Ajker Patrika

চুরি হওয়া জিনিসের আক্ষেপ নিয়েই বাংলাদেশে খেলতে এসেছেন ভারতের নারী ক্রিকেটার

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২২, ১২: ৪৬
চুরি হওয়া জিনিসের আক্ষেপ নিয়েই বাংলাদেশে খেলতে এসেছেন ভারতের নারী ক্রিকেটার

লন্ডনের ম্যারিয়ট হোটেল থেকে তানিয়া ভাটিয়ার জিনিসপত্র চুরি হওয়ার কয়েক দিন পেরিয়ে গেছে। অথচ এখনো হারানো জিনিসপত্রের ব্যাপারে হোটেল ম্যানেজমেন্ট থেকে কোনো আপডেট পাননি তিনি।  হোটেল কর্তৃপক্ষের ‘উদাসীনতায়’ তাই হতাশা প্রকাশ করেছেন ভারতীয় এই নারী ক্রিকেটার। সেই আক্ষেপ নিয়েই বাংলাদেশে এশিয়া কাপ খেলতে এসেছেন তানিয়া ।

হোটেল ম্যানেজমেন্টের প্রতি হতাশা প্রকাশ করে সামাজিক মাধ্যমে পোস্টও করেছেন তানিয়া। ভারতীয় এই নারী ক্রিকেটার লিখেছেন,‘আমি হোটেল ম্যানেজমেন্টের পক্ষ থেকে এখনো কিছু জানতে পারিনি। এটা ভীষণ হতাশাজনক। আমার ঘর থেকে যে জিনিসগুলো চুরি হয়েছে, সবগুলো আমার কাছে অনেক মূল্যবান এবং গুরুত্বপূর্ণ। চুরি হওয়ার পর থেকে কোনো পদক্ষেপ কি নেওয়া হয়েছে? একটা আপডেট পেলে ভালো লাগত।’

জিনিসপত্র চুরির দিনেই সামাজিক যোগাযোগমাধ্যমে তানিয়া লিখেছিলেন,‘ম্যারিয়ট হোটেল লন্ডন মায়ডা ভেল ম্যানেজমেন্টের কাজে হতাশ। কেউ আমার ঘরে এসে আমার ব্যাগ চুরি করে নিয়ে গেল। ব্যাগে ক্যাশ, কার্ড, ঘড়ি ও অলংকার ছিল। ভীষণ অনিরাপদ।’

ইংল্যান্ডে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলে ভারতীয় নারী দল। টি-টোয়েন্টি সিরিজ হারলেও ওয়ানডে সিরিজে ইংলিশদের হোয়াইটওয়াশ করেছে ভারতীয় নারী দল। চুরি হওয়া জিনিসের এখনো কোনো আপডেট পাননি তিনি। সেই আক্ষেপ নিয়েই বাংলাদেশে এশিয়া কাপ খেলতে এসেছেন তানিয়া।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত