ক্রীড়া ডেস্ক
পুরো আগস্টে ভারতের হয়ে একটি ম্যাচই খেলেছেন মোহাম্মদ সিরাজ। লন্ডনের দ্য ওভালে অ্যান্ডারসন–টেন্ডুলকার ট্রফির ওই ম্যাচে দুর্দান্ত বোলিং করায় আইসিসির আগস্ট মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন এই পেসার। এই পুরস্কার জিতে সম্মানিতবোধ করছেন সিরাজ।
টানটান উত্তেজনা ও রোমাঞ্চ শেষে ওভাল টেস্টে ইংল্যান্ডকে ৬ রানে হারায় ভারত। ম্যাচটিতে ২ ইনিংস মিলিয়ে ৯ উইকেট নেন সিরাজ। দ্বিতীয় ইনিংসে বেশি বিধ্বংসী ছিলেন। এই ইনিংসে ৫ উইকেট নেন তারকা পেসার। ইনিংসের ৮৬তম ওভারে গাস অ্যাটকিনসনকে বোল্ড করে ভারতের জয় নিশ্চিত করেন সিরাজ। তাঁর (সিরাজ) দুর্দান্ত বোলিংয়ে পিছিয়ে থাকার পরও ওভাল টেস্ট জিতে ২–২ সমতায় সিরিজ শেষ করে ভারত। ওভাল টেস্টে অসাধারণ বোলিং করে ম্যাচসেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন সিরাজ।
ওভাল টেস্টে যশপ্রীত বুমরার অনুপস্থিতিতে ভারতীয় দলের পেস আক্রমণের নেতৃত্ব দিয়েছেন সিরাজ। এবার জিতলেন আইসিসির মাসসেরার পুরস্কার। এই পুরস্কার জেতার পথে নিউজিল্যান্ডের ম্যাট হেনরি এবং ওয়েস্ট ইন্ডিজের জেডন সিলসকে পেছনে ফেলেছেন সিরাজ। মাসসেরা পুরস্কার সতীর্থ ও সাপোর্ট স্টাফের সদস্যদের উৎসর্গ করেছেন তিনি।
অনুভূতি প্রকাশ করতে গিয়ে সিরাজ বলেন, ‘আইসিসির মাসের সেরা খেলোয়াড় হিসেবে মনোনীত হওয়াটা আমার জন্য বিশেষ সম্মানের। অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি ছিল একটি স্মরণীয় সিরিজ। এটি ছিল আমার খেলা সবচেয়ে তীব্র প্রতিযোগিতামূলক ম্যাচগুলোর মধ্যে একটি। আমি গর্বিত যে দলের জয়ে গুরুত্বপূর্ণ স্পেল করতে পেরেছি। বিশেষ করে ম্যাচের শেষদিকে। যখন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতো। ইংল্যান্ডের ঘরের মাঠে তাদের ব্যাটিং লাইনআপের বিরুদ্ধে বোলিং করা চ্যালেঞ্জিং ছিল। তবে একই সঙ্গে এটা আমার সেরাটাও বের করে এনেছিল।’
পুরো আগস্টে ভারতের হয়ে একটি ম্যাচই খেলেছেন মোহাম্মদ সিরাজ। লন্ডনের দ্য ওভালে অ্যান্ডারসন–টেন্ডুলকার ট্রফির ওই ম্যাচে দুর্দান্ত বোলিং করায় আইসিসির আগস্ট মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন এই পেসার। এই পুরস্কার জিতে সম্মানিতবোধ করছেন সিরাজ।
টানটান উত্তেজনা ও রোমাঞ্চ শেষে ওভাল টেস্টে ইংল্যান্ডকে ৬ রানে হারায় ভারত। ম্যাচটিতে ২ ইনিংস মিলিয়ে ৯ উইকেট নেন সিরাজ। দ্বিতীয় ইনিংসে বেশি বিধ্বংসী ছিলেন। এই ইনিংসে ৫ উইকেট নেন তারকা পেসার। ইনিংসের ৮৬তম ওভারে গাস অ্যাটকিনসনকে বোল্ড করে ভারতের জয় নিশ্চিত করেন সিরাজ। তাঁর (সিরাজ) দুর্দান্ত বোলিংয়ে পিছিয়ে থাকার পরও ওভাল টেস্ট জিতে ২–২ সমতায় সিরিজ শেষ করে ভারত। ওভাল টেস্টে অসাধারণ বোলিং করে ম্যাচসেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন সিরাজ।
ওভাল টেস্টে যশপ্রীত বুমরার অনুপস্থিতিতে ভারতীয় দলের পেস আক্রমণের নেতৃত্ব দিয়েছেন সিরাজ। এবার জিতলেন আইসিসির মাসসেরার পুরস্কার। এই পুরস্কার জেতার পথে নিউজিল্যান্ডের ম্যাট হেনরি এবং ওয়েস্ট ইন্ডিজের জেডন সিলসকে পেছনে ফেলেছেন সিরাজ। মাসসেরা পুরস্কার সতীর্থ ও সাপোর্ট স্টাফের সদস্যদের উৎসর্গ করেছেন তিনি।
অনুভূতি প্রকাশ করতে গিয়ে সিরাজ বলেন, ‘আইসিসির মাসের সেরা খেলোয়াড় হিসেবে মনোনীত হওয়াটা আমার জন্য বিশেষ সম্মানের। অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি ছিল একটি স্মরণীয় সিরিজ। এটি ছিল আমার খেলা সবচেয়ে তীব্র প্রতিযোগিতামূলক ম্যাচগুলোর মধ্যে একটি। আমি গর্বিত যে দলের জয়ে গুরুত্বপূর্ণ স্পেল করতে পেরেছি। বিশেষ করে ম্যাচের শেষদিকে। যখন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতো। ইংল্যান্ডের ঘরের মাঠে তাদের ব্যাটিং লাইনআপের বিরুদ্ধে বোলিং করা চ্যালেঞ্জিং ছিল। তবে একই সঙ্গে এটা আমার সেরাটাও বের করে এনেছিল।’
টোকিওতে বিশ্ব অ্যাথলেটিকসে বাংলাদেশের একমাত্র অ্যাথলেট নাজিমুল হক রনি। ৪০০ মিটার হার্ডলসে আজ ট্র্যাকে নেমেছেন। হিটে ৯ জনের মধ্যে সবার শেষে দৌড় শেষ করেন জাতীয় রেকর্ডধারী এই অ্যাথলেট। ৫২.৪৭ সেকেন্ড টাইমিংয়ে শেষ থেকে প্রথম হয়েছেন তিনি। সেই হিটে ৪৮.৩৭ সেকেন্ড টাইমিংয়ে প্রথম হন নাইজেরিয়ার এজেকিয়েল
১২ মিনিট আগেএশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ১৬ সেপ্টেম্বর বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে আফগানিস্তান। গুরুত্বপূর্ণ ম্যাচটির আগে ইনজুরি হানা দিয়েছে আফগান শিবিরে। ক্রিকেটের চিরশত্রু ইনজুরির কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন দলটির পেসার নাভিন উল হক। আজ এক বিবৃতিতে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) বিষয়টি নিশ্চিত
১৪ মিনিট আগেইনজুরির কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ থেকে আগেই ছিটকে গেছেন উইল ও রুর্ক, গ্লেন ফিলিপস ও ফিন অ্যালেন। শঙ্কা আছে মিচেল স্যান্টনারের খেলা নিয়েও। এরই মধ্যে এবার অজিদের বিপক্ষে কুড়ি ওভারের সিরিজের আগে কিউইদের দুশ্চিন্তা বাড়িয়ে দিলেন কেন উইলিয়ামসন।
১ ঘণ্টা আগেসায়েম আইয়ুব কি সংযুক্ত আরব আমিরাতে ক্রিকেট বাদ দিয়ে ‘পিকনিক’ করতে গেছেন— শিরোনাম দেখে এমন কিছু মনে হতেই পারে। কারণ, সাইম এখন এশিয়া কাপ খেলতে পাকিস্তান দলের সঙ্গে আছেন। এরই মধ্যে দুটি ম্যাচ খেলে ফেলেছেন পাকিস্তানের এই বাঁহাতি ব্যাটার।
১ ঘণ্টা আগে