ায় ১৮৪ রান। জিততে হলে বাংলাদেশকে আজকের খেলার বাকি সময় ও আগামীকালের তিন সেশনে এই রান টপকাতে হবে বাংলাদেশকে। ব্যাটারদের ব্যাট বল নিচু হয়ে আসছে, মাটিতে পড়ার পর স্কিডও করছে, তাই লক্ষ্যটা ছোট হলেও দেখে শুনে খেলার বিকল্প নেই সফরকারী ব্যাটারদের। 

রাওয়ালপিন্ডি টেস্টের চতুর্থ দিন প্রথম সেশনে ব্যাটারদের শাসন করেছেন নাহিদ রানা ও তাসকিন আহমেদ। নাহিদ ফেরান শান মাসুদ (২৮), বাবর আজম (১১) ও সৌদ শাকিলকে (২)। নাহিদের এই বিধ্বংসী হয়ে ওঠার আগে তাসকিন ফেরান সাইম আইয়ুবকে। দিনের নবম ওভারে ৩৫ বলে ২০ রান করা সাইম আইয়ুবকে ফিরিয়ে দেন। তাঁকে খেলতে গিয়ে মিড অফে ক্যাচ তুলে দিয়েছিলেন আইয়ুব। বাঁদিকে ডাইভ দিয়ে দারুণভাবে ক্যাচ লুফে নেন নাজমুল হাসান শান্ত। 

লাঞ্চ বিরতির পরও স্বাগতিক ব্যাটারদের ওপর চাপ ধরে রাখে বাংলাদেশ। এক্ষেত্রে এগিয়ে আসেন আরেক পেসার হাসান মাহমুদ। পরপর দুই বলে তিনি ফিরিয়ে পাকিস্তানের ব্যাটিং নির্ভরতা মোহাম্মদ রিজওয়ান (৪৩) ও মোহাম্মদ আলীকে (০)। মির হামজাকে (৪) ফিরিয়ে হাসানই ইতি টানেন পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে। টেস্টে এক ইনিংসে এই প্রথমবার নিয়েছেন ৫ উইকেট। পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে হাসানের বোলিং বিশ্লেষণ—১০.৪-১-৪৩-৫!

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দাম্পত্য কলহের গুঞ্জন, মুখ খুললেন জাহিদ হাসান

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

‘হেল্প, হেল্প’ বলে চিৎকার—শিক্ষক এগিয়ে যেতেই গলায় ছুরি চালাল কিশোরী

‘আপত্তিকর’ ভিডিও: বিএফআইইউর প্রধান শাহীনুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠালেন গভর্নর

ছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ, গ্রাম্য সালিসের মাধ্যমে বিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত