এবারের বিশ্বকাপে ভরাডুবি হয়েছে বাংলাদেশের। সেমিফাইনালের স্বপ্ন নিয়ে ভারতে গেলেও তাদের বিদায় ঘণ্টা বাজে সবার আগে। গতকাল পুনেতে লিগ পর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের শেষ ম্যাচটি খেলে আজ সকাল ৯টায় দেশে ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ-লিটন দাস-তাসকিন আহমেদরা।
বাংলাদেশের লক্ষ্য এখন বিশ্বকাপের ব্যর্থতা ভুলে নিউজিল্যান্ড সিরিজে নিজেদের ফিরে পাওয়ার। এই মাসের শেষ দিকে কিউইদের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ। ঘরের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজের পর নিউজিল্যান্ডে গিয়ে খেলবে সমান তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ।
তবে কিউইদের বিপক্ষে টেস্ট সিরিজ তাসকিনকে পাবে না বাংলাদেশ। কাঁধের চোট থেকে সেরা না ওঠায় এই পেসারকে ছাড়াই সিলেটে ২৮ নভেম্বর সিরিজের প্রথম টেস্ট খেলবে স্বাগতিকেরা। সিরিজের দ্বিতীয় টেস্ট হবে ৬ ডিসেম্বর, মিরপুরে।
তাসকিনের টেস্ট সিরিজে না থাকার বিষয়টি আজ নিশ্চিত করেছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ। বাংলাদেশি পেসার এ প্রসঙ্গে জানিয়েছেন, টেস্ট সিরিজ চলাকালীন তিনি স্বল্পসময়ের জন্য পুনর্বাসনে থাকবেন। টি-টোয়েন্টি সিরিজের আগে সেরে ওঠার ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি। আগামী ডিসেম্বরের শেষদিকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ।
দুই দলের ওয়ানডে সিরিজ শুরু হবে ১৭ ডিসেম্বর, দ্বিতীয় টেস্ট শেষ হওয়ার এক সপ্তাহ পর। ক্রিকবাজ জানিয়েছে, তাসকিনের ওয়ানডে সিরিজও না খেলার সম্ভাবনা রয়েছে। টেস্ট সিরিজ শেষে সীমিত ওভারের সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ। ২৩ ডিসেম্বর হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে।
বিশ্বকাপে ৭ ম্যাচ খেলে তাসকিন উইকেট নিয়েছেন পাঁচটি। কাঁধের চোটে খেলতে পারেননি দুটি ম্যাচ। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে না খেলার প্রসঙ্গে এই পেসার বলেছেন, ‘আমি বিশ্বকাপে কাঁধে চোট নিয়ে খেলেছি এবং নিজের ছন্দে ছিলাম না। আমি আগামী শীতে ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে খেলব না। বিশ্রামের জন্য পুনর্বাসনে থাকব। আশা করি, নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলব।’ কিউইদের বিপক্ষে ওয়ানডে সিরিজেও না খেলার বিষয়ে জানান তাসকিন।
এবারের বিশ্বকাপে ভরাডুবি হয়েছে বাংলাদেশের। সেমিফাইনালের স্বপ্ন নিয়ে ভারতে গেলেও তাদের বিদায় ঘণ্টা বাজে সবার আগে। গতকাল পুনেতে লিগ পর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের শেষ ম্যাচটি খেলে আজ সকাল ৯টায় দেশে ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ-লিটন দাস-তাসকিন আহমেদরা।
বাংলাদেশের লক্ষ্য এখন বিশ্বকাপের ব্যর্থতা ভুলে নিউজিল্যান্ড সিরিজে নিজেদের ফিরে পাওয়ার। এই মাসের শেষ দিকে কিউইদের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ। ঘরের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজের পর নিউজিল্যান্ডে গিয়ে খেলবে সমান তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ।
তবে কিউইদের বিপক্ষে টেস্ট সিরিজ তাসকিনকে পাবে না বাংলাদেশ। কাঁধের চোট থেকে সেরা না ওঠায় এই পেসারকে ছাড়াই সিলেটে ২৮ নভেম্বর সিরিজের প্রথম টেস্ট খেলবে স্বাগতিকেরা। সিরিজের দ্বিতীয় টেস্ট হবে ৬ ডিসেম্বর, মিরপুরে।
তাসকিনের টেস্ট সিরিজে না থাকার বিষয়টি আজ নিশ্চিত করেছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ। বাংলাদেশি পেসার এ প্রসঙ্গে জানিয়েছেন, টেস্ট সিরিজ চলাকালীন তিনি স্বল্পসময়ের জন্য পুনর্বাসনে থাকবেন। টি-টোয়েন্টি সিরিজের আগে সেরে ওঠার ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি। আগামী ডিসেম্বরের শেষদিকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ।
দুই দলের ওয়ানডে সিরিজ শুরু হবে ১৭ ডিসেম্বর, দ্বিতীয় টেস্ট শেষ হওয়ার এক সপ্তাহ পর। ক্রিকবাজ জানিয়েছে, তাসকিনের ওয়ানডে সিরিজও না খেলার সম্ভাবনা রয়েছে। টেস্ট সিরিজ শেষে সীমিত ওভারের সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ। ২৩ ডিসেম্বর হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে।
বিশ্বকাপে ৭ ম্যাচ খেলে তাসকিন উইকেট নিয়েছেন পাঁচটি। কাঁধের চোটে খেলতে পারেননি দুটি ম্যাচ। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে না খেলার প্রসঙ্গে এই পেসার বলেছেন, ‘আমি বিশ্বকাপে কাঁধে চোট নিয়ে খেলেছি এবং নিজের ছন্দে ছিলাম না। আমি আগামী শীতে ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে খেলব না। বিশ্রামের জন্য পুনর্বাসনে থাকব। আশা করি, নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলব।’ কিউইদের বিপক্ষে ওয়ানডে সিরিজেও না খেলার বিষয়ে জানান তাসকিন।
চট্টগ্রাম টেস্টে তিন দিনেই জিম্বাবুয়েকে গুঁড়িয়ে দিয়েছে বাংলাদেশ। আলাদা করে মেহেদী হাসান মিরাজই কেড়ে নিয়েছেন ম্যাচের আলো। লেজের ব্যাটারদের নিয়ে বাংলাদেশের প্রথম ইনিংস নিয়ে গেছেন ৪৪৪ রানে। দল পায় ২১৭ রানের লিড। ৭ উইকেটে ২৯১ রান নিয়ে তৃতীয় দিন ব্যাটিং নামে আজ স্বাগতিকেরা। টেলএন্ডার ব্যাটারদের নিয়ে মিরা
১ ঘণ্টা আগেবৃষ্টির কারণে ম্যাচের পরিধি কমিয়ে নির্ধারণ হয় ২৮ ওভারে। শেষে ওভার পুরোপুরি খেলা হয়নি আলোকস্বল্পতার কারণে। কিন্তু যত ওভার হয়েছে, তাতে বাংলাদেশের জয় আটকানো গেল না। কলম্বোয় সিরিজের তৃতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে ডিএল মেথডে ৩৯ রানে হারিয়ে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ যুবারা।
২ ঘণ্টা আগে২০২২ বিশ্বকাপের পর থেকেই ব্রাজিল ফুটবল দলের লেজেগোবরে অবস্থা। এই সময়ে ৩ জন কোচ পরিবর্তন হলেও পরিবর্তন আসেনি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন দলটির পারফরম্যান্সে। এবার তাই দলের জন্য হাইপ্রোফাইল কোচ নিয়োগের জন্য উঠে পড়ে লেগেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়াদের কোচ হিসেবে রিয়া
৩ ঘণ্টা আগেব্যাট হাতে দুর্দান্ত এক সেঞ্চুরিতে দলের প্রয়োজন মিটিয়েছেন। সেঞ্চুরির পর বোলিংয়েও মেহেদী হাসান মিরাজের ভেলকি। ৫ উইকেট নিয়ে তৃতীয় সেশনে একাই যেন ধসিয়ে দিলেন জিম্বাবুয়েকে। তাইজুল-মিরাজের সৌজন্যে তিন দিনেই জিম্বাবুয়েকে গুঁড়িয়ে সিরিজ বাঁচাল বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে সফরকারীদের ইনিংস ও ১০৬ রানের বড়
৩ ঘণ্টা আগে