Ajker Patrika

টেস্টে অবসর নিয়ে অবশেষে নীরবতা ভাঙলেন কোহলি

ক্রীড়া ডেস্ক    
১৪ বছরের টেস্ট ক্যারিয়ারে ৩০ সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি। ছবি: ক্রিকইনফো
১৪ বছরের টেস্ট ক্যারিয়ারে ৩০ সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি। ছবি: ক্রিকইনফো

সামাজিক মাধ্যমে এক ঘোষণায় ১২ মে টেস্ট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি। ক্রিকেটের রাজকীয় সংস্করণে ১৪ বছরে যিনি এত রেকর্ড ভেঙেচূড়ে দিয়েছেন, তাঁর বিদায়ে ভক্ত-সমর্থকদের তখন মন খারাপ হয়ে যায়। অবশেষে প্রায় দুই মাস পর এই ব্যাপারে নীরবতা ভাঙলেন ভারতীয় তারকা ক্রিকেটার।

টেস্ট থেকে অবসর প্রসঙ্গে কোহলি যে অনুষ্ঠানে কথা বলেছেন, সেটা হয়েছে লন্ডনে। যুবরাজ সিংয়ের দাতব্য প্রতিষ্ঠান ‘ইউ উই ক্যান ফাউন্ডেশন’ গত রাতে বিশাল এক নৈশভোজের আয়োজন করে। সেই অনুষ্ঠানে যুবরাজসহ ভারতের বর্তমান প্রধান কোচ গৌতম গম্ভীর, শচীন টেন্ডুলকার, কেভিন পিটারসেন, আশিষ নেহরা, ক্রিস গেইল ছিলেন। অনুষ্ঠানের আয়োজক গৌরব কাপুর এক পর্যায়ে কোহলিকে মঞ্চে ডাকলেন। গৌরব তখন বলেছেন যে কোহলিকে মাঠে এখন অনেকেই মিস করছেন। যেখানে ভারত এখন ইংল্যান্ডে টেস্ট সিরিজ নিয়ে ব্যস্ত।

লন্ডনে আয়োজক গৌরবের প্রশ্নের উত্তর দিতে গিয়ে কোহলি একটু মজার ছলে কথা বলেছেন। কোহলি বলেন,‘আমি দুই দিন আগে আমার দাঁড়িতে কলপ করেছি। আপনি জানেন সেক্ষেত্রে প্রত্যেক চার দিনে যদি দাঁড়িতে কলপ করতে হয়, তাহলে ব্যাপারটা বুঝতে হবে।’ ভারতীয় তারকা ক্রিকেটার এ বছরের ৫ নভেম্বর ৩৭ বছর পূরণ করবেন। দাঁড়িতে কলপ দেওয়ার কথা শুনে হয়তো মনে হতে পারে, বয়সের কারণেই টেস্টকে বিদায় বলেছেন তিনি। কারণ, পাঁচ দিনের টেস্ট খেলতে অনেক ফিট থাকতে হয়। তবে ফিটনেসে ভারতীয় তারকা ক্রিকেটার এখনো অনেক তরুণ ক্রিকেটারের চেয়ে এগিয়ে।

২০১৭ থেকে ২০২১-এর টি-বিশ্বকাপ পর্যন্ত ভারতের প্রধান কোচের দায়িত্বে ছিলেন রবি শাস্ত্রী। তত দিন কোহলি ভারতের তিন সংস্করণেরই অধিনায়ক ছিলেন। শাস্ত্রী যত দিন কোচ ছিলেন, কোহলির ব্যাটে দেখা গেছে রানের বন্যা। টেস্ট, ওয়ানডেতে তখন একের পর এক সেঞ্চুরি করেছিলেন কোহলি।

শাস্ত্রী-কোহলির মধ্যে গুরু-শিষ্যের সম্পর্কের রসায়ন নিয়ে কোনো কিছু তো আর অজানা নয়। ‘ইউ উই ক্যান ফাউন্ডেশন’ অনুষ্ঠানে পুরোনো গুরুর সামনেই তাঁর (শাস্ত্রী) প্রশংসা করে কোহলি বলেন, ‘সত্যি বলতে তার সঙ্গে যদি কাজ না করতাম, টেস্ট ক্যারিয়ারে যা হলো সেটা সম্ভব হতো না। আমাদের মধ্যে যে বোঝাপড়া ছিল, সেটা খুঁজে পাওয়া কঠিন। ক্রিকেটারদের ক্যারিয়ার সামনের দিকে এগিয়ে যেতে এমন কিছুই দরকার। ক্রিকেটে আমার পথচলায় তাঁর (শাস্ত্রী) যা অবদান, সেজন্য তার প্রতি আমার সম্মান থাকবে সব সময়।’

রানের পর রান করেছেন বলে ‘রানমেশিন’, ‘কিং কোহলি’ উপাধি অনেক আগেই পেয়ে গেছেন কোহলি। ২০১১ থেকে ২০২৫ পর্যন্ত ১৪ বছরে ১২৩ টেস্টে ৪৬.৮৫ গড়ে করেছেন ৯২৩০ রান। ৩০ সেঞ্চুরি ও ৩১ ফিফটি তাঁর ক্রিকেটের রাজকীয় সংস্করণে। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর সেঞ্চুরি ৮২। বর্তমানে তিনি শুধু ওয়ানডেই খেলেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে গত বছর বার্বাডোজে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর অবসরের ঘোষণা দিয়েছিলেন কোহলি। তবে স্বীকৃত টি-টোয়েন্টিতে এখনো খেলা চালিয়ে যাচ্ছেন। এ বছর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) হয়ে আইপিএল জিতে দীর্ঘ ১৮ বছর পর এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের শিরোপা পেলেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

মেয়াদোত্তীর্ণ ঠিকাদারের নিয়ন্ত্রণে সার্ভার, ঝুলে আছে ৭ লাখ ড্রাইভিং লাইসেন্স

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত